Who wrote The Love Song of J. Alfred Prufrock?
A
Alfred Tennyson
B
William Butler Yeats
C
Robert Browning
D
T. S. Eliot
উত্তরের বিবরণ

0
Updated: 2 months ago
What is the main theme of the “What the Thunder Said” section in the poem "The Waste Land"?
Created: 2 weeks ago
A
Spiritual renewal after desolation
B
Celebration of material wealth
C
Nostalgia for the past
D
Political revolution
“What the Thunder Said”–এ মূল প্রতীক হলো পুনর্জন্ম। বজ্রের শব্দ থেকে উপনিষদের শিক্ষা আসে — দান, দয়া ও নিয়ন্ত্রণ। Eliot দেখিয়েছেন, ধ্বংসের পরও আধ্যাত্মিক পুনর্জাগরণের সম্ভাবনা আছে। যদিও Waste Land হতাশাজনক, তবুও Thunder আধ্যাত্মিক পথের আশা আনে।

0
Updated: 2 weeks ago
What historical event is alluded to in “Unreal City” in the poem "The Waste Land"?
Created: 3 weeks ago
A
World War I
B
The French Revolution
C
The American Civil War
D
The Russian Revolution
Eliot লন্ডনের বর্ণনায় যুদ্ধ–পরবর্তী ইউরোপের ছবি এঁকেছেন। প্রথম বিশ্বযুদ্ধের পরে লাখ লাখ মানুষ মারা যায়, আর শহর ভরে যায় হতাশায়। “Unreal City” আসলে যুদ্ধ–পরবর্তী লন্ডনের প্রতীক।
Eliot দেখিয়েছেন, যুদ্ধ শুধু ধ্বংসই আনে না, মানুষের জীবন থেকেও প্রাণশক্তি কেড়ে নেয়। শহরটা মৃতদের শহরে পরিণত হয়।

0
Updated: 3 weeks ago
What kind of evening atmosphere does Eliot describe with fog in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 month ago
A
Restless and suffocating
B
Bright and cheerful
C
Cold and festive
D
Calm and clear
হলুদ কুয়াশা শহরের ওপর এমনভাবে ছড়িয়ে পড়ে যে পরিবেশটা অস্থির এবং দমবন্ধ হয়ে আসে। Eliot এর বর্ণনায় দেখা যায় কুয়াশা জানালায় ঘষে, ধোঁয়ার মতো ছড়িয়ে পড়ে। এই দৃশ্য শহরের দমবন্ধ পরিবেশকে প্রকাশ করে, যেখানে মানুষও মানসিকভাবে চাপে আছে।
Prufrock নিজেকে এমন এক ক্লান্ত পরিবেশের মধ্যে খুঁজে পায়, যা তার ভেতরের হতাশা আর উদ্বেগকে প্রতিফলিত করে।

0
Updated: 1 month ago