Which Shakespeare play features the character Caliban?
A
The Tempest
B
Macbeth
C
Othello
D
King Lear
উত্তরের বিবরণ

1
Updated: 2 months ago
William Shakespeare is the author of-
Created: 2 months ago
A
The Sacred Flame
B
The Trail of a Judge
C
The Comedy of Errors
D
The Gift of the Magi
William Shakespeare is the author of- 'The Comedy of Errors'.
The Comedy of Errors
- ১৫৮৯-৯৪ সালের মধ্যবর্তী সময়ে লেখা এই five-acts comedy টি ১৬২৩ সালে তাঁর 'First Foilo' এর অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়।
- It was based on Menaechmi by Plautus, with additional material from Plautus’s Amphitruo and the story of Apollonius of Tyre.
- দুইজন যমজ মনিবের দুইজন যমজ চাকরকে নিয়ে সৃষ্ট নানা হাস্যরসের কাহিনী নিয়ে এই নাটক রচিত।
- যমজ হলেও দুই ভাই একে অপরের সাথে পরিচিত নয় যদিও তারা একই শহরে থাকে।
- মনিব দুই ভাইয়ের নাম Antipholus আর চাকর ভাইদ্বয়ের নাম Dromio.
- তবে শেষমেষ বিভ্রান্তির অবসান হয় এবং সব চরিত্রের মিলন হয়।
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই নাটকের ভাবানুবাদ করেন এবং নাম দেন 'ভ্রান্তিবিলাস'।
• Main Characters:
- Antipholus of Syracuse,
- Dromio of Syracus্
- Antipholus of Ephesus,
- Egeon,
- Solinus,
- Luciana,
- Balthazar,
- Messenger,
- Courtesan,
- Luce,
- Emilia,
- Angelo,
- Adriana, etc.
• William Shakespeare
- William Shakespeare was born on 23 April 1564 AD and died on 23 April 1616 AD.
- তার জন্মস্থান Stratford Avon.
- তিনি একাধারে একজন English poet, dramatist এবং actor.
- তাকে English national poet বলা হয়।
- তাকে 'Bard of Avon' বা Swan of Avon বলা হয়।
- Shakespeare wrote a total of 37 plays and 154 sonnets.
• Notable comedies of Shakespeare:
- As You Like It,
- The Tempest,
- Twelfth Night,
- Love's Labour's Lost,
- The Comedy of Error,
- The Taming of the Shrew,
- Much Ado About Nothing,
- All's Well That Ends Well,
- A Midsummer Night's Dream,
- The Merry Wives of Windsor,
- The Two Gentlemen of Verona.
Source: Britannica and Live MCQ Lecture.

0
Updated: 2 months ago
Which character is most skilled at deception in the play?
Created: 2 months ago
A
Iago
B
Cassio
C
Roderigo
D
Othello
Iago পুরো নাটক জুড়ে প্রতারণার মাধ্যমে সবার মন নিয়ন্ত্রণ করে। সে বিশ্বস্ত সৈনিকের মুখোশ পরে ওথেলোকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। এই প্রতারণা “appearance vs. reality” থিমের মূল কেন্দ্র, যা নাটকের ট্র্যাজিক পরিণতি নির্ধারণ করে।

1
Updated: 2 months ago
'Venus and Adonis' is a/an ______ by Shakespeare.
Created: 2 months ago
A
history play
B
comedy
C
narrative poem
D
tragedy
'Venus and Adonis' - William Shakespeare-র লেখা একটি narrative poem.
Venus and Adonis:
- Shakespeare, Ovid’s Metamorphoses এর বই এর গল্প থেকে কবিতাটি লেখার জন্য ধারণা নিয়েছিলেন।
- এই কবিতাটি গ্রীক পুরাণের ভেনাস ও অ্যাডোনিস উপাখ্যানের উপর ভিত্তি করে রচিত যা একজন মানুষ এবং দেবীর মধ্যকার অসম প্রেম কাহিনীর বর্ণনা করে।
- কবিতার কেন্দ্রীয় চরিত্র Adonis হচ্ছে একজন অনিন্দ্য সুন্দর যুবক, শিকার করা যার পেশা আর ভেনাস হলেন goddess of love.
• ভেনাস, অ্যাডোনিসকে তার প্রেমে আকৃষ্ট করার চেষ্টা করেন কিন্তু অ্যাডোনিস শিকারে মনোনিবেশ করায় ভেনাসের প্রেমকে প্রত্যাখ্যান করেন। একদিন ভেনাস স্বপ্নে দেখেন শিকার করতে গিয়ে এডোনিসের মৃত্যু ঘটেছে এবং এ ব্যাপারে তিনি অ্যাডোনিসকে সতর্ক ও করেন। কিন্তু অ্যাডোনিস তাঁর কথা অমান্য করে শিকার করতে গেলে পরবর্তীতে অ্যাডোনিসকে একটি ভয়ঙ্কর বন্য শূকরের সাথে লড়াই করতে হয় এবং সেখানে তার মৃত্যু ঘটে।ভেনাস অতীব দুঃখিত হয়ে তার রক্তে ফুল ফোটান।
• এই কাব্যগ্রন্থে ভেনাসের অ্যাডোনিসের প্রতি অনুরাগ এবং তার মৃত্যুর পর গভীর শোক বর্ণিত হয়েছে। কবিতাটি প্রেম, কামনা এবং মৃত্যুর একটি উপাখ্যান।
• William Shakespeare মূলত তাঁর Drama and Sonnet এর জন্য পরিচিত।
- তিনি মোট ১৫৪ টি sonnet লিখেছেন।
- কিন্তু apart from these sonnets, Shakespeare তিনটি narrative poem লিখেছেন।
• এগুলো হচ্ছে -
- Venus and Adonis,
- The Rape of Lucrece,
- A Lover's Complaint, ইত্যাদি।
• Shakespeare dedicated the poems Venus and Adonis and The Rape of Lucrece to Henry Wriothesley, 3rd earl of Southampton.
- উল্লেখ্য যে, Adonais নামে Percy Bysshe Shelley এর একটি কবিতা রয়েছে।
Source: Britannica and Venus and Adonis by William Shakespeare.

0
Updated: 2 months ago