Who are the authors of the famous Elizabethan tragedy 'Gorboduc'?
A
Christopher Marlowe and Thomas Kyd
B
Thomas Norton and Thomas Sackville
C
John Lyly and George Peele
D
Thomas Kyd and Thomas Malory
উত্তরের বিবরণ
English Literature – First English Tragedy
-
সঠিক উত্তর: Gorboduc
Gorboduc (The Tragedie of Gorboduc)
-
রচয়িতা: Thomas Norton & Thomas Sackville
-
প্রকাশিত: ১৫৩২
-
Elizabethan Age-এর শুরুর দিকে রচিত
-
ইংরেজি সাহিত্যের প্রথম পূর্ণাঙ্গ ট্র্যাজেডি
-
লেখা হয়েছে Blank Verse-এ
মূল বিষয়বস্তু:
-
গল্পের কেন্দ্রবিন্দু: প্রাচীন ব্রিটেনের রাজা Gorboduc
-
রাজ্য ভাগাভাগি: Gorboduc তার দুই পুত্র Ferrex ও Porrex-এর মধ্যে রাজ্য ভাগ করেন
-
পারিবারিক সংঘাত ও হত্যাকাণ্ডের মাধ্যমে রাজ্যের অভ্যন্তরীণ বিশৃঙ্খলা ফুটে ওঠে
-
এটি রাজনৈতিক ও পারিবারিক ট্র্যাজেডি হিসেবে পরিচিত
মন্তব্য:
-
প্রথম ইংরেজি ট্র্যাজেডি: Gorboduc
-
প্রথম ইংরেজি রিভেঞ্জ ট্র্যাজেডি: The Spanish Tragedy (Thomas Kyd)
সংক্ষেপে:
-
Gorboduc → প্রথম English Tragedy, Thomas Norton & Thomas Sackville
-
The Spanish Tragedy → প্রথম English Revenge Tragedy, Thomas Kyd

0
Updated: 2 months ago
Pick the synonym for "Impair":
Created: 3 weeks ago
A
Enhance
B
Build
C
Restore
D
Mar
The word "Impair" অর্থে "Mar"-এর কাছাকাছি। এটি বোঝায় কোনো কিছুকে দুর্বল বা ক্ষতিগ্রস্ত করা, যাতে তার কার্যকারিতা কমে যায়।
• Impair (verb)
-
English Meaning: to weaken or damage something, especially in a way that makes it less effective.
-
Bangla Meaning: ক্ষতিগ্রস্ত করা; দুর্বল করা।
• Option Analysis:
-
Enhance – উন্নত করা; বাড়ানো।
-
Build – তৈরি করা; গড়া।
-
Restore – পুনরুদ্ধার করা; ঠিক করা।
-
Mar – নষ্ট করা; ক্ষতিগ্রস্ত করা।
• Example Sentence:
-
Excessive alcohol consumption can impair your judgment.
-
অতিরিক্ত মদ্যপান আপনার বিচারক্ষমতা ক্ষতিগ্রস্ত করতে পারে।

0
Updated: 2 weeks ago
What is Poetic Justice in literature?
Created: 2 months ago
A
Use of poetic devices to create rhythm
B
It ensures the story ends realistically
C
The ideal distribution of rewards and punishments in a story
D
A poem that highlights social justice issues
সঠিক উত্তর: গ) The ideal distribution of rewards and punishments in a story
Poetic Justice
-
সংজ্ঞা: সাহিত্যিক একটি ধারণা, যেখানে চরিত্রের কর্ম অনুযায়ী তাদের উপযুক্ত ফলাফল বা শাস্তি বা পুরস্কার দেওয়া হয়।
-
মূল ভাব: অপরাধী উপযুক্ত শাস্তি পায় এবং সৎ ব্যক্তি ন্যায্য পুরস্কার পায়।
-
উদাহরণ:
-
উইলিয়াম শেক্সপিয়রের The Merchant of Venice
-
উইলিয়াম শেক্সপিয়রের King Lear
-
-
প্রভাব: দর্শককে নৈতিক সন্তুষ্টি দেয় এবং ঘটনাগুলিতে চরিত্রের নৈতিক অবস্থান বা কর্মের প্রতিফলন ঘটে।

0
Updated: 2 months ago
We insist on you leaving the meeting before any further outbursts take place.
Created: 1 month ago
A
insist on
B
you
C
leaving
D
before
• The error is — খ) you
• Correct sentence:
We insist on your leaving the meeting before any further outbursts take place.
-
Bangla: আমরা জোর দিচ্ছি যে আর কোনো বিস্ফোরণ ঘটার আগেই আপনি সভাটি ছেড়ে চলে যান।
• Explanation:
-
"insist on" requires a possessive pronoun + gerund
-
অর্থাৎ, "insist on"-এর পরে pronoun-এর possessive form + (verb+ing) ব্যবহার হয়
-
তাই you এর পরিবর্তে your ব্যবহার করা হবে
• Other parts:
-
ক) insist on — Correct phrase (demand firmly)
-
গ) leaving — Correct gerund (verb acting as a noun)
-
ঘ) before — Correct conjunction

0
Updated: 1 month ago