A
Justify ways of man to God
B
Justify the ways of God to men
C
Show Satan and God have equal power
D
Explain why good and evil are necessary
উত্তরের বিবরণ
John Milton – Paradise Lost
-
সঠিক উত্তর: খ) Justify the ways of God to men
-
Milton প্রথম বইতেই স্পষ্টভাবে ঘোষণা করেছেন:
"That, to the height of this great argument
I may assert eternal providence,
And justify the ways of God to men"
Paradise Lost:
-
রচয়িতা: John Milton
-
প্রকাশ: ১৬৬৭ সালে, মোট বারো খণ্ডে
-
ধরণ: Epic poem, Blank verse
-
মূল বিষয়: আদি মানব Adam ও Eve-এর স্বর্গ থেকে মর্ত্যে পতন, শয়তানের বিদ্রোহ, এবং ঈশ্বরের ন্যায় প্রতিষ্ঠা
-
থিম: ঈশ্বরের পথ মানুষদের কাছে ন্যায্য প্রমাণ করা
কাহিনী সংক্ষেপ:
-
শয়তান স্বর্গ থেকে বহিষ্কারিত হয়
-
সে প্রতিশোধ নিতে মানুষকে খোদাদ্রোহে প্ররোচিত করে
-
ইডেন বাগানে এসে ইভকে নিষিদ্ধ ফল খেতে প্রলুব্ধ করে
-
Adam ও Eve ফল ভক্ষণ করে অপরাধ বুঝে স্বর্গ থেকে বহিষ্কার হন
John Milton (1608–1674):
-
জন্ম: লন্ডন, ইংল্যান্ড
-
পরিচিতি: English poet, pamphleteer, historian
-
বিশেষত্ব: Epic poet, master of blank verse
-
উল্লেখযোগ্য রচনা:
-
Paradise Lost (Epic)
-
Paradise Regained (Epic)
-
Of Education (Prose)
-
Lycidas (Elegy)
-

0
Updated: 2 weeks ago
What is the symbolic role of letters in the novel?
Created: 19 hours ago
A
They are decorative only
B
They reveal truth and feelings
C
They create misunderstandings
D
They represent wealth
উপন্যাসে একাধিক চিঠি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। Darcy-র চিঠি Elizabeth-কে সত্য জানায়। Lydia-র পালানোর খবর আসে চিঠির মাধ্যমে। Gardiner-এর চিঠিতে Elizabeth Darcy-র সহায়তার খবর পায়। Austen দেখান—চিঠি হলো সত্য প্রকাশ ও সম্পর্ক বোঝার মাধ্যম। তাই এটি পুরো কাহিনিতে প্রতীকী ভূমিকা পালন করে।

0
Updated: 19 hours ago
'The Rainbow' is -
Created: 2 weeks ago
A
a short story by Somerset Maugham
B
a novel by D. H. Lawrence
C
a poem by W.B. Yeats
D
a play by Christopher Marlowe
The Rainbow (Novel)
-
রচয়িতা: D. H. Lawrence
-
প্রকাশ: 1915
-
যৌন উপাদান থাকার কারণে প্রকাশের পরপরই অশ্লীল ঘোষিত হয়ে নিষিদ্ধ হয়
-
থিম: আধুনিক সভ্যতা বনাম ঐতিহ্যের দ্বন্দ্ব, এর মানব মননে নেতিবাচক প্রভাব
-
বিবাহ প্রথার সমালোচনা
-
কাহিনী কেন্দ্র: Brangwen পরিবারের তিন প্রজন্ম
D. H. Lawrence
-
পরিচয়: ঔপন্যাসিক, কবি, নাট্যকার, প্রবন্ধকার, সাহিত্য সমালোচক
-
বিখ্যাত রচনাসমূহ:
-
Lady Chatterley’s Lover
-
Sons and Lovers
-
The White Peacock
-
The Rainbow
-
Women in Love
-
A Modern Lover
-
My Heart Leaps Up (Poem)
-
রচয়িতা: William Wordsworth
-
বিকল্প নাম: The Rainbow
-
প্রকাশ: 1802
-
ধরণ: সংক্ষিপ্ত লিরিক কবিতা

0
Updated: 2 weeks ago
Marlowe's "Doctor Faustus" is a/an -
Created: 5 days ago
A
comedy
B
tragedy
C
historical novel
D
absurd play
✦ Doctor Faustus (নাটক)
-
লেখক: Christopher Marlowe
-
পূর্ণ নাম: The Tragicall History of D. Faustus
-
প্রকাশকাল: ১৬০৪
-
সংখ্যা অধ্যায়: ৫ (5 Acts)
-
ধরণ: Tragedy (খ)
সারসংক্ষেপ
-
Faustus, একজন উচ্চাকাঙ্ক্ষী বিজ্ঞানী, শয়তান Mephistopheles-এর মাধ্যমে Lucifer-এর কাছে তার আত্মা বিক্রি করে অলৌকিক ক্ষমতা অর্জন করতে চায়।
-
Faustus ২৪ বছরের জন্য অসীম ক্ষমতা লাভ করে, কিন্তু গভীর অনুশোচনা ও দ্বিধায় ভুগে।
-
বিভিন্ন সুযোগে মুক্তি লাভের সুযোগ থাকা সত্ত্বেও সে নিজেকে ত্যাগ করতে রাজি হয় না।
-
নাটকের শেষাংশে Faustus নরককুণ্ডে টেনে নেওয়া হয় এবং চিরকাল শাস্তি ভোগ করে।
প্রধান চরিত্রসমূহ
-
Doctor Faustus
-
Mephistopheles
-
Lucifer
-
The Good Angel
-
The Evil Angel
-
Wagner
✦ Christopher Marlowe (১৫৬৪–১৫৯৩)
-
পরিচয়: Elizabethan Period-এর কবি ও নাট্যকার
-
খ্যাতি: The Father of English Tragedy, University Wit
-
উল্লেখযোগ্য নাটকসমূহ:
-
Doctor Faustus
-
The Jew of Malta
-
Tamburlaine the Great
-
Dido, Queen of Carthage
-

0
Updated: 5 days ago