The literary work 'Kubla Khan' is -
A
A History by Vincent Smith
B
A verse by Coleridge
C
A drama by Oscar Wilde
D
A poem by Wordsworth
উত্তরের বিবরণ
Kubla Khan
-
রচয়িতা: Samuel Taylor Coleridge
-
সম্পূর্ণ নাম: Kubla Khan; or, a Vision in a Dream
-
ধরণ: Romantic poem
-
বৈশিষ্ট্য:
-
কবির নিজের ভাষ্য অনুযায়ী, রচনার সময় তিনি নেশাগ্রস্থ ছিলেন
-
অনেক লাইন স্বপ্নাদিষ্টভাবে এসেছে
-
মূল বিষয়বস্তু: Nature of human genius
-
-
Kublai Khan: Yuan সম্রাট, ক্ষমতায় ১২৬০–১২৯৪
Samuel Taylor Coleridge
-
ইংরেজি lyrical poet, critic, philosopher
-
Lyrical Ballads (with Wordsworth) – English Romantic movement সূচনা
-
Biographia Literaria (1817) – Romantic literary criticism-এ গুরুত্বপূর্ণ
Notable Works:
-
Biographia Literaria
-
Christabel
-
Dejection: An Ode
-
Frost at Midnight
-
Kubla Khan
-
Lyrical Ballads
-
On the Constitution of the Church and State
-
The Rime of the Ancient Mariner

0
Updated: 2 months ago
Which of the following is the swan song of William Shakespeare?
Created: 1 week ago
A
As You Like It
B
Hamlet
C
The Tempest
D
Julius Caesar
The Tempest হলো William Shakespeare-এর সর্বশেষ একক রচনা, যাকে প্রায়ই তাঁর “swan song” বা শেষ সৃষ্টিশীল বিদায়বার্তা হিসেবে বিবেচনা করা হয়। অনেক সাহিত্য সমালোচক মনে করেন, Shakespeare এই নাটকের মাধ্যমে থিয়েটার জগত থেকে তাঁর বিদায় ও আত্মসমর্পণের প্রতীকী অভিব্যক্তি প্রকাশ করেছেন। নাটকটির মূল সুরে বিদায়, ক্ষমা, পুনর্মিলন ও মানবতার জাগরণ ফুটে উঠেছে।
The Tempest একটি পাঁচ অঙ্কের নাটক, যা প্রথম লেখা ও অভিনীত হয় ১৬১১ সালের দিকে, এবং পরবর্তীতে ১৬২৩ সালের First Folio-তে প্রকাশিত হয়। এতে জাদু, প্রেম, বিশ্বাসঘাতকতা, ন্যায়বিচার ও পুনর্মিলনের বিষয়গুলো শিল্পিতভাবে প্রকাশ পেয়েছে।
Main Characters:
-
Prospero – Milan-এর Duke; নাটকের কেন্দ্রীয় চরিত্র।
-
Miranda – Prospero-র কন্যা ও নাটকের নায়িকা।
-
Ariel – অতিপ্রাকৃত সত্তা; শুভ চরিত্র।
-
Caliban – অতিপ্রাকৃত সত্তা; অসৎ বা দুষ্ট প্রকৃতির।
-
Antonio – Prospero-র ভাই ও নাটকের খলনায়ক।
-
Ferdinand – নায়ক; Miranda-র প্রেমিক।
-
Gonzalo – একজন বিশ্বস্ত ও ন্যায়পরায়ণ উপদেষ্টা।
Famous Quotes from The Tempest:
-
“Misery acquaints a man with strange bed-fellows.”
-
“What's past is prologue.”
-
“How beauteous mankind is! O brave new world,
That has such people in’t!” -
“We are such stuff
As dreams are made on, and our little life
Is rounded with a sleep.”
William Shakespeare (1564–1616):
-
তিনি একজন কবি, নাট্যকার ও অভিনেতা; ইংল্যান্ডের “জাতীয় কবি” এবং বিশ্বের সর্বকালের শ্রেষ্ঠ নাট্যকার হিসেবে পরিচিত।
-
তাঁর রচনায় মানবজীবনের আবেগ, সংঘাত, প্রেম, বিশ্বাসঘাতকতা, ক্ষমতা ও মানবিক দুর্বলতা অত্যন্ত সূক্ষ্মভাবে ফুটে উঠেছে।
-
Shakespeare ছিলেন তীক্ষ্ণ বুদ্ধি, কাব্যিক কল্পনা ও দূরদর্শী দৃষ্টিভঙ্গির অধিকারী, যা তাঁর নাটককে যুগান্তকারী করে তুলেছে।
-
তাঁর ভাষা, রূপক ও চিত্রকল্প এমনভাবে গঠিত যে পাঠক ও দর্শক সহজেই আবেগে সম্পৃক্ত হন।
-
তাঁর সৃষ্ট চরিত্রগুলো মঞ্চে জীবন্ত হয়ে ওঠে, যা মানুষকে ভাবায়, সহানুভূতি জাগায় ও অংশগ্রহণে উদ্বুদ্ধ করে।
Notable Works of William Shakespeare:
-
A Midsummer Night’s Dream
-
All’s Well That Ends Well
-
Antony and Cleopatra
-
As You Like It
-
Hamlet
-
Henry IV, Part 1 & 2
-
Henry V
-
Henry VI, Part 1–3
-
Julius Caesar
-
King John
-
King Lear
-
Love’s Labour’s Lost

0
Updated: 1 week ago
Which author caused controversy with the novel The Satanic Verses?
Created: 2 months ago
A
Arundhati Roy
B
Ruskin Bond
C
Salman Rushdie
D
R. K. Narayan
• Salman Rushdie হলো সেই লেখক যিনি তাঁর উপন্যাস The Satanic Verses দিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি করেন। এই উপন্যাসটি প্রকাশের পর মুসলিম সমাজের কিছু অংশে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়, কারণ অনেকেই মনে করেন এটি ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। এই কারণে অনেক দেশে বইটি নিষিদ্ধ হয় এবং লেখককে মৃত্যুদণ্ডের হুমকি পর্যন্ত দেয়া হয়।
• বিস্তারিত আলোচনা:
• The Satanic Verses:
- এটি লেখক Salman Rushdie রচিত একটি Epic novel.
- এটি একটি magic realist epic novel.
- এটি 1988 সালে প্রকাশিত হয়।
- It became one of the most controversial books of the late 20th century.
- The Satanic Verses is about identity, alienation, rootlessness, brutality, compromise, and conformity.

0
Updated: 2 months ago
Who composed the sonnet sequence titled "Amoretti"?
Created: 4 weeks ago
A
William Wordsworth
B
Edmund Spenser
C
Samuel Taylor Coleridge
D
William Shakespeare
“Amoretti” হলো Edmund Spenser-এর লেখা একটি sonnet sequence, যা প্রকাশিত হয় ১৫৯৫ সালে। এটি ৮৯টি sonnet নিয়ে গঠিত এবং সাধারণত English/Shakespearean sonnet (ABABCDCDEFEFGG) ছন্দ অনুসরণ করে, যেখানে প্রতিটি sonnet-এ ১৪টি লাইন থাকে। কবিতায় Spenser তার দ্বিতীয় স্ত্রী Elizabeth Boyle-এর সঙ্গে প্রেম ও বিবাহের গল্প তুলে ধরেছেন। “Amoretti” শব্দটি ইতালিয়ান ভাষার “little loves” অর্থাৎ ছোট প্রেম থেকে এসেছে।
Edmund Spenser (1552–1599)
-
Elizabethan Period-এর একজন প্রধান সাহিত্যিক।
-
উপাধি: The Poet of Poets, The Child of Renaissance and Reformation
-
বিখ্যাত মহাকাব্য: The Faerie Queene, যা রানী Elizabeth-এর প্রশংসা করে লেখা এবং একটি Allegory হিসেবে পরিচিত।
অন্য উল্লেখযোগ্য কাজ:
-
Mother Hubberd's Tale
-
Complaints
-
Epithalamion
-
The Shepheardes Calender
-
The Faerie Queene (Epic)
-
Amoretti (89 Sonnets)

0
Updated: 4 weeks ago