Why does Brabantio warn Othello after the marriage?
A
Desdemona may betray him
B
The Duke may reject the marriage
C
Othello will lose his position
D
Cassio will oppose him
উত্তরের বিবরণ
Brabantio রাগ ও ঈর্ষা থেকে Othello-কে সতর্ক করে যে যেভাবে Desdemona তার বাবাকে ফাঁকি দিয়ে বিয়ে করেছে, ভবিষ্যতে সে স্বামীকেও প্রতারণা করতে পারে। এই কথা পরে Othello-র মনে সন্দেহের বীজ বপন করে।

0
Updated: 2 months ago
What is the name of Prospero's spirit servant?
Created: 1 month ago
A
Caliban
B
Ariel
C
Ferdinand
D
Gonzalo
Prospero-র নাটকে কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্র আছে যাদের ভিন্ন ভিন্ন পরিচয় ও ভূমিকা রয়েছে। তাদের মধ্যে কেউ spirit, কেউবা human character। নিচে আলাদা করে তুলে ধরা হলো—
-
Ariel হলো এক airy spirit, যাকে Prospero একটি গাছের ভেতর থেকে বন্দিত্ব মুক্ত করে। এই মুক্তির বিনিময়ে Ariel জাদুকরীভাবে Prospero-র আদেশ মানতে বাধ্য থাকে পুরো নাটক জুড়ে।
-
Caliban হচ্ছে Prospero-র আরেকজন দাস। তবে সে কোনো spirit নয়; বরং ডাইনী Sycorax-এর ছেলে, যাকে প্রায়শই ভূপৃষ্ঠের এক monstrous creature হিসেবে বর্ণনা করা হয়।
-
Ferdinand হলো Prince of Naples, যে Miranda-র প্রেমে পড়ে। সে একজন মানুষ, কোনো spirit নয়।
-
Gonzalo একজন সৎ প্রবীণ উপদেষ্টা, যিনি Prospero-কে Milan থেকে পালাতে সাহায্য করেছিলেন। তিনিও মানুষ, spirit নন।

0
Updated: 3 weeks ago
What does the “washing hands” scene symbolize for Lady Macbeth?
Created: 2 months ago
A
Fear of assassination
B
Joy of victory
C
Her guilt over murders
D
Desire for power
ঘুমের মধ্যে Lady Macbeth বারবার হাত ধোয়ার ভান করে, যেন রক্তের দাগ যাচ্ছে না। এটি তার অন্তরের অপরাধবোধ ও মানসিক ভাঙন প্রকাশ করে, যা শেষ পর্যন্ত তাকে ধ্বংস করে।

2
Updated: 2 months ago
What social issue is highlighted through Othello’s identity as a Moor?
Created: 2 months ago
A
Poverty
B
Racism
C
Religion
D
War
ওথেলো একজন “Moor” হওয়ায় ভেনিসীয় সমাজে তাকে বিদেশি ও ভিন্ন জাতি হিসেবে দেখা হয়। তার প্রতি ব্র্যাব্যানশিও ও অন্যান্যদের দৃষ্টিভঙ্গি বর্ণবৈষম্যকে প্রকাশ করে। শেক্সপিয়র সমাজে বর্ণগত পূর্বাগ্রহ কিভাবে মানুষের সম্পর্ককে প্রভাবিত করে তা দেখিয়েছেন।

0
Updated: 2 months ago