A
Thomas Gray
B
Ben Jonson
C
S.T. Coleridge
D
G.B. Shaw
উত্তরের বিবরণ
G. B. Shaw (1856–1950)
-
পূর্ণ নাম: George Bernard Shaw
-
আইরিশ নাট্যকার ও সাহিত্য সমালোচক
-
আধুনিক ইংরেজি সাহিত্যের শ্রেষ্ঠ নাট্যকারদের একজন
-
নোবেল পুরস্কার: সাহিত্য, 1925
বিখ্যাত নাটক:
-
Pygmalion (Romantic play)
-
Major Barbara (Social satire)
-
Mrs. Warren’s Profession (Play)
-
Arms and the Man (Romantic comedy)
-
Heartbreak House
-
Caesar and Cleopatra (Tragedy)
-
Man and Superman (Comedy)
-
The Doctor’s Dilemma (Satire, Epilogue)
-
St. Joan of Arc
অন্যান্য লেখক:
-
Thomas Gray: Neoclassical যুগের কবি
-
Ben Jonson: Renaissance যুগের নাট্যকার, Shakespeare-এর সমসাময়িক
-
S. T. Coleridge: Romantic যুগের কবি, নাট্যকার নন

0
Updated: 2 weeks ago
'For God's sake hold your tongue and let me love' - This is taken from -
Created: 5 days ago
A
Romeo and Juliet
B
The Canonization
C
To His Coy Mistress
D
The Love Song of J. Alfred Prufrock
The Canonization (কবিতা)
-
লেখক: John Donne
-
লিখিতকাল: ১৫৯০
-
প্রকাশকাল: ১৬৩৩, Songs and Sonnets প্রথম edition-এ
-
বিষয়বস্তু:
-
কবিতার বক্তা তার প্রেমকে একটি পবিত্র সম্পর্ক হিসেবে উপস্থাপন করতে ধর্মীয় শব্দ ব্যবহার করেন।
-
প্রেমকে একটি elevated bond হিসেবে দেখানো হয়েছে, যা প্রায় Saintliness-এর সমতুল্য।
-
বিখ্যাত উক্তি
-
“For God's sake hold your tongue, and let me love”
-
“As well a well-wrought urn becomes The greatest ashes, as half-acre tombs.”
✦ John Donne (১৫৭২–১৬৩১)
-
পরিচয়: Renaissance যুগের কবি
-
বিশেষত্ব: Metaphysical poetry-এর জনক
-
উপাধি: Father of Metaphysical Poetry
-
পরিচিতি: Poet of Love and Religious
-
প্রভাব: রবীন্দ্রনাথ ঠাকুর Donne-এর কবিতায় অত্যন্ত প্রভাবিত ছিলেন।
✦ বিখ্যাত কবিতা
-
The Good Morrow
-
The Canonization
-
The Flea
-
The Sun Rising
-
A Valediction: Forbidding Mourning
✦ অন্যান্য উল্লেখযোগ্য কবিতা (উল্লেখের জন্য)
-
Romeo and Juliet — William Shakespeare
-
To His Coy Mistress — Andrew Marvell
-
The Love Song of J. Alfred Prufrock — T. S. Eliot

0
Updated: 5 days ago
Paradise Lost by John Milton is composed in -
Created: 2 weeks ago
A
Blank verse
B
Couplets
C
Epic rhyme
D
Free verse
Paradise Lost John Milton রচিত একটি মহাকাব্য, যা মূলত Blank verse (unrhymed iambic pentameter) এ লেখা। কাব্যটি আদি মানব Adam ও Eve-এর স্বর্গ থেকে পতন এবং শয়তান ও তার অনুসারীদের বিদ্রোহের গল্পের উপর কেন্দ্রীভূত। Milton-এর Blank verse ব্যবহার কবিতার প্রাঞ্জলতা ও ভাবগভীরতা বজায় রাখে এবং প্রাচীন গ্রীক ও রোমান মহাকাব্যের ধারা অনুসরণ করে।
John Milton (১৬০৮–১৬৭৪) লন্ডনে জন্মগ্রহণ করেন, তিনি ইংরেজ কবি, ইতিহাসবিদ ও প্রবন্ধকার। তাকে “Epic Poet” এবং Blank Verse-এর মহাগুরু বলা হয়।
বিখ্যাত রচনা: Paradise Lost, Paradise Regained, Of Education, Lycidas।
উত্তর: ক) Blank verse

0
Updated: 2 weeks ago
'Child is the father of man' is taken from the poem of-
Created: 1 month ago
A
W. Wordsworth
B
S. T. Coleridge
C
P.B. Shelley
D
A.C. Swinburne
“My Heart Leaps Up” কবিতার কিছু তথ্য
-
উইলিয়াম ওয়ার্ডসওর্থ এর ১৮০২ সালের ছোট্ট এই কবিতাটির অন্য নাম “The Rainbow”।
-
কবিতাটিতে কবি একটি সহজ সাধারন রংধনুর ছবি দেখে যে আনন্দ অনুভব করেন তা বর্ণনা করেছেন।
-
কবিতার মূল ভাব হল, বাচ্চাদের মত উৎসাহ আর বিস্ময় বাঁচিয়ে রাখা খুবই গুরুত্বপূর্ণ, কারণ জীবন জুড়ে সেই অনুভূতিই আমাদের শক্তি দেয়।
-
কবি এই ধারণাটি তার অনেক কবিতায় প্রকাশ করেছেন।
উইলিয়াম ওয়ার্ডসওর্থ সম্পর্কে:
-
তিনি ইংরেজি সাহিত্যের রোমান্টিক যুগের একজন প্রধান কবি।
-
ইংরেজি রোমান্টিক আন্দোলনের শুরুতে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
তার কিছু পরিচিত উক্তি:
-
“Child is the father of the man” (বাচ্চাই মানুষের প্রেরণা)
-
“Our birth is but a sleep and a forgetting” (আমাদের জন্ম এক ধরনের নিদ্রা আর ভুলে যাওয়া)
-
“Nature never did betray the heart that loved her” (প্রকৃতি কখনো হৃদয়কে ঠকায় না যারা তাকে ভালোবাসে)
-
“Poetry is a spontaneous overflow of powerful feelings” (কবিতা হল অনুভূতির স্বতঃস্ফূর্ত প্রবাহ)
-
“Poet is the breath and final speed of knowledge” (কবি হল জ্ঞানের প্রাণশক্তি ও গতি)
-
“Come forth into the light of things, let nature be your teacher” (জীবনের আলোয় এসো, প্রকৃতিকে তোমার শিক্ষক করো)
তথ্যের উৎস: Sparksnotes.com এবং Britannica

0
Updated: 1 month ago