Which poem expresses a longing for the past and innocence?
A
Ode: Intimations of Immortality
B
The Waste Land
C
My Last Duchess
D
Kubla Khan
উত্তরের বিবরণ

0
Updated: 2 months ago
“The Child is father of the Man” — this line is an example of:
Created: 1 month ago
A
Paradox
B
Hyperbole
C
Metonymy
D
Simile
এখানে বলা হয়েছে যে শিশু মানুষকে জন্ম দেয়—যা আক্ষরিক অর্থে অসম্ভব। তাই এটি একটি paradox। তবে প্রতীকী অর্থে Wordsworth বোঝাতে চেয়েছেন, শৈশবের অভিজ্ঞতা ও দৃষ্টি-ভাবনাই ভবিষ্যতের পূর্ণ মানুষকে গড়ে তোলে। এভাবে শিশুকালের আধ্যাত্মিকতা মানুষের চরিত্রে চিরস্থায়ী ছাপ ফেলে। এই paradox রোমান্টিক যুগের শৈশব-দর্শনের মর্মকথা।

0
Updated: 1 month ago
What is the central philosophical theme of Tintern Abbey?
Created: 2 weeks ago
A
The destructive power of time on human emotions
B
The tension between city life and rural life
C
The permanence of natural beauty despite human change
D
The rejection of religious faith in favor of reason
কবিতার মূল দর্শন হলো—প্রকৃতি অপরিবর্তনীয়, কিন্তু মানুষ ও তার আবেগ সময়ের সাথে পাল্টে যায়। ওয়ার্ডসওয়ার্থ বলেন, পাঁচ বছর আগের মানুষ আর এখনকার মানুষ এক নয়, কিন্তু প্রকৃতি একইভাবে দাঁড়িয়ে আছে।
প্রকৃতি তাই মানুষের কাছে এক চিরন্তন সত্য। মানুষ ক্লান্ত হয়, বয়স বাড়ে, অনুভূতি পরিবর্তিত হয়, কিন্তু প্রকৃতি তার শান্তি, সৌন্দর্য এবং শক্তি দিয়ে সবসময় মানুষকে সাহায্য করে। এই চিরন্তন সম্পর্কই কবিতার কেন্দ্রীয় থিম।

0
Updated: 2 weeks ago
The poem is a type of what?
Created: 1 week ago
A
A limerick
B
A haiku
C
An irregular Pindaric ode
D
A sonnet
Irregular Pindaric Ode হলো এমন একটি ode, যা প্রাচীন গ্রীক পদ্ধতির তিনভাগীয় কাঠামো—strophe, antistrophe, epode—অনুসরণ করে না, তবে তা এখনও গুরুতর, মর্যাদাপূর্ণ এবং প্রায়শই দার্শনিক আবহ বজায় রাখে। এই ধরনের ode-তে স্তবক ও ছন্দ প্রায়ই পরিবর্তনশীল থাকে, যা Wordsworth-এর কবিতার একটি বৈশিষ্ট্য।
-
Wordsworth-এর "Immortality Ode" এই সংজ্ঞার সঙ্গে সঙ্গতিপূর্ণ।
-
কবিতায় শৈশবের নিষ্পাপতা, বয়স, প্রকৃতির ঈশ্বরীয় সংযোগের হারানো এবং স্মৃতির শক্তি—এই বিষয়গুলো অন্বেষণ করা হয়েছে।
-
নির্দিষ্ট লাইনগুলো দেখায় কিভাবে পার্থিব “custom” এবং প্রাপ্তবয়স্ক জীবনের দায়িত্ব আত্মাকে ভারী করে তোলে।
-
এই ধারণা কবিতার মূল থিমের সঙ্গে সংযুক্ত, যেখানে শৈশবের আধ্যাত্মিক দৃষ্টি ও আনন্দ ধীরে ধীরে ম্লান হয়ে যায়।
-
স্তবক ও ছন্দের বৈচিত্র্য কবিতার অনুভূতি ও দার্শনিক গভীরতাকে আরও প্রাঞ্জলভাবে প্রকাশ করে।

0
Updated: 1 week ago