A
Thomas Hardy
B
John Donne
C
Mark Twain
D
Ernest Hemingway
উত্তরের বিবরণ
For Whom the Bell Tolls
-
লেখক: Ernest Hemingway
-
প্রকাশকাল: 1940
-
পটভূমি: Spanish Civil War, বিশেষত স্পেনের Segovia অঞ্চল
-
প্রধান চরিত্র: Robert Jordan, Maria, Pablo, Pilar
-
ধরণ: যুদ্ধভিত্তিক উপন্যাস, যেখানে প্রেম, আত্মত্যাগ, এবং স্বাধীনতার জন্য লড়াইয়ের গল্প ফুটে ওঠে
Ernest Hemingway
-
পরিচয়: আমেরিকান novelist ও short-story writer
-
নোবেল পুরস্কার: 1954 (The Old Man and the Sea এর জন্য)
-
লেখনশৈলী: সংক্ষিপ্ত, সরল বাক্য, এবং গভীর অর্থবহ বর্ণনা
-
বিখ্যাত রচনা:
-
For Whom the Bell Tolls
-
The Old Man and The Sea
-
A Farewell to Arms
-
The Sun Also Rises
-
Death in the Afternoon
-
অতিরিক্ত তথ্য:
-
"For Whom the Bell Tolls" শিরোনামটি এসেছে ইংরেজ কবি John Donne-এর একটি Meditation (Devotions upon Emergent Occasions) থেকে।

0
Updated: 2 weeks ago
'Restoration period' in English literature refers to -
Created: 1 month ago
A
1560
B
1660
C
1760
D
1866
Restoration Period in English Literature (1660-1700)
-
ইংরেজি সাহিত্যে Restoration Period শুরু হয় ১৬৬০ সালে, যখন ইংল্যান্ডে রাজতন্ত্র পুনঃস্থাপিত হয়। এই যুগের শেষ হয় ১৭০০ সালে।
-
এটি The Neoclassical Period-এর একটি অংশ, অর্থাৎ এটি পুরো নব্য-ধ্রুপদী যুগের ভেতরের একটি ছোট সময়কাল।
-
এই সময়টিকে Restoration Period বলা হয় কারণ রাজা দ্বিতীয় চার্লস (Charles II) পুনরায় সিংহাসনে ফিরে আসার মাধ্যমে ইংরেজ রাজতন্ত্র পুনঃস্থাপিত হয়। এর সঙ্গে সঙ্গে সাহিত্যের ধারাও নতুনভাবে বিকশিত হয়।
-
এই যুগের সবচেয়ে প্রভাবশালী সাহিত্যিক ছিলেন John Dryden। তিনি ছিলেন একজন কবি, নাট্যকার ও সাহিত্য সমালোচক। তাঁর অবদানের জন্য এই সময়কে অনেক সময় "The Age of Dryden"-ও বলা হয়।
Restoration Period-এর গুরুত্বপূর্ণ লেখকরা হলেন
-
John Dryden
-
Samuel Butler
-
John Bunyan
-
William Wycherley
-
William Congreve
-
George Farquhar
Neoclassical Period (1660-1785) তিনটি ভাগে বিভক্ত
-
The Restoration Period (1660-1700)
-
The Augustan Age (1702-1745)
-
The Age of Sensibility (1745-1785)
তথ্যসূত্র: An ABC of English Literature - ড. এম. মফিজার রহমান

0
Updated: 1 month ago
'Epithalamion' is related to -
Created: 2 weeks ago
A
Criticism of social norms
B
Depiction of war and heroism
C
Celebration of a wedding
D
A heroic epic

0
Updated: 2 weeks ago
Identify the author of The Vision of Judgement:
Created: 2 weeks ago
A
Lord Byron
B
John Donne
C
P. B. Shelley
D
Alexander Pope
The Vision of Judgement (১৮১২) ব্রিটিশ রোমান্টিক কবি ও ব্যঙ্গকার Lord Byron (পুরো নাম George Gordon Byron) রচিত একটি স্যাটায়ারিক কবিতা, যা Poet Laureate Robert Southey-র A Vision of Judgement-এর জবাবে লেখা। এতে irony, hyperbole ও sarcasm ব্যবহার করে রাজা জর্জ তৃতীয়-এর মৃত্যু, রাজতন্ত্র ও সমাজব্যবস্থাকে ব্যঙ্গ করা হয়েছে, পাশাপাশি রাজার প্রতি কিছু সমবেদনা প্রকাশ পেয়েছে।
বিখ্যাত রচনা: Childe Harold’s Pilgrimage, Don Juan, English Bards and Scotch Reviewers, She Walks in Beauty, Heaven and Earth।
উত্তর: Lord Byron

0
Updated: 2 weeks ago