A
Ireland
B
England
C
USA
D
Scotland
উত্তরের বিবরণ
T. S. Eliot
-
পূর্ণ নাম: Thomas Stearns Eliot
-
জন্ম: ২৬ সেপ্টেম্বর, ১৮৮৮, St. Louis, Missouri, USA
-
মৃত্যু: ৪ জানুয়ারি, ১৯৬৫, লন্ডন, ইংল্যান্ড
-
পরিচিতি: American-English poet, playwright, literary critic, editor
-
নোবেল পুরস্কার: ১৯৪৮ সালে সাহিত্যে
Notable Works:
Poems:
-
The Waste Land
-
Four Quartets
-
The Hollow Men
-
The Love Song of J. Alfred Prufrock
-
Ash Wednesday
Plays:
-
The Confidential Clerk
-
Murder in the Cathedral
-
The Cocktail Party
-
The Elder Statesman
-
The Trail of a Judge

0
Updated: 2 weeks ago
She herself baked the cake for the party.- Here, 'herself' is
Created: 6 days ago
A
Reflexive pronoun
B
Emphatic pronoun
C
Relative pronoun
D
Reciprocal pronoun
Sentence:
She herself baked the cake for the party.
Analysis:
-
এখানে 'herself' হলো Emphatic pronoun।
Explanation:
-
যখন কোনো কাজের কর্তাকে জোর দিয়ে বা গুরুত্ব দিয়ে দেখাতে চাই, তখন Emphatic pronoun ব্যবহার করা হয়।
-
Example: She herself baked the cake.
-
অর্থ: সে নিজে কেক বেক করেছে।
-
-
এখানে ‘herself’ কেবল subject-কে জোর দিতে এসেছে, কাজের object নয়।
Emphatic pronoun:
-
Reflexive pronouns, যা noun-এর 바로 পরে বসে subject-এর উপর জোর বা গুরুত্ব প্রকাশ করে, তাকে Emphatic pronoun বলা হয়।
-
অর্থাৎ, subject-এর উপর গুরুত্ব আরোপ করার জন্য subject-এর পর যে Reflexive pronoun ব্যবহার করা হয়, সেটিই Emphatic pronoun।
-
প্রদত্ত বাক্যে "herself" pronoun টি "She" subject-এর উপর অতিরিক্ত জোর বা গুরুত্ব আরোপ করেছে।
Reflexive pronoun:
-
Personal pronoun-এর সঙ্গে self / selves যোগ করে গঠিত pronoun।
-
কিছু উদাহরণ: myself, ourselves, yourselves, himself, itself ইত্যাদি।

0
Updated: 6 days ago
What is The Rape of the Lock about?
Created: 5 days ago
A
A political scandal
B
A trivial social incident blown out of proportion
C
A historical battle
D
A love story in the countryside
সঠিক উত্তর: খ) A trivial social incident blown out of proportion ✅
✦ The Rape of the Lock
-
লেখক: Alexander Pope
-
ধরণ: Mock-epic / Mock-heroic poem
-
প্রকাশকাল: ১৭১২ (প্রথম ভার্সন), ১৭১৪ (শেষ ভার্সন)
-
কেন্দ্রীয় চরিত্র: Belinda, Baron, Ariel
-
রূপকথা: ছোটো একটি সামাজিক ঘটনা—Belinda-এর চুলের একটি লক কেটে নেওয়া—কে মহাকাব্যের মতো উপস্থাপন করা হয়েছে।
-
লক্ষণীয় বিষয়: Heroic couplets ব্যবহার, ৫ Canto তে সম্প্রসারিত, হাস্যরসাত্মক ও তুচ্ছ ঘটনার প্রতি ব্যঙ্গাত্মক দৃষ্টি।
Alexander Pope:
-
English author ও Augustan Period-এর কবি
-
পরিচিত: Mock Heroic Poet
-
বিখ্যাত রচনা: An Essay on Criticism, An Essay on Man, The Dunciad, The Rape of the Lock, Eloisa to Abelard
মূল পয়েন্ট: কবিতায় তুচ্ছ ঘটনা (চুল কাটা) মহাকাব্য রূপে উপস্থাপন করে সমাজের উচ্চবিত্ত মানুষের অহংকার ও আচরণের ব্যঙ্গ করা হয়েছে।

0
Updated: 5 days ago
In A Tale of Two Cities, Dickens contrasts life in which two cities?
Created: 2 weeks ago
A
Amsterdam and Brussels
B
Dublin and Edinburgh
C
Paris and Berlin
D
Paris and London
A Tale of Two Cities উপন্যাসে দুইটি শহরের জীবন ও সমাজের পার্থক্য তুলে ধরা হয়েছে: প্যারিস এবং লন্ডন।
সংক্ষিপ্ত বিবরণ:
-
রচয়িতা: Charles Dickens
-
প্রকাশিত: ১৮৫৯
-
প্রেক্ষাপট: ১৮শ শতকের শেষের দিকে ফরাসি বিপ্লব
-
বিষয়বস্তু:
-
প্যারিস: উত্তেজনা, দারিদ্র্য, সাম্রাজ্যবাদের অবিচার, বঞ্চনা এবং বিদ্রোহ
-
লন্ডন: তুলনামূলক শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা
-
-
Dickens সামাজিক বৈষম্য, রাজনৈতিক অস্থিরতা এবং মানুষের জীবনের ভিন্ন দিক চিত্রায়িত করেছেন
Charles Dickens (1812–1870):
-
Victorian যুগের অন্যতম প্রধান ইংরেজ উপন্যাসিক
-
সাধারণ মানুষের জীবন ও সমাজের বিভিন্ন স্তরকে জীবন্তভাবে উপস্থাপন করেছেন
Notable Works:
-
Oliver Twist
-
A Christmas Carol
-
A Tale of Two Cities
-
David Copperfield
-
Great Expectations
-
Dombey and Son
-
Hard Times
-
American Notes (Non-fiction)
উত্তর: Paris and London

0
Updated: 2 weeks ago