'The Rainbow' is -
A
a short story by Somerset Maugham
B
a novel by D. H. Lawrence
C
a poem by W.B. Yeats
D
a play by Christopher Marlowe
উত্তরের বিবরণ
The Rainbow (Novel)
-
রচয়িতা: D. H. Lawrence
-
প্রকাশ: 1915
-
যৌন উপাদান থাকার কারণে প্রকাশের পরপরই অশ্লীল ঘোষিত হয়ে নিষিদ্ধ হয়
-
থিম: আধুনিক সভ্যতা বনাম ঐতিহ্যের দ্বন্দ্ব, এর মানব মননে নেতিবাচক প্রভাব
-
বিবাহ প্রথার সমালোচনা
-
কাহিনী কেন্দ্র: Brangwen পরিবারের তিন প্রজন্ম
D. H. Lawrence
-
পরিচয়: ঔপন্যাসিক, কবি, নাট্যকার, প্রবন্ধকার, সাহিত্য সমালোচক
-
বিখ্যাত রচনাসমূহ:
-
Lady Chatterley’s Lover
-
Sons and Lovers
-
The White Peacock
-
The Rainbow
-
Women in Love
-
A Modern Lover
-
My Heart Leaps Up (Poem)
-
রচয়িতা: William Wordsworth
-
বিকল্প নাম: The Rainbow
-
প্রকাশ: 1802
-
ধরণ: সংক্ষিপ্ত লিরিক কবিতা

0
Updated: 2 months ago
'Holy Dying' is written by-
Created: 1 month ago
A
Francis Bacon
B
Jeremy Taylor
C
George Herbert
D
Abraham Cowley
‘Holy Dying’ – Jeremy Taylor
১. Writer
-
Jeremy Taylor (1613–1667)
-
Anglican clergyman, writer, and religious philosopher.
-
Known for ornate prose style and deep moral/religious insight.
-
Called the “Shakespeare of Devotional Prose” for his contributions to English religious literature.
২. About the Work
-
Full title: The Rule and Exercises of Holy Dying
-
Published in 1651 as a sequel to his earlier work Holy Living (1650).
-
Focus:
-
Preparing for death in a pious and virtuous manner.
-
Accepting death as a natural part of life, not with fear but as an opportunity for spiritual purification.
-
Guidance on dying without sin and living a morally upright life in anticipation of death.
-
-
Style: Devotional prose with moral and religious instruction.
৩. Major Works of Jeremy Taylor
-
The Rule and Exercises of Holy Living (1650)
-
The Rule and Exercises of Holy Dying (1651)

0
Updated: 1 month ago
Who wrote the novel 'The Rainbow'?
Created: 3 weeks ago
A
Joseph Conrad
B
H. G. Wells
C
James Joyce
D
D. H. Lawrence
The novel: The Rainbow
-
এটি D. H. Lawrence রচিত একটি গুরুত্বপূর্ণ উপন্যাস।
-
প্রকাশিত হয় ১৯১৫ সালে।
-
প্রকাশের অল্প সময়ের মধ্যেই যৌন উপাদানের কারণে এটি obscene বা অশ্লীল এবং আপত্তিকর উপন্যাস হিসেবে ঘোষণা করা হয় এবং পরবর্তীতে নিষিদ্ধও করা হয়।
-
উপন্যাসটি আধুনিক সভ্যতা ও ঐতিহ্যের মধ্যে দ্বন্দ্ব এবং মানব মননের উপর এর প্রভাবকে কেন্দ্র করে লেখা।
-
লেখক বিবাহের মতো প্রথাকে ব্যর্থ ও অপ্রয়োজনীয় প্রমাণ করার চেষ্টা করেছেন।
-
Brangwen পরিবারের তিন প্রজন্মের কাহিনী উপন্যাসের মূল কেন্দ্রবিন্দু।
D. H. Lawrence (1885–1930)
-
পুরো নাম: David Herbert Lawrence
-
তিনি একজন ইংরেজ ঔপন্যাসিক, কবি, নাট্যকার, প্রবন্ধকার এবং সাহিত্য সমালোচক ছিলেন।
-
তার উল্লেখযোগ্য প্রভাবশালী উপন্যাসসমূহ তাকে ২০শ শতাব্দীর একজন প্রধান ইংরেজ লেখক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
Famous Novels:
-
Lady Chatterley's Lover
-
Sons and Lovers
-
The White Peacock
-
The Rainbow
-
Women in Love
-
A Modern Lover ইত্যাদি
উৎস:

0
Updated: 3 weeks ago
When you see such kindness, you cannot but ________ something to repay it.
Created: 2 weeks ago
A
done
B
doing
C
do
D
to do
Complete Sentence: When you see such kindness, you cannot but do something to repay it।
-
Cannot help / Cannot but
-
এগুলো ব্যবহৃত হয় কোনো কিছু না করে থাকা সম্ভব নয় বোঝাতে
-
Cannot help-এর পরে gerund (verb+ing) বসে
-
Cannot but-এর পরে verb-এর base form বসে
-
-
যেহেতু প্রদত্ত বাক্যে Cannot but ব্যবহার হয়েছে, তাই শূন্যস্থানে do বসানো হয়েছে
-
More Examples:
-
I cannot but laugh.
-
I cannot help going there.
-

0
Updated: 2 weeks ago