A
Ode: Intimations of Immortality
B
The Waste Land
C
My Last Duchess
D
Kubla Khan
উত্তরের বিবরণ

0
Updated: 2 weeks ago
In which year was Lyrical Ballads first published?
Created: 1 week ago
A
1789
B
1798
C
1805
D
1815
Lyrical Ballads প্রথম প্রকাশিত হয় ১৭৯৮ সালে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ও স্যামুয়েল টেলর কোলরিজের যৌথ প্রচেষ্টায়। এটি ইংরেজি সাহিত্যে রোমান্টিক যুগের সূচনা বলে গণ্য হয়। এই কাব্যগ্রন্থে প্রকৃতি, সাধারণ মানুষের জীবন ও সহজ ভাষার ব্যবহার বিশেষ গুরুত্ব পায়। এর মাধ্যমে কবিতাকে অভিজাত জীবন থেকে বের করে আনা হয় এবং সাধারণ মানুষের আবেগ-অনুভূতির সঙ্গে যুক্ত করা হয়। ফলে ইংরেজি কাব্যে এক নতুন যুগের সূচনা ঘটে।

0
Updated: 1 week ago
“Our birth is but a sleep and a forgetting” — the figure of speech here is:
Created: 1 week ago
A
Metaphor
B
Simile
C
Alliteration
D
Irony
এখানে জন্মকে “sleep” এবং “forgetting” বলে উপস্থাপন করা হয়েছে। বাস্তবে জন্ম ঘুম বা ভুলে যাওয়া নয়, তবে কবি রূপকভাবে বোঝাচ্ছেন যে জন্মের সাথে সাথে মানুষ তার আদি ঈশ্বরীয় উৎস ভুলে যায়। এই রূপক মানব জীবনের আধ্যাত্মিক যাত্রাকে বর্ণনা করে। এটি Wordsworth-এর Platonism-এর প্রতিফলন, যেখানে মানুষ জন্মের আগে স্বর্গীয় আলোয় ভরা থাকে।

0
Updated: 1 week ago
Which poem reflects on childhood and memory?
Created: 4 weeks ago
A
Ode: Intimations of Immortality
B
The Waste Land
C
Dover Beach
D
The Tower

0
Updated: 4 weeks ago