A
Percy Bysshe Shelley
B
John Keats
C
William Wordsworth
D
Samuel Taylor Coleridge
উত্তরের বিবরণ

0
Updated: 2 weeks ago
‘If Winter comes, can Spring be far behind?’ – Who wrote this?
Created: 3 weeks ago
A
William Blake
B
S. T. Coleridge
C
Lord Byron
D
P. B. Shelley
Romantic Age-এর অন্যতম প্রসিদ্ধ কবি হলেন Percy Bysshe Shelley (P.B. Shelley)। তাঁকে বলা হয়- Revolutionary poet, poet of Hope and Regeneration If Winter comes, can Spring be far behind? উদ্ধৃতি তাঁর বিখ্যাত কবিতা Ode to the West Wind থেকে উদ্ধৃত।

0
Updated: 3 weeks ago
'If winter comes, can spring be far behind?' These lines were written by-
Created: 1 month ago
A
Keats
B
Frost
C
Eliot
D
Shelley
"If Winter comes, can Spring be far behind?" — এই লাইনটি P.B. Shelley-এর লেখা Ode to the West Wind কবিতার শেষ লাইন। কবিতাটি ১৮২০ সালে প্রকাশিত হয় এবং এটি লেখা হয় ইতালির ফ্লোরেন্স শহরের কাছাকাছি Cascine wood-এ।
অনেকে মনে করেন, এটি Shelley তাঁর সন্তান উইলিয়ামের মৃত্যুর শোক থেকে অনুপ্রাণিত হয়ে লিখেছিলেন। কবিতায় তিনি পশ্চিম বাতাসের (West Wind) শক্তিকে বিপ্লবের প্রতীক হিসেবে তুলে ধরেছেন এবং আশা প্রকাশ করেছেন এই বাতাস যেন পরিবর্তনের বার্তা বিশ্বজুড়ে ছড়িয়ে দেয়।
Shelley ছিলেন একজন ইংরেজ রোমান্টিক কবি, যিনি প্রেম এবং সামাজিক ন্যায়ের সন্ধানে গভীরভাবে নিবেদিত ছিলেন। তাঁর উল্লেখযোগ্য কবিতাগুলোর মধ্যে রয়েছে Ozymandias, To a Skylark, ও Adonais এবং নাটকের মধ্যে আছে Prometheus Unbound ও The Cenci।

0
Updated: 1 month ago
What happens to the sea-blooms in the Atlantic?
Created: 4 days ago
A
They shine brightly
B
They tremble and turn grey
C
They bloom with fragrance
D
They vanish completely
তৃতীয় canto-তে Shelley বলেন, আটলান্টিক মহাসাগরের তলদেশে থাকা sea-blooms পশ্চিম বাতাসের শব্দে কেঁপে ওঠে এবং ভয় পেয়ে ধূসর হয়ে যায়। এটি প্রকৃতির গভীরতম স্তরে বাতাসের প্রভাবকে বোঝায়।

1
Updated: 4 days ago