A
উপন্যাস
B
গল্পগ্রন্থ
C
নাটক
D
প্রবন্ধগ্রন্থ
উত্তরের বিবরণ
• হাসান আজিজুল হক:
- হাসান আজিজুল হক ১৯৩৯ সালে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেন।
- হাসান আজিজুল হক মূলত কথাসাহিত্যিক হিসেবে পরিচিত ছিলেন।
• তাঁর রচিত উপন্যাস:
- আগুনপাখি,
- সাবিত্রী উপাখ্যান,
- শিউলি,
- বৃত্তায়ন।
• তাঁর রচিত গল্পগ্রন্থ:
- আমরা অপেক্ষা করেছি
- আত্মজা ও একটি করবী গাছ,
- নামহীন গোত্রহীন,
- পাতালে হাসপাতালে,
- সমুদ্রের স্বপ্ন,
- শীতের অরণ্য,
- জীবন ঘষে আগুন ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 2 months ago
'মৃন্ময়ী' রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোটগল্পের নায়িকা?
Created: 1 week ago
A
সমাপ্তি
B
দেনা-পাওনা
C
পোস্ট-মাস্টার
D
মধ্যবর্তিনী
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সমাপ্তি’ ছোটগল্প
রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোটগল্পগুলোর অন্যতম ‘সমাপ্তি’, যা তাঁর ‘গল্পগুচ্ছ’ নামক বিখ্যাত গল্পসংকলনের অন্তর্ভুক্ত। এই গল্পে অন্যতম স্মরণীয় চরিত্র হিসেবে উঠে আসে ‘মৃন্ময়ী’। গল্পটি শিশু মনস্তত্ত্ব ও কিশোরী চপলতার এক অনন্য রূপচিত্র তুলে ধরেছে।
বিশেষ করে, গল্পে ব্যবহৃত উক্তি— “শিশুরাজ্যে এই মেয়েটি একটি ছোটখাট বর্গির উপদ্রব বলিলেই হয়”— এই চরিত্রের প্রাণবন্ত ও দুরন্ত স্বভাবকে নিখুঁতভাবে উপস্থাপন করে।
অন্য কিছু গুরুত্বপূর্ণ ছোটগল্প ও তাদের চরিত্র
-
‘পোস্টমাস্টার’ গল্পে পাঠক খুঁজে পান মর্মস্পর্শী চরিত্র ‘রতন’-কে,
-
‘দেনা-পাওনা’ গল্পে কেন্দ্রীয় চরিত্র হিসেবে থাকছে নিরূপমা, যিনি সমাজের রূঢ় বাস্তবতার প্রতিচ্ছবি।
রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্পগ্রন্থসমূহ:
রবীন্দ্রনাথ তাঁর সাহিত্যজীবনে মোট পাঁচটি উল্লেখযোগ্য ছোটগল্প সংকলন রচনা করেন। এগুলো হলো:
-
গল্পগুচ্ছ
-
লিপিকা
-
সে
-
তিন সঙ্গী
-
গল্পসল্প
বিভিন্ন ধরনের গল্প শ্রেণিবিন্যাস:
-
অতিপ্রাকৃতিক রচনায় তিনি রহস্য ও অজানার আবহ সৃষ্টি করেছেন যেসব গল্পে, তার মধ্যে উল্লেখযোগ্য:
-
ক্ষুধিত পাষাণ,
-
নিশীতে,
-
মণিহার,
-
কঙ্কাল।
-
-
আধুনিক মনস্তত্ত্বভিত্তিক ছোটগল্পগুলো ব্যক্তিমানস ও সম্পর্কের জটিলতা নিয়ে রচিত:
-
রবিবার,
-
শেষকথা,
-
ল্যাবরেটরি।
-
-
সমাজসমস্যা নিয়ে লেখা ছোটগল্পগুলোর মধ্যে সমাজব্যবস্থা, কুসংস্কার ও সামাজিক বৈষম্য উঠে এসেছে:
-
দেনা-পাওনা,
-
রামকানাইয়ের নির্বুদ্ধিতা,
-
যজ্ঞেশ্বরের যজ্ঞ,
-
অনধিকার প্রবেশ।
-
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – ড. সৌমিত্র শেখর এবং সমাপ্তি ছোটগল্প।

0
Updated: 1 week ago