Bertrand Russell is best known for his work in –
A
Romantic poetry
B
Historical novels
C
Philosophy and logic
D
Political speeches
উত্তরের বিবরণ
Bertrand Russell (1872–1970)
-
পূর্ণ নাম: Bertrand Arthur William Russell
-
ব্রিটিশ দার্শনিক, যুক্তিবিদ, গণিতবিদ ও সমাজ সংস্কারক
-
Analytic philosophy আন্দোলনের প্রবর্তক
-
Logic, epistemology ও philosophy of mathematics-এ অসামান্য অবদান
-
শিক্ষাগত পটভূমি: কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ট্রিনিটি কলেজ (দর্শন ও গণিত)
-
নোবেল পুরস্কার (সাহিত্য): 1950
প্রধান রচনা:
-
Mysticism and Logic
-
History of Modern Philosophy
-
The Analysis of Mind
-
Authority and the Individual
-
The Future of Mankind

0
Updated: 2 months ago
In the sentence, “During the famine, villagers began to hoard food supplies,” the word hoard most nearly implies:
Created: 3 weeks ago
A
Donate generously
B
Guard resources openly
C
Store selfishly or secretly
D
Celebrate abundance
• Word: Hoard
-
Meaning: Store selfishly or secretly.
Details:
-
Part of Speech: Noun, Verb
-
English Meaning: A collection of money, food, or valuable objects, especially kept in a secret place so others will not find or steal it.
-
Bangla Meaning: সযত্নে সঞ্চিত ও রক্ষিত অর্থ; খাদ্য বা অন্য মূল্যবান সম্পদ; সঞ্চিত ভাণ্ডার।
Example Sentences:
-
The squirrel had a hoard of nuts hidden under the tree roots.
-
During the crisis, some people began to hoard essentials like toilet paper and canned food.
-
They discovered a hoard of ancient gold coins buried in the field.

0
Updated: 2 weeks ago
Do you know the answer _____ this question?
Created: 1 month ago
A
about
B
for
C
to
D
of
• Complete sentence: Do you know the answer to this question?
- Bangla: তুমি কি প্রশ্নটির উত্তর জানো?
• Answer (to)
- English Meaning: something spoken or written in reply to a question; a reaction to a question, letter, phone call, etc.
- Bangla Meaning: (১) প্রত্যুত্তর; জবাব; উত্তর (২) সমাধান; অঙ্কের ফল।
• More examples:
- The minister promised to give a written answer to the MP's detailed question.
- There's no easy answer to the problem.
• অন্যদিকে,
• Answer for (someone/something)
- English Meaning: to be responsible for something bad, or to be punished for something; to be adequate: serve.
- Bangla Meaning: দায়ী হওয়া/থাকা; জবাবদিহি করা।
- Example: He must answer for his crimes.
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
3. Merriam-Webster Dictionary.

0
Updated: 1 month ago
The line "Alone, alone, all, all alone, Alone on a wide wide sea!" is from which poem?
Created: 4 weeks ago
A
Kubla Khan
B
Ode to the West Wind
C
The Rime of the Ancient Mariner
D
The Prelude
“Alone, alone, all, all alone, Alone on a wide wide sea!” লাইনটি নেওয়া হয়েছে Samuel Taylor Coleridge-এর বিখ্যাত কবিতা The Rime of the Ancient Mariner থেকে। এটি ইংরেজি রোমান্টিক যুগের একটি রহস্যময় এবং প্রভাবশালী কবিতা, যা প্রকৃতি, অপরাধ ও শাস্তি সম্পর্কে গভীর বার্তা দেয়।
-
কবিতা প্রথম প্রকাশিত হয় ১৭৯৮ সালে, Lyrical Ballads-এর অন্তর্ভুক্তি হিসেবে।
-
এটি ৭ পার্টে বিভক্ত একটি দীর্ঘ কবিতা।
প্রধান চরিত্রসমূহ:
-
The Mariner – প্রাচীন নাবিক এবং গল্পের নায়ক
-
Wedding Guest – নাবিকের গল্প শুনতে আসা তরুণ
-
Albatross – নাবিক হত্যাকৃত পাখি
-
The Nightmare
-
Life in Death
সারসংক্ষেপ:
-
নায়ক একটি প্রাচীন নাবিক, তিনজন তরুণকে তার অভিজ্ঞতা শোনান।
-
সে একটি Albatross হত্যা করে, যার ফলে জাহাজে অভিশাপ নেমে আসে।
-
জাহাজের অন্যান্য সবাই মারা যায় এবং নাবিক একা বেঁচে থাকে।
-
একা থাকার অভিজ্ঞতা তাকে প্রকৃতির প্রতি শ্রদ্ধা এবং তার ভুল বোঝাপড়া শেখায়।
-
শেষ পর্যন্ত তাকে পৃথিবী ঘুরে এই গল্প সবার সঙ্গে শেয়ার করতে হয়।
-
কবিতার মূল বিষয়: অপরাধ, শাস্তি এবং প্রকৃতির প্রতি শ্রদ্ধার গুরুত্ব।
প্রসিদ্ধ উদ্ধৃতি:
-
“Alone, alone, all, all alone, Alone on a wide sea.”
-
“Water, water everywhere, Not any drop to drink.”
-
“He prayeth best, who loveth best All things both great and small.”
Samuel Taylor Coleridge (1772–1834)
-
ব্রিটিশ lyrical poet, critic, এবং philosopher।
-
Lyrical Ballads William Wordsworth-এর সঙ্গে রচনা করেছেন, যা ইংরেজি Romantic Movement-এর সূচনা।
-
তাঁর Biographia Literaria (1817) ইংরেজি রোমান্টিক যুগের গুরুত্বপূর্ণ সাহিত্য সমালোচনা।
উল্লেখযোগ্য কাজ:
-
The Rime of the Ancient Mariner
-
Christabel
-
Dejection: An Ode
-
Frost at Midnight
-
Kubla Khan
-
Lyrical Ballads
-
On the Constitution of the Church and State
-
Biographia Literaria

0
Updated: 4 weeks ago