Who kills Roderigo?
A
Othello
B
Cassio
C
Iago
D
Gratiano
উত্তরের বিবরণ
Cassio-কে হত্যার ব্যর্থ চেষ্টার পর Roderigo আহত অবস্থায় থাকে। Iago তার ষড়যন্ত্র গোপন রাখতে Roderigo-কে ছুরি মেরে হত্যা করে, যাতে কেউ তার প্রকৃত পরিকল্পনা ফাঁস না করতে পারে।

1
Updated: 2 months ago
What is Othello’s reaction after killing Desdemona?
Created: 2 months ago
A
He flees Cyprus
B
He immediately regrets
C
He blames Emilia
D
He calls for Iago
Desdemona মারা যাওয়ার পরই Othello-র মনে অনুশোচনা শুরু হয়, কিন্তু তখনও সে বিশ্বাস করে যে ন্যায়সঙ্গত কাজ করেছে। Emilia সত্য প্রকাশ করার পর তার অপরাধবোধ চরমে পৌঁছে যায়।

0
Updated: 2 months ago
Laertes duel with Hamlet illustrates-
Created: 1 week ago
A
That revenge is inevitable in a corrupt court
B
Hamlet's philosophical indecision versus Laertes' impulsiveness
C
The entanglement of personal vendetta with societal expectation
D
That both characters are morally equivalent in their pursuit of justice
এই দ্বন্দ্বযুদ্ধটি আসলে শুধু দুই ব্যক্তির প্রতিহিংসার লড়াই নয়, বরং একটি বৃহত্তর সামাজিক প্রেক্ষাপটের প্রতিফলন।
-
প্রথমত, Laertes ও Hamlet-এর মধ্যে দ্বন্দ্ব ব্যক্তিগত প্রতিশোধের ভিত্তিতে শুরু হলেও তা রাজদরবারের আনুষ্ঠানিক আকারে পরিণত হয়। অর্থাৎ, ব্যক্তিগত ক্রোধ ও রাজকীয় নিয়ম একে অপরের সঙ্গে মিশে যায়, যা দেখায় কিভাবে ব্যক্তিগত আবেগ সামাজিক বা রাজনৈতিক কাঠামোর অংশ হয়ে ওঠে।
-
দ্বিতীয়ত, দরবারের লোকচক্ষুর আড়ালে থাকা প্রতারণা ও ষড়যন্ত্র এই ঘটনাকে আরও জটিল করে তোলে। ফেন্সিং ম্যাচের আড়ালে প্রতিশোধের ফাঁদ পাতা হয়, যা দেখায় যে সমাজে “honour” বা সামাজিক মর্যাদা রক্ষার নামে কিভাবে নৈতিকতা বিকৃত হতে পারে।
সবশেষে, এই দৃশ্যটি Shakespeare-এর সমাজচেতনার প্রতিফলন, যেখানে ব্যক্তিগত প্রতিশোধ, নৈতিক দ্বন্দ্ব এবং রাজদরবারের প্রভাব একসাথে গাঁথা থাকে। অর্থাৎ, ব্যক্তিগত ‘vendetta’ কখনোই সমাজের বাইরে নয়—এটি সবসময় সমাজ ও রাজনীতির সঙ্গে জড়িত।

0
Updated: 1 week ago
Who wrote The Tempest?
Created: 2 months ago
A
William Shakespeare
B
Christopher Marlowe
C
Ben Jonson
D
John Milton

0
Updated: 2 months ago