Who of the following is one the greatest modern dramatist?
A
Thomas Gray
B
Ben Jonson
C
S.T. Coleridge
D
G.B. Shaw
উত্তরের বিবরণ
G. B. Shaw (1856–1950)
-
পূর্ণ নাম: George Bernard Shaw
-
আইরিশ নাট্যকার ও সাহিত্য সমালোচক
-
আধুনিক ইংরেজি সাহিত্যের শ্রেষ্ঠ নাট্যকারদের একজন
-
নোবেল পুরস্কার: সাহিত্য, 1925
বিখ্যাত নাটক:
-
Pygmalion (Romantic play)
-
Major Barbara (Social satire)
-
Mrs. Warren’s Profession (Play)
-
Arms and the Man (Romantic comedy)
-
Heartbreak House
-
Caesar and Cleopatra (Tragedy)
-
Man and Superman (Comedy)
-
The Doctor’s Dilemma (Satire, Epilogue)
-
St. Joan of Arc
অন্যান্য লেখক:
-
Thomas Gray: Neoclassical যুগের কবি
-
Ben Jonson: Renaissance যুগের নাট্যকার, Shakespeare-এর সমসাময়িক
-
S. T. Coleridge: Romantic যুগের কবি, নাট্যকার নন

0
Updated: 2 months ago
Who is the protagonist in "The Old Man and the Sea"?
Created: 1 month ago
A
Marlin
B
Santiago
C
Manolin
D
Albatross
✦ The Old Man and the Sea (উপন্যাস)
লেখক: Ernest Hemingway
প্রকাশকাল: ১৯৫২
ধরণ: Short heroic novel
বিশেষত্ব: Hemingway-এর শেষ major work of fiction
কাহিনি:
কেন্দ্রীয় চরিত্র: Santiago (বয়স্ক জেলে)
Santiago একটি giant Marlin মাছ ধরার জন্য একটি epic battle-এ নিযুক্ত হন।
অন্যান্য উল্লেখযোগ্য চরিত্র
The Marlin
Manolin
Joe DiMaggio
Perico
Martin
✦ Ernest Hemingway (১৮৯৯–১৯৬১)
পূর্ণ নাম: Ernest Miller Hemingway
পরিচয়: American novelist এবং short-story writer
বৈশিষ্ট্য:
Writing style-এ intense masculinity এবং adventurous life প্রকাশিত
সংক্ষিপ্ত, সুস্পষ্ট গদ্যশৈলী ২০ শতকে American এবং British সাহিত্যে শক্তিশালী প্রভাব ফেলেছে
পুরস্কার: ১৯৫৪ সালে The Old Man and The Sea-এর জন্য Nobel Prize in Literature লাভ

0
Updated: 1 month ago
In which Shakespearean play does the character "Claudio" appear?
Created: 1 month ago
A
Measure for Measure
B
Macbeth
C
Othello
D
Hamlet
Claudio চরিত্রটি উপস্থিত আছে Measure for Measure নাটকে, যা William Shakespeare রচিত একটি ৫-act বিশিষ্ট Dark Comedy। এটি প্রায় ১৬০৩-০৪ সালে লেখা হয় এবং ১৬২৩ সালের প্রথম ফলিওতে প্রকাশিত হয়।
-
সারসংক্ষেপ:
-
Duke of Vienna অস্থায়ীভাবে ক্ষমতা Angelo-কে দেন
-
Angelo কঠোর আইন প্রয়োগ করে Claudio-কে মৃত্যুদণ্ড দেন, কারণ সে তার প্রেমিকা Juliet-কে গর্ভবতী করেছে
-
Claudio-এর বোন Isabella, একজন novice nun, ভাইকে বাঁচানোর জন্য Angelo-এর কাছে অনুরোধ করে
-
Angelo কুপ্রস্তাব দেয়—Claudio মুক্ত করতে হলে Isabella-কে তার সতীত্ব ত্যাগ করতে হবে, যা Isabella অগ্রাহ্য করে
-
Duke ছদ্মবেশে ঘটনা পর্যবেক্ষণ করেন
-
শেষ পর্যন্ত সত্য প্রকাশ পায়, Claudio মুক্ত হয় এবং Angelo-এর অন্যায় উদঘাটিত হয়
-
Duke Isabella-কে বিয়ের প্রস্তাব দেন, নাটকটি ন্যায়বিচারের মাধ্যমে শেষ হয়
-
-
Characters:
-
Isabella, Vincentio, Claudio, Lord Angelo, Juliet, Mistress Overdone, ইত্যাদি
-
-
William Shakespeare:
-
জন্ম: April 26, 1564, Stratford-upon-Avon, England
-
মৃত্যু: April 23, 1616, Stratford-upon-Avon
-
Byname: Bard of Avon বা Swan of Avon
-
English poet, dramatist, এবং actor
-
প্রায়শই English National Poet বলা হয় এবং বিশ্বের সর্বকালের সেরা নাট্যকার হিসেবে বিবেচিত
-
রচনা করেছেন ৩৭টি নাটক
-
-
Notable Works:
-
Tragedy: Hamlet, Othello, King Lear, Macbeth, Titus Andronicus, Timons of Athens, Antony and Cleopatra, Coriolanus, Romeo and Juliet, ইত্যাদি
-
Tragi-comedy: The Merchant of Venice, The Winter's Tale, Cymbeline, Troilus and Cressida, Measure for Measure
-
Comedy: As You Like It, The Tempest, Twelfth Night, Love's Labour's Lost, A Comedy of Errors, The Taming of the Shrew, Much Ado About Nothing, All's Well That Ends Well, A Midsummer Night's Dream, The Merry Wives of Windsor
-
Historical Play: Julius Caesar, Henry IV Part I & II, Henry V, Henry VI Part I–III, Henry VIII, King John, Richard II, Richard III
-

0
Updated: 1 month ago
Who created the character Oliver Twist?
Created: 1 month ago
A
Robert Browning
B
Charles Dickens
C
Emily Bronte
D
Mark Twain
Oliver Twist হলো Charles Dickens-এর রচিত একটি ক্লাসিক উপন্যাস, যা মূলত একটি অনাথ শিশুর জীবনযাত্রা এবং Victorian যুগের ইংল্যান্ডের সমাজের দারিদ্র্য ও অনৈতিকতার সমালোচনা তুলে ধরে।
-
সম্পূর্ণ নাম: Oliver Twist, or, The Parish Boy's Progress
-
প্রথম প্রকাশিত: ১৮৩৭–১৮৩৯, Dickens-এর প্রথম পূর্ণাঙ্গ উপন্যাস
-
প্রাথমিকভাবে প্রকাশিত হয় তার ছদ্মনাম "Boz" ব্যবহার করে
-
কাহিনী অনুসরণ করে Oliver Twist, যিনি জন্ম থেকে অনাথ এবং কিভাবে দারিদ্র্য ও সামাজিক অবহেলা তাকে নানা বিপদের মধ্যে ঠেলে দেয়।
-
উপন্যাস সমাজে দারিদ্র্য, শিশুশ্রম, এবং অনাথদের প্রতি অব্যবস্থাপনা-এর বিরুদ্ধে সমালোচনা করে।
-
Dickens দেখিয়েছেন কিভাবে দারিদ্র্য মানুষকে অপরাধের দিকে ঠেলে দেয় এবং লন্ডনের দুরবস্থার চিত্র ফুটিয়ে তুলেছেন।
উল্লেখযোগ্য চরিত্রসমূহ:
-
Oliver Twist
-
Fagin
-
Bill Sikes
-
Nancy
-
Agnes Fleming
-
Charley Bates
Charles Dickens (Charles John Huffam Dickens):
-
একজন ব্রিটিশ novelist, Victorian era-এর সর্বশ্রেষ্ঠ novelist হিসেবে গণ্য।
-
তাঁর ছদ্মনাম ছিল Boz।
উল্লেখযোগ্য সাহিত্যকর্মসমূহ:
-
Oliver Twist
-
A Christmas Carol
-
David Copperfield
-
Bleak House
-
A Tale of Two Cities
-
Great Expectations
-
Our Mutual Friend
-
Hard Times
উৎস:

0
Updated: 1 month ago