A
Jonathan Swift
B
Daniel Defoe
C
Samuel Richardson
D
Henry Fielding
উত্তরের বিবরণ
Gulliver’s Travels
-
রচয়িতা: Jonathan Swift (Augustan age-এর লেখক, 18th century satire)
-
প্রকাশকাল: 1726
-
পূর্ণ নাম: Travels into Several Remote Places in the World
-
চার খণ্ডের ব্যঙ্গাত্মক উপন্যাস
-
কাহিনী: Lemuel Gulliver সমুদ্র ভ্রমণে গিয়ে লিলিপুটে পৌঁছায়, যেখানে মানুষের উচ্চতা ৬ ইঞ্চির নিচে; তাদের উপকারে আসে, Blefuscu-এর সাথে যুদ্ধে সাহায্য করে; পরে রোষানলে পড়ে চোখ উপড়ে নেওয়ার শাস্তি পেতে যাচ্ছিল কিন্তু পালিয়ে বেঁচে যায়।
Jonathan Swift
-
Anglo-Irish author ও clergyman
-
ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ satirist
-
ছদ্মনাম: Isaac Bickerstaff
প্রধান রচনা
-
Gulliver’s Travels
-
A Tale of a Tub
-
A Modest Proposal
-
The Battle of the Books

0
Updated: 2 weeks ago
What is the final resolution of the novel?
Created: 20 hours ago
A
Lydia reforms completely
B
Darcy marries Caroline
C
Elizabeth and Darcy marry
D
Wickham gains wealth
উপন্যাসের সব দ্বন্দ্ব শেষে Elizabeth Darcy-এর দ্বিতীয় প্রস্তাব গ্রহণ করে। তাদের বিয়ে Pride ও Prejudice উভয়ের জয়। পাশাপাশি Jane–Bingley-এর বিয়েও ঘটে। Austen উপন্যাসের শেষাংশে দেখান—প্রেম ও আত্মসংশোধনের মাধ্যমে সামাজিক বাধা অতিক্রম করা যায়। এভাবেই সুখী সমাপ্তি ঘটে।

0
Updated: 20 hours ago
"A bolt from the blue" refers to:
Created: 1 week ago
A
A slow and gradual change
B
A planned and expected event
C
A sudden and shocking surprise
D
A natural disaster like lightning
Correct Answer: A sudden and shocking surprise
A bolt from the blue (idiom)
English Meaning:
-
A sudden and unexpected event or piece of news.
-
A complete surprise.
Bangla Meaning:
(১) অপ্রত্যাশিত ঘটনা বা খবর; বিনা মেঘে বজ্রপাত।
(২) সম্পূর্ণরূপে বিস্মিত হওয়া।
Other Options:
ক) A slow and gradual change → ধীরে ধীরে ঘটে এমন কিছুর বিপরীত।
খ) A planned and expected event → “Bolt from the blue” মানে অপ্রত্যাশিত কিছু, পূর্ব পরিকল্পিত নয়।
গ) A natural disaster like lightning → আক্ষরিক অর্থে নয়, রূপক অর্থে ব্যবহৃত হয়।
Example Sentences:
-
The news of his accident was like a bolt from the blue.
-
The job came like a bolt from the blue.
Source: Live MCQ lecture

0
Updated: 1 week ago
"Colonel Jack is the title character of a novel" created by-
Created: 1 week ago
A
Herman Malville
B
G. B. Shaw
C
Daniel Defoe
D
Rudyard Kipling
Colonel Jack
Author: Daniel Defoe
-
Colonel Jack হলো Daniel Defoe রচিত একটি উপন্যাস।
-
এটি প্রথম প্রকাশিত হয় ১৭২২ সালে।
-
উপন্যাসটি একটি picaresque novel।
-
কাহিনী মূলত title character Colonel Jack-এর জীবনকে ঘিরে আবর্তিত।
-
Jack একজন তরুণ, যার জীবন ভরা অপরাধ, অনুশোচনা এবং সামাজিক অবস্থান পরিবর্তনের সংগ্রামে।
Main Characters
-
Jack (Colonel Jack)
-
Jack’s Father
-
Martha
-
The Highwayman
-
The Thieves
-
The Merchant
-
The Reverend
-
The Prince
Daniel Defoe (1660–1731)
-
তিনি ছিলেন একজন English novelist, pamphleteer এবং journalist।
-
আধুনিক ইংরেজি উপন্যাসের অন্যতম পথিকৃৎ হিসেবে পরিচিত।
-
তাঁর সবচেয়ে বিখ্যাত সাহিত্যকর্ম হলো Robinson Crusoe (১৭১৯), যা তাকে বিশ্বসাহিত্যে অমর করেছে।
-
তাঁর রচনাশৈলী ছিল সহজ, প্রাণবন্ত ও পাঠকনির্ভর, যা পাঠকদের সহজেই আকর্ষণ করে।
Notable Works
-
Robinson Crusoe
-
Captain Singleton
-
Colonel Jack
-
Moll Flanders
Source: Britannica

0
Updated: 1 week ago