What is the main theme of Kubla Khan?
A
Imagination
B
Death
C
War
D
Love
উত্তরের বিবরণ

0
Updated: 2 months ago
How does Coleridge characterize his “viper thoughts”?
Created: 1 month ago
A
Dreams of joy
B
Reality’s dark dream
C
Holy prayers
D
Songs of the wind
কবি তাঁর নেতিবাচক চিন্তাগুলোকে “viper thoughts” বা বিষাক্ত সাপের সাথে তুলনা করেছেন এবং বলেন এগুলো হলো “Reality’s dark dream।” অর্থাৎ বাস্তবতার অন্ধকার স্বপ্ন। এগুলো তাঁর মনের চারপাশে জড়িয়ে ধরছে। এই চিত্রকল্পে বোঝানো হয়েছে, দুঃখ ও হতাশা তাঁর মনের স্বাধীনতাকে বিষাক্ত সাপের মতো আবদ্ধ করে রেখেছে।

1
Updated: 1 month ago
What natural feature does the dome of pleasure reflect upon?
Created: 1 month ago
A
Mountains
B
Waves of the river
C
Fertile meadows
D
Blue sky
আনন্দ–প্রাসাদের ছায়া নদীর তরঙ্গের উপর ভেসে ওঠে—“The shadow of the dome of pleasure / Floated midway on the waves.”

3
Updated: 1 month ago
Which theme is central to the ending of Kubla Khan?
Created: 1 month ago
A
Loss of empire
B
Religious devotion
C
Supernatural inspiration
D
Satire on politics
কবিতার শেষ অংশে কোলরিজ বলেন, সংগীত ও কল্পনার শক্তি কবিকে এক অতিমানবীয় রূপ দেয়। Honey-dew এবং Milk of Paradise প্রতীক করে রহস্যময় অনুপ্রেরণা। এই divine inspiration–এর ফলে কবি অলৌকিক শক্তির অধিকারী বলে মনে হয়। তাই শেষ অংশের মূল থিম হলো কবির কল্পনার অতিপ্রাকৃত উৎস।

3
Updated: 1 month ago