A
Christopher Marlowe and Thomas Kyd
B
Thomas Norton and Thomas Sackville
C
John Lyly and George Peele
D
Thomas Kyd and Thomas Malory
উত্তরের বিবরণ
English Literature – First English Tragedy
-
সঠিক উত্তর: Gorboduc
Gorboduc (The Tragedie of Gorboduc)
-
রচয়িতা: Thomas Norton & Thomas Sackville
-
প্রকাশিত: ১৫৩২
-
Elizabethan Age-এর শুরুর দিকে রচিত
-
ইংরেজি সাহিত্যের প্রথম পূর্ণাঙ্গ ট্র্যাজেডি
-
লেখা হয়েছে Blank Verse-এ
মূল বিষয়বস্তু:
-
গল্পের কেন্দ্রবিন্দু: প্রাচীন ব্রিটেনের রাজা Gorboduc
-
রাজ্য ভাগাভাগি: Gorboduc তার দুই পুত্র Ferrex ও Porrex-এর মধ্যে রাজ্য ভাগ করেন
-
পারিবারিক সংঘাত ও হত্যাকাণ্ডের মাধ্যমে রাজ্যের অভ্যন্তরীণ বিশৃঙ্খলা ফুটে ওঠে
-
এটি রাজনৈতিক ও পারিবারিক ট্র্যাজেডি হিসেবে পরিচিত
মন্তব্য:
-
প্রথম ইংরেজি ট্র্যাজেডি: Gorboduc
-
প্রথম ইংরেজি রিভেঞ্জ ট্র্যাজেডি: The Spanish Tragedy (Thomas Kyd)
সংক্ষেপে:
-
Gorboduc → প্রথম English Tragedy, Thomas Norton & Thomas Sackville
-
The Spanish Tragedy → প্রথম English Revenge Tragedy, Thomas Kyd

0
Updated: 2 weeks ago
There is only ____ water in the bottle.
Created: 6 days ago
A
the little
B
a little
C
few
D
a few
✅ Correct Answer: a little
Complete Sentence:
👉 There is only a little water in the bottle.
ব্যাখ্যা:
-
Only-এর পর সর্বদা a few অথবা a little ব্যবহৃত হয়।
-
Countable noun → only a few
-
Uncountable noun → only a little
-
-
এখানে water একটি uncountable noun, তাই এর আগে a little ব্যবহার হয়েছে।
Structure:
-
Only + a few / a few of + plural countable noun + plural verb + …
-
Only + a little / a little of + uncountable noun + singular verb + …
🔹 The little এর ব্যবহার
-
The little অর্থ → সামান্য, তবে যতটুকু আছে তার সবটুকুই বোঝায়।
Example:
👉 The milk he gave me has been spilt.
(সে আমাকে যতটুকু দুধ দিয়েছিল, তার সবটুকুই নষ্ট হয়ে গেছে।)

0
Updated: 6 days ago
Heifer is a _______ gender.
Created: 1 week ago
A
Masculine
B
Feminine
C
Common
D
Neuter
লিঙ্গ অনুযায়ী প্রাণীর নাম
Masculine (পুরুষ) | Feminine (স্ত্রী) | অর্থ |
---|---|---|
Colt | Filly | অশ্বশাবক |
Hart | Roe | পুরুষ হরিণ |
Ram | Ewe | ভেড়া / স্ত্রী-ভেড়া |
Drone | Bee | পুরুষ মৌমাছি / স্ত্রী মৌমাছি |
Bullock | Heifer | এঁড়ে বাছুর / বকনা বাছুর |
Source: Accessible Dictionary

0
Updated: 1 week ago
Which kind of literary work is Donne's "Anniversaries"?
Created: 2 weeks ago
A
Short story
B
Play
C
Novel
D
Poem
"Anniversaries" হল একটি কবিতা, যা রচনা করেছেন John Donne।
Anniversaries
-
একটি দীর্ঘ কবিতা (long poem)।
-
রচিত হয়েছিল কবির চাকরীর অধীনে থাকা এক মেয়ের মৃত্যুর স্মরণে।
-
মৃত মেয়েটির বয়স ছিল মাত্র ১৪।
John Donne
-
একজন English poet।
-
মেটাফিজিক্যাল স্কুলের প্রধান কবি।
-
প্রেম ও ধর্ম বিষয়ক কবিতার জন্য বিখ্যাত।
-
তাকে ইংরেজি ভাষার সর্বশ্রেষ্ঠ প্রেমকবি হিসেবেও বিবেচনা করা হয়।
প্রধান কবিতা
-
The Good-Morrow
-
The Flea
-
The Ecstasy
-
The Sun Rising
-
The Canonization
-
Twicknam Garden
-
For Whom The Bell Tolls
Source: SparkNotes, Britannica

0
Updated: 2 weeks ago