A
Elizabeth Bennet
B
Jane Bennet
C
Lydia Bennet
D
Mary Bennet
উত্তরের বিবরণ

0
Updated: 2 weeks ago
Who indirectly encourages Darcy to propose to Elizabeth the second time?
Created: 20 hours ago
A
Caroline Bingley
B
Colonel Fitzwilliam
C
Lady Catherine de Bourgh
D
Mrs. Gardiner
Lady Catherine Elizabeth-এর কাছে গিয়ে চায় যে সে যেন Darcy-এর প্রস্তাব কখনো গ্রহণ না করে। সে Elizabeth-কে তার নিম্ন শ্রেণি ও মর্যাদা নিয়ে অপমান করে। কিন্তু Elizabeth সাহসের সঙ্গে বলে যে সে নিজের সুখের সিদ্ধান্ত নিজেই নেবে। Lady Catherine এই কথা Darcy-কে জানায়।
Darcy বুঝতে পারে Elizabeth তার প্রতি এখনও সহানুভূতিশীল। ফলে সাহস পেয়ে সে দ্বিতীয়বার প্রস্তাব দেয়। তাই Lady Catherine-এর উদ্দেশ্য ছিল বাধা দেওয়া, কিন্তু তার কার্যকলাপ বরং প্রস্তাবকে সম্ভব করে তোলে।

0
Updated: 20 hours ago
Why does Elizabeth reject Mr. Collins’s proposal?
Created: 20 hours ago
A
She is already in love with Darcy
B
She cannot respect him
C
Her father forbids her
D
Collins is poor
Elizabeth জানে বিয়েতে ভালোবাসা না থাকলেও পারস্পরিক সম্মান জরুরি। Mr. Collins বোকা, আত্মগর্বী ও তোষামোদে ভরা চরিত্র। Elizabeth বুঝতে পারে তার সঙ্গে বিয়ে মানে জীবনভর কষ্ট। তাই সে Collins-এর প্রস্তাব প্রত্যাখ্যান করে। Austen দেখান—নারীকে সমাজ শুধু নিরাপত্তার জন্য বিয়ে করতে বাধ্য করলেও, Elizabeth নিজের স্বাধীনতা রক্ষা করে। এটি তাকে আধুনিক ও শক্তিশালী নায়িকা করে তোলে।

1
Updated: 20 hours ago
What lesson does Charlotte Lucas’s marriage give?
Created: 20 hours ago
A
Love is everything
B
Marriage is only social duty
C
Security is more important than love
D
Romance always wins
Charlotte Lucas Darcy বা Bingley-এর মতো প্রেমময় পুরুষকে পায় না। বয়স বেশি হয়ে যাওয়ায় ও পরিবার দরিদ্র হওয়ায় সে Collins-এর প্রস্তাব গ্রহণ করে। এতে Austen দেখান সমাজে অনেক নারী অর্থনৈতিক নিরাপত্তার জন্য বিয়ে করতে বাধ্য হতো।
Elizabeth-এর মতো স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়া সবার পক্ষে সম্ভব ছিল না। তাই Charlotte বাস্তববাদী এবং তার বিয়ে এক ধরনের সামাজিক ট্র্যাজেডি।

0
Updated: 20 hours ago