A
A History by Vincent Smith
B
A verse by Coleridge
C
A drama by Oscar Wilde
D
A poem by Wordsworth
উত্তরের বিবরণ
Kubla Khan
-
রচয়িতা: Samuel Taylor Coleridge
-
সম্পূর্ণ নাম: Kubla Khan; or, a Vision in a Dream
-
ধরণ: Romantic poem
-
বৈশিষ্ট্য:
-
কবির নিজের ভাষ্য অনুযায়ী, রচনার সময় তিনি নেশাগ্রস্থ ছিলেন
-
অনেক লাইন স্বপ্নাদিষ্টভাবে এসেছে
-
মূল বিষয়বস্তু: Nature of human genius
-
-
Kublai Khan: Yuan সম্রাট, ক্ষমতায় ১২৬০–১২৯৪
Samuel Taylor Coleridge
-
ইংরেজি lyrical poet, critic, philosopher
-
Lyrical Ballads (with Wordsworth) – English Romantic movement সূচনা
-
Biographia Literaria (1817) – Romantic literary criticism-এ গুরুত্বপূর্ণ
Notable Works:
-
Biographia Literaria
-
Christabel
-
Dejection: An Ode
-
Frost at Midnight
-
Kubla Khan
-
Lyrical Ballads
-
On the Constitution of the Church and State
-
The Rime of the Ancient Mariner

0
Updated: 2 weeks ago
What does the word “Glean” mean?
Created: 1 week ago
A
To waste useful resources
B
To destroy crops completely
C
To scatter something widely
D
To obtain information slowly and with effort
Correct Answer: To obtain information slowly and with effort
Glean (verb)
English Meaning:
To obtain information, knowledge, etc., often with difficulty and usually from various sources.
Bangla Meaning:
ফসল তোলার পর মাঠে পড়ে থাকা শস্যদানা কুড়িয়ে নেওয়া; ফসল কুড়ানো; (রূপক) টুকরো খবর বা তথ্য সংগ্রহ করা।
Synonyms: Extract (টেনে বের করা), Gather (একত্রিত করা), Collect (সংগ্রহ করা), Amass (জড়ো করা/জমানো), Pick (গোছানো)।
Antonyms: Disperse (ছড়িয়ে দেওয়া), Divide (ভাগ করা), Spread (ছড়িয়ে দেওয়া), Scatter (বিক্ষিপ্ত করা), Disseminate (প্রচার করা/ছড়িয়ে দেওয়া)।
Other Forms:
-
Gleaner (noun): (ফসল/খবর) কুড়ানি।
-
Gleanings (noun): (রূপক) বিভিন্ন উৎস থেকে আহরিত টুকরো জ্ঞান বা তথ্য।
Other Options:
ক) To waste useful resources → “Glean” মানে সংগ্রহ করা, অপচয় করা নয়।
খ) To destroy crops completely → বিপরীত অর্থ। Glean মানে ফসল তোলার পর অবশিষ্টাংশ সংগ্রহ করা।
গ) To scatter something widely → Scattering মানে ছড়িয়ে দেওয়া, যা Glean-এর বিপরীত।
Example Sentences:
-
These figures have been gleaned from a number of studies.
-
They were not to glean their fields for stray grain, nor harvest the corners.
Source: Live MCQ lecture

0
Updated: 1 week ago
'Man and Superman' is written by:
Created: 2 weeks ago
A
George Bernard Shaw
B
Samuel Beckett
C
Oscar Wilde
D
Bertrand Russell
‘Man and Superman’ নাটকটির লেখক হলেন জর্জ বার্নার্ড শ (George Bernard Shaw)।
সংক্ষিপ্ত বিবরণ:
-
প্রকাশিত: ১৯০৩
-
ধরণ: Philosophical Comedy / Drama
-
বিষয়বস্তু: মানবজীবনের উদ্দেশ্য, বিবর্তন, প্রেম, বিবাহ এবং সামাজিক বাধা; মানুষের উচ্চতর আদর্শ ও নৈতিকতা
-
বিখ্যাত অংশ: Don Juan in Hell — যেখানে Shaw আত্মা, নরক ও সমাজনীতি নিয়ে দার্শনিক ভাবনা তুলে ধরেছেন
George Bernard Shaw (1856–1950):
-
Irish playwright, critic, এবং সমাজতান্ত্রিক চিন্তাবিদ
-
সাহিত্যে নোবেল পুরস্কার প্রাপ্ত (১৯২৫)
-
নাটকগুলোতে সামাজিক অবিচার, রাজনীতি ও ধর্মীয় দ্বন্দ্বের সমালোচনা স্পষ্টভাবে লক্ষ্য করা যায়
বিখ্যাত নাটকসমূহ:
-
Pygmalion
-
Man and Superman
-
Saint Joan
-
Major Barbara
-
Arms and the Man
উত্তর: George Bernard Shaw

0
Updated: 2 weeks ago
Sidney believes poetry can make people:
Created: 3 months ago
A
More emotional
B
Good and wise
C
Selfish
D
Superstitious
Sidney বিশ্বাস করতেন যে কবিতা মানুষকে ভালো ও বুদ্ধিমান করতে পারে। কবিতা তাদের মনকে স্পর্শ করে এবং ভালো কাজ করতে উৎসাহিত করে। এটি শিক্ষাদান করে এবং মানুষের চরিত্র গঠনে সাহায্য করে। তাই কবিতা মানুষকে শুধুমাত্র আনন্দ দেয় না, বরং তাদের ভালো ও বুদ্ধিমান বানায়।

0
Updated: 3 months ago