A
মাইকেল মধুসূদন দত্ত
B
দীনবন্ধু মিত্র
C
হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
D
দ্বিজেন্দ্রলাল রায়
উত্তরের বিবরণ
• বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কৃষ্ণকুমারী।
• কৃষ্ণকুমারী:
- 'কৃষ্ণকুমারী' (১৮৬১) নাটকের কাহিনি উইলিয়াম টডের 'রাজস্থান' নামক গ্রন্থথেকে সংগৃহীত।
- এই নাটকে মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্রাজেডি রচনা করেন। এজন্য নাটকটি বিশেষভাবে উল্লেখযোগ্য।
- এই নাটকের উল্লেখযোগ্য চরিত্র হলো: কৃষ্ণকুমারী, মদনিকা, ভীম- সিংহ, জগৎসিংহ, ধনদাস প্রমুখ।
- ১৮৬১ সালে প্রকাশিত হলেও নাটকটি রচিত হয়েছিল ১৮৬০ সালে।
• তাঁর রচিত নাটক:
- শর্মিষ্ঠা,
- পদ্মাবতী,
- কৃষ্ণকুমারী,
- মায়াকানন,
• মাইকেল মধুসূদন দত্ত:
- তিনি ১৮২৪ সালের ২৫ জানুয়ারি যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ি গ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি বাংলা ভাষায় সনেটের প্রবর্তক।
- মাইকেল মধুসূদন দত্ত অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক।
- তিনি প্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ করেন তাঁর 'পদ্মাবতী' নাটকে। (দ্বিতীয় অঙ্ক দ্বিতীয় গর্ভাঙ্কে)
- অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম কাব্যগ্রন্থ তিলোত্তমাসম্ভব কাব্য। অর্থ্যাৎ, এই কাব্যটি সম্পূর্ণ অমিত্রাক্ষর ছন্দে রচিত
• তাঁর রচিত প্রহসন:
- একেই কি বলে সভ্যত
- বুড় সালিকের ঘাড়ে রোঁ
• তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- তিলোত্তমাসম্ভব কাব্য,
- মেঘনাদবধ কাব্য,
- ব্রজাঙ্গনা কাব্য,
- বীরাঙ্গনা কাব্য,
- চতুর্দশপদী কবিতাবলী।
উৎস: বাংলা ভাষা সাহিত্য ও জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।

0
Updated: 2 months ago
'নেমেসিস' কোন জাতীয় রচনা?
Created: 1 week ago
A
কাব্য
B
নাটক
C
উপন্যাস
D
গীতি কবিতা
‘নেমেসিস’ নাটক
- 'নেমেসিস' নুরুল মোমেন রচিত শ্রেষ্ঠ নাটক।
- ১৯৩৯-৪৩ সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে নুরুল মোমেন ১৯৪৪ সালে নাটকটি লেখেন এবং ‘শনিবারের চিঠি’ পত্রিকায় তা প্রকাশিত হয়।
- নাটকটি গ্রন্থাকারে প্রকাশ পায় ১৯৪৮ সালে।
- নাটকটি স্কুল মাস্টার সুরজিত নন্দী নামের এক চরিত্র বিশিষ্ট নাটক।
- এ নাটকে সমকালীন দুর্ভিক্ষ, মজুতদারদের পিশাচবৃত্তি ও নিরন্নদের হাহাকারের বাস্তব চিত্র ফুটে উঠেছে।
- 'নেমেসিস' নাটকের কেন্দ্রীয় চরিত্রের নাম সুরজিত নন্দী, নৃপেন বোস, সুলতা, অসীম, অমল বাবু, ইয়াকুব ইত্যাদি।
-----------------------
• নুরুল মোমেন:
- নুরুল মোমেন এর জন্ম ফরিদপুর জেলার আলফাডাঙ্গায় ১৯০৬ সালে।
- নুরুল মোমেনের প্রথম নাটক রূপান্তর ১৯৪২ সালে ঢাকা বেতার-এ প্রচারিত হয়।
- তাঁর 'নেমেসিস' নাটক শনিবারের চিঠি পত্রিকায় প্রকাশিত হয় ১৯৪৫ সালে।
- 'নেমেসিস' নাটকটি পঞ্চাশ-দশকের মন্বন্তরের পটভূমিতে রচিত।
- ১৯৪৮ সালে তাঁর 'বহুরূপা' নামে একটি রম্যরচনা প্রকাশিত হয়।
• তাঁর বিখ্যাত নাটক:
- যদি এমন হতো,
- নেমেসিস,
- নয়া খান্দান,
- আলোছায়া,
- আইনের অন্তরালে,
- শতকরা আশি,
- রূপলেখা,
- যেমন ইচ্ছা তেমন।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।

0
Updated: 1 week ago
'কমলে কামিনী' নাটকটি কে রচনা করেছেন?
Created: 2 months ago
A
জসীম উদ্দীন
B
দ্বিজেন্দ্রলাল রায়
C
দীনবন্ধু মিত্র
D
মাইকেল মধুসূদন দত্ত
‘কমলে কামিনী’ নাটক:
-
‘কমলে কামিনী’ (১৮৭৩) হল দীনবন্ধু মিত্রের সর্বশেষ রচিত নাটক।
-
এই নাটকের পটভূমি কাছাড় অঞ্চলকে কেন্দ্র করে।
-
নাটকটির সকল চরিত্রই অভিজাত পরিবারের হলেও তারা মানসিকভাবে দুর্বল।
-
গুরুত্বপূর্ণ চরিত্রসমূহ: রাজা, সমরকেতু শশাঙ্কশেখর, গান্ধারী, সুশীলা ও সুরবালা।
দীনবন্ধু মিত্র সম্পর্কে:
-
দীনবন্ধু মিত্র ১৮৩০ সালে নদীয়া জেলায় জন্মগ্রহণ করেন।
-
সাহিত্যজীবনের সূচনা তিনি কবিতা লেখার মাধ্যমে করেন, ঈশ্বর গুপ্তের উৎসাহে।
-
যদিও তিনি কবিতা লিখে সাহিত্যজগতে প্রবেশ করেন, কিন্তু নাট্যকার হিসেবে তিনি সর্বাধিক খ্যাতি অর্জন করেন।
দীনবন্ধু মিত্রের উল্লেখযোগ্য নাটকসমূহ:
-
নীল দর্পণ
-
নবীন তপস্বিনী
-
লীলাবতী
-
জামাই বারিক
-
কমলে কামিনী
উৎস:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

0
Updated: 2 months ago
রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন?
Created: 2 months ago
A
বিসর্জন
B
ডাকঘর
C
বসন্ত
D
অচলায়তন
‘বসন্ত’ গীতিনাট্য
প্রকাশকাল: ১৯২৩ সাল।
ধরন: গীতিনাট্য।
মূল বিষয়: ঋতুরাজ বসন্তের মাধ্যমে যৌবনের জয়গান।
উৎসর্গ: কবি কাজী নজরুল ইসলামকে।
উৎসর্গের কারণ: নজরুল বাংলার সাহিত্য ও জীবনে বসন্ত তথা নবজীবনের নবতর তরঙ্গ এনেছিলেন, যা রবীন্দ্রনাথকে গভীরভাবে অনুপ্রাণিত করে।
রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ছিলেন বাংলা সাহিত্যের একজন বহুমুখী প্রতিভা—কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজসংস্কারক হিসেবে তাঁর অবদান অনন্য।
জন্ম: ৭ মে ১৮৬১ (২৫ বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দ), কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে।
পিতা: মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর
পিতামহ: প্রিন্স দ্বারকানাথ ঠাকুর
উল্লেখযোগ্য অর্জন:
রবীন্দ্রনাথ ঠাকুর এশিয়ার মধ্যে প্রথম ব্যক্তি যিনি ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত হন।
মৃত্যু: ৭ আগস্ট ১৯৪১ (২২ শ্রাবণ ১৩৪৮ বঙ্গাব্দ), জোড়াসাঁকোর নিজ বাড়িতে।
তাঁর উল্লেখযোগ্য নাটকসমূহ:
-
বিসর্জন
-
রাজা
-
ডাকঘর
-
অচলায়তন
-
চিরকুমার সভা
-
রক্তকরবী
-
তাসের দেশ
উৎস:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – ড. সৌমিত্র শেখর
বাংলাপিডিয়া

0
Updated: 2 months ago