The 'Poet Laureate' is -
A
A classical poet
B
The best poet of the country
C
A winner of the Nobel Prize in poetry
D
The Court Poet of England
উত্তরের বিবরণ
সঠিক উত্তর: ঘ) the Court Poet of England.
• Poet Laureate:
- This title first granted in England in the 17th century for poetic excellence.
- যিনি এই উপাধি লাভ করেন, তিনি ব্রিটিশ রাজপরিবারের একজন বেতনভুক্ত সদস্য হন, যদিও বর্তমানে তাঁর নির্দিষ্ট কোনো কবিতা-সংক্রান্ত দায়িত্ব নেই।
- "Poet Laureate" হচ্ছেন একটি দেশের সরকার-নিযুক্ত সরকারি কবি। ব্রিটেনে, যিনি এই উপাধি পান, তিনি বাকি জীবনের জন্য সরকারের পক্ষ থেকে সম্মানসূচক বেতন পান।
- ব্রিটেনে Poet Laureate পদটি ধারাবাহিকতার দিক থেকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এর সূচনা হয় ১৬১৬ সালে, যখন King James I, Ben Jonson কে একটি পেনশন প্রদান করেন।
• যুক্তরাষ্ট্রে ১৯৩৬ সালে এ ধরনের একটি পদ সৃষ্টি করা হয়, এবং বিশ্বের অনেক দেশেই একজন "Poet Laureate" বা জাতীয় কবির সমপর্যায়ের পদে কাউকে নিযুক্ত করা হয়।

0
Updated: 2 months ago
Who famously used iambic pentameter in his plays and sonnets?
Created: 4 weeks ago
A
Charles Dickens
B
John Milton
C
William Shakespeare
D
George Orwell
Iambic Pentameter হলো ইংরেজি কবিতায় ব্যবহৃত একটি জনপ্রিয় metrical line, যেখানে প্রতি লাইনে পাঁচটি মেট্রিক ফুট থাকে। প্রতিটি ফুটে একটি short (unstressed) syllable এবং একটি long (stressed) syllable থাকে। এটি একটি rhythmic line তৈরি করে।
-
Blank Verse হলো এমন একটি ছন্দ, যার মধ্যে কোনো rhyming শেষ থাকে না, কিন্তু এতে সাধারণত iambic pentameter দেখা যায়।
William Shakespeare (1564–1616)
-
জন্ম: April 26, 1564, Stratford-upon-Avon, England
-
মৃত্যু: April 23, 1616, Stratford-upon-Avon
-
Byname: Bard of Avon বা Swan of Avon
-
ইংরেজি কবি, নাট্যকার, এবং অভিনেতা।
-
ইংরেজি জাতীয় কবি হিসেবে পরিচিত এবং বিশ্বের সর্বশ্রেষ্ঠ নাট্যকারদের মধ্যে গণ্য।
-
মোট ৩৭টি নাটক রচনা করেছেন।
প্রধান কাজসমূহ:
Tragedy:
-
Hamlet, Othello, King Lear, Macbeth, Titus Andronicus, Timons of Athens, Antony and Cleopatra, Coriolanus, Romeo and Juliet
Tragi-comedy:
-
The Merchant of Venice, The Winter's Tale, Cymbeline, Troilus and Cressida, Measure for Measure
Comedy:
-
As You Like It, The Tempest, Twelfth Night, Love's Labour's Lost, A Comedy of Errors, The Taming of the Shrew, Much Ado About Nothing, All's Well That Ends Well, A Midsummer Night's Dream, The Merry Wives of Windsor
Historical Play:
-
Julius Caesar, Henry IV Part I, Henry IV Part II, Henry V, Henry VI Part I, Henry VI Part II, Henry VI Part III, Henry VIII, King John, Richard II, Richard III

0
Updated: 4 weeks ago
Identify the correct sentence:
Created: 1 month ago
A
The teacher along with the students were planning the annual event.
B
The teacher along with the students was planning the annual event.
C
The teacher along with the student were planning the annual event.
D
The teachers along with the student was planning the annual event.
Subject-Verb Agreement with Phrases like "along with"
• Correct Sentence:
-
English: The teacher along with the students was planning the annual event.
-
Bangla: শিক্ষক ছাত্রছাত্রীদের সঙ্গে বার্ষিক অনুষ্ঠান পরিকল্পনা করছিলেন।
• Rule:
-
যদি with, together with, along with, as well as, in addition to, accompanied with/by, and not, including, excluding, but, except ইত্যাদি দ্বারা noun বা pronoun যুক্ত থাকে, তাহলে verb সর্বদা প্রথম subject অনুযায়ী হবে।
-
অর্থাৎ:
-
প্রথম noun/pronoun singular → verb singular
-
প্রথম noun/pronoun plural → verb plural
-
• Example:
-
The teacher along with the students was planning the annual event.
-
এখানে প্রথম subject: The teacher → singular
-
তাই verb: was
-

0
Updated: 1 month ago
It is I who _____ to blame for this error.
Created: 1 month ago
A
am
B
are
C
is
D
be
Relative Pronoun-এর পর Verb ব্যবহারের নিয়ম
-
শূন্যস্থানে সঠিক উত্তর হবে: am
Complete Sentence: It is I who am to blame for this error. -
যখন বাক্যে Relative Pronoun (যেমন: who, whom, which, what, when, whose, how, that) ব্যবহৃত হয়, তখন এর পরবর্তী verb বসে Antecedent (Relative pronoun-এর আগে থাকা noun/pronoun)-এর সাথে সঙ্গতি রেখে।
-
উপরের উদাহরণে, Antecedent হলো I। তাই verb হয়েছে am। যদি Antecedent you হয়, তবে verb হবে are।
Examples:
-
It is I who am to blame.
-
It is you who are to leave.
-
It is he who is to go.

0
Updated: 1 month ago