What is the setting of Dover Beach?
A
A beach in England
B
A castle
C
A city
D
A forest
উত্তরের বিবরণ

0
Updated: 2 months ago
Who composed the elegiac poem 'Thyrsis'?
Created: 3 weeks ago
A
Thomas Gray
B
Matthew Arnold
C
John Milton
D
P. B. Shelley
Matthew Arnold-এর লেখা "Thyrsis" একটি বিখ্যাত elegy কবিতা, যা তার বন্ধু ও কবি Arthur Hugh Clough-এর স্মৃতিতে রচিত। কবিতাটি প্রকাশের সময় ও তার সাহিত্যিক প্রেক্ষাপট উল্লেখযোগ্য।
• Thyrsis:
-
এটি Matthew Arnold-এর লেখা একটি elegy কবিতা।
-
প্রথম প্রকাশিত হয় ১৮৬৬ সালে Macmillan's Magazine-এ এবং পরবর্তীতে ১৮৬৭ সালে Arnold-এর New Poems-এ অন্তর্ভুক্ত হয়।
-
কবিতাটি Arnold-এর অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে গণ্য।
-
কবিতায় Arnold এক জটিল দশ-পঙ্ক্তির স্তবক ছন্দে দক্ষতা প্রদর্শন করেছেন।
-
এটি ২৪ পঙ্ক্তির এবং লেখা হয়েছে তার বন্ধু Arthur Hugh Clough-এর স্মৃতিতে, যিনি ১৮৬১ সালে মারা যান।
-
Clough কে কবিতায় “Thyrsis” নামে উপস্থাপন করা হয়েছে, যা প্রাচীন গ্রিক সাহিত্যে রাখাল-কবির প্রতীক হিসেবে ব্যবহৃত হতো।
-
কবিতায় সমৃদ্ধ pastoral চিত্রকল্পের মাধ্যমে Arnold স্মরণ করেছেন অক্সফোর্ডের সেই প্রাকৃতিক পরিবেশ, যেখানে তারা ছাত্রজীবনে একসাথে সময় কাটিয়েছেন। একই সঙ্গে তিনি ফিরে দেখেছেন বিশ্ববিদ্যালয় জীবনের পর তাঁদের তরুণ বয়সের আদর্শের ফলাফল।
• Matthew Arnold (1822-1888):
-
একজন বিখ্যাত English Victorian poet এবং literary ও social critic।
-
সমসাময়িক সমাজের বিভিন্ন শ্রেণির রুচি ও আচরণের সমালোচনার জন্য পরিচিত।
-
কর্মজীবন শুরু করেন inspector of schools হিসেবে, পরে Oxford-এ professor of poetry হিসেবে যোগ দেন।
-
সংস্কৃতির প্রচারক হিসেবে খ্যাত, বিশেষ করে তার বিখ্যাত রচনা Culture and Anarchy (1869)-এর জন্য।
-
তিনি ছিলেন Thomas Arnold-এর বড় ছেলে।
• Notable Works:
-
Famous elegies: Thyrsis, Rugby Chapel
-
Famous poems: Dover Beach, The Scholar Gypsy, Sohrab and Rustom, The Forsaken Merman, Empedocles on Etna, Cromwell
-
Famous books: Culture and Anarchy, The Study of Poetry, Literature and Dogma, Essays in Criticism, On Translating Homer (lectures), On the Study of Celtic Literature (lectures)

0
Updated: 3 weeks ago
What is the tone of Dover Beach?
Created: 2 months ago
A
Melancholy
B
Joyful
C
Hopeful
D
Angry

0
Updated: 2 months ago
What does the poet imply about the society that the scholar has rejected in The Scholar Gypsy?
Created: 2 weeks ago
A
Society is full of wisdom and valuable knowledge
B
Society is the only place where true knowledge can be found
C
Society is corrupt and filled with distractions
D
Society is indifferent to intellectual pursuits
The Scholar Gypsy কবিতায়, Arnold সমাজকে একটি অস্থির এবং বিভ্রান্তির স্থান হিসেবে দেখিয়েছেন। গিপ্সি যে সমাজকে পরিত্যাগ করেছে, তা মানুষের জীবনকে সীমাবদ্ধ এবং ক্ষুদ্র করে ফেলে, যেখানে শুধুমাত্র দৈনন্দিন জীবন এবং বাহ্যিক বিষয়গুলোই গুরুত্বপূর্ণ মনে হয়।
কবি মনে করেন যে, এই ধরনের সমাজ মানুষকে প্রকৃত আধ্যাত্মিক এবং দার্শনিক সত্য থেকে বিচ্যুত করে, এবং সেই কারণেই গিপ্সি তার অনুসন্ধান চালাতে সমাজ থেকে দূরে চলে গেছে।

0
Updated: 2 weeks ago