'Paradise Lost' attempted to
A
Justify ways of man to God
B
Justify the ways of God to men
C
Show Satan and God have equal power
D
Explain why good and evil are necessary
উত্তরের বিবরণ
John Milton – Paradise Lost
-
সঠিক উত্তর: খ) Justify the ways of God to men
-
Milton প্রথম বইতেই স্পষ্টভাবে ঘোষণা করেছেন:
"That, to the height of this great argument
I may assert eternal providence,
And justify the ways of God to men"
Paradise Lost:
-
রচয়িতা: John Milton
-
প্রকাশ: ১৬৬৭ সালে, মোট বারো খণ্ডে
-
ধরণ: Epic poem, Blank verse
-
মূল বিষয়: আদি মানব Adam ও Eve-এর স্বর্গ থেকে মর্ত্যে পতন, শয়তানের বিদ্রোহ, এবং ঈশ্বরের ন্যায় প্রতিষ্ঠা
-
থিম: ঈশ্বরের পথ মানুষদের কাছে ন্যায্য প্রমাণ করা
কাহিনী সংক্ষেপ:
-
শয়তান স্বর্গ থেকে বহিষ্কারিত হয়
-
সে প্রতিশোধ নিতে মানুষকে খোদাদ্রোহে প্ররোচিত করে
-
ইডেন বাগানে এসে ইভকে নিষিদ্ধ ফল খেতে প্রলুব্ধ করে
-
Adam ও Eve ফল ভক্ষণ করে অপরাধ বুঝে স্বর্গ থেকে বহিষ্কার হন
John Milton (1608–1674):
-
জন্ম: লন্ডন, ইংল্যান্ড
-
পরিচিতি: English poet, pamphleteer, historian
-
বিশেষত্ব: Epic poet, master of blank verse
-
উল্লেখযোগ্য রচনা:
-
Paradise Lost (Epic)
-
Paradise Regained (Epic)
-
Of Education (Prose)
-
Lycidas (Elegy)
-

0
Updated: 2 months ago
What are the “two cities” in Dickens’ famous novel starting with the line, “It was the best of times, it was the worst of times”?
Created: 2 weeks ago
A
New York and Paris
B
Berlin and London
C
Paris and Rome
D
Paris and London
ডিকেন্সের বিখ্যাত উক্তি: “It was the best of times, it was the worst of times,” মূলত তার উপন্যাস A Tale of Two Cities থেকে নেওয়া। এখানে “two cities” বলতে বোঝানো হয়েছে প্যারিস ও লন্ডন (ঘ)। এই উপন্যাসটি ১৮০০ সালের ফরাসি বিপ্লবের পটভূমিতে লেখা। ডিকেন্স সমাজের উভয় দিক—উন্নতি ও অবনতি, আনন্দ ও দুঃখ, আশা ও হতাশা—উভয়কেই ফুটিয়ে তুলেছেন। প্যারিস ছিল বিপ্লবের উত্তাপ ও হিংসার কেন্দ্র, যেখানে সাধারণ মানুষ শোষিত ও প্রতিবাদরত ছিল। অন্যদিকে লন্ডন অপেক্ষাকৃত স্থিতিশীল ছিল, কিন্তু সেখানে ও সামাজিক অসাম্য এবং সমস্যাগুলো বিদ্যমান। দুই শহরের মাধ্যমে তিনি সময়ের উত্থান-পতন, মানুষের আশা-নিরাশা এবং সমাজের বৈপরীত্যকে প্রকাশ করেছেন।
বিস্তারিত আলোচনা:
-
A Tale of Two Cities:
-
উপন্যাসটি Charles Dickens লিখেছেন এবং ১৮৫৯ সালে প্রকাশিত হয়।
-
গল্পটি ১৮শ শতকের শেষের দিকে ফরাসি বিপ্লবের পটভূমিতে নির্মিত।
-
লন্ডন এবং প্যারিসের বিপ্লবী পরিস্থিতি উপন্যাসে সুনিপুণভাবে তুলে ধরা হয়েছে।
-
রাজনৈতিক ঘটনাগুলি মূল চালিকা শক্তি হলেও, কাহিনী মানুষের ব্যক্তিগত সম্পর্ক এবং আত্মত্যাগের উপরও গুরুত্ব দেয়।
-
-
Charles Dickens (1812-1870):
-
ইংরেজ উপন্যাসিক, ভিক্টোরিয়ান যুগের সর্বশ্রেষ্ঠ লেখক হিসেবে বিবেচিত।
-
তার কাজ সাধারণ মানুষ থেকে শুরু করে জ্ঞানী, দরিদ্র ও রাজার মতো সকল শ্রেণির মানুষের কাছে আকর্ষণীয় ছিল।
-
প্রযুক্তিগত উন্নতি ও সাহিত্যিক গুণাবলী তার খ্যাতি বিস্তার করতে সহায়ক হয়েছিল।
-
-
Notable Works:
-
Novels: Oliver Twist, A Christmas Carol, A Tale of Two Cities, David Copperfield, Great Expectations, Dombey and Son, Hard Times
-
Non-fiction: American Notes
-

0
Updated: 2 weeks ago
Choose the correct sentence:
Created: 1 month ago
A
We elected him the chairman.
B
We elected him chairman.
C
We elected him as chairman.
D
We elected him to be chairman.
সঠিক উত্তর: খ) We elected him chairman
Grammar Rule: Complement-এর আগে "the" ব্যবহার না করা
-
কিছু verbs যেমন select, elect, appoint, make, nominate, crown এর পর object-এর complement-এর আগে article "the" সাধারণত বসে না।
উদাহরণ:
-
Incorrect: We elected him the chairman.
-
Correct: We elected him chairman
-
Incorrect: They selected me the captain
-
Correct: They selected me captain
তবে নির্দিষ্ট অর্থে "the" ব্যবহার করা যায়:
We made him the chairman of the meeting
অন্যান্য বিকল্পের ব্যাখ্যা
-
ক) We elected him the chairman:
-
Grammar অনুযায়ী এখানে "the" অপ্রয়োজনীয়।
-
-
গ) We elected him as chairman:
-
"Elect + object + as + complement" গঠন standard ইংরেজিতে ভুল।
-
-
ঘ) We elected him to be chairman:
-
"To be" phrase ছাড়া বাক্যের অর্থ পরিষ্কারভাবে প্রকাশ করা সম্ভব।
-
উৎস: A Passage to the English Language – S.M. Zakir Hussain

0
Updated: 1 month ago
A comic novel, "Tom Jones" was penned by-
Created: 3 weeks ago
A
Jonathan Swift
B
Henry Fielding
C
Samuel Richardson
D
Jane Austen
Tom Jones হলো Henry Fielding-এর লেখা একটি বিখ্যাত comic novel, যা ১৮ শতকের ইংরেজি সাহিত্যে বিশেষ স্থান দখল করে।
-
Novel: Tom Jones
-
লেখক: Henry Fielding
-
পূর্ণ শিরোনাম: The History of Tom Jones, a Foundling
-
ধরণ: Comic novel / Picaresque Novel
-
প্রকাশিত: ১৭৪৯, ১৮ শতকের প্রথমার্ধ
-
রোমান্স প্লটের উপরে লেখা
-
-
Short Summary:
-
Tom Jones একজন অনাথ যুবক, যাকে Squire Allworthy সন্তানের মতো লালন-পালন করেন।
-
Squire Allworthy উদার ও দয়ালু জমিদার, যিনি Tom-এর প্রতি বিশেষ যত্নশীল।
-
বড় হয়ে Tom তার প্রতিবেশী Sophia Western-এর প্রেমে পড়ে, কিন্তু নানা বাধার সম্মুখীন হয়।
-
Tom-এর অনাথ পরিচয় ও তার চরিত্রের কিছু দুর্বলতা তাদের মিলনের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
-
Tom-এর দুঃসাহসিক অভিযান, বিভিন্ন মানুষের সঙ্গে সাক্ষাৎ এবং জীবনের নানা ঘটনার মধ্য দিয়ে গল্প এগিয়ে যায়।
-
শেষ পর্যন্ত Tom-এর প্রকৃত পরিচয় প্রকাশ পায়—সে Squire Allworthy-এর বোনের সন্তান। সমাজে তার মর্যাদা পুনঃপ্রতিষ্ঠিত হয় এবং সে Sophia-এর সঙ্গে বিয়ে করতে সক্ষম হয়।
-
-
Main Characters:
-
Squire Allworthy
-
Bridget Allworthy
-
Mrs. Wilkins
-
Tom Jones
-
Sophia Western
-
Jenny Jones
-
Dr. Blifil
-
Captain Blifil
-
Partridge
-
Molly Seagrim
-
-
Henry Fielding (1707–1754):
-
ইংরেজি উপন্যাসিক ও নাট্যকার, 'The Age of Sensibility'-এর একজন প্রধান প্রতিনিধি
-
Samuel Richardson-এর সঙ্গে ইংরেজি উপন্যাসের founder হিসেবে পরিচিত
-
কমেডি এবং সামাজিক সমালোচনা নিয়ে লেখা তার কাজের জন্য সুপরিচিত
-
Picaresque Novel-এ খ্যাত
-
ছদ্মনাম: Captain Hercules Vinegar
-
-
Famous Plays:
-
The Tragedy of Tragedies
-
Rape Upon Rape
-
The Temple Beau
-
The Miser
-
The Modern Husband
-
-
Famous Novels:
-
Tom Jones
-
Amelia
-
Joseph Andrews
-

0
Updated: 2 weeks ago