"Ralph Roister Doister" is best known as –
A
The first English tragedy
B
The first English comedy
C
A religious miracle play
D
A Shakespearean romance
উত্তরের বিবরণ
Ralph Roister Doister
-
রচয়িতা: Nicholas Udall
-
ধরণ: Comedy (প্রথম পূর্ণাঙ্গ ইংরেজি কমেডি)
-
কাহিনি: ধনী বিধবা Christian Custance-কে কেন্দ্র করে, যিনি Gawyn Goodluck নামক এক ব্যবসায়ীর সাথে বাগদত্তা। আত্মম্ভরী Ralph Roister Doister, এক ধূর্ত ব্যক্তির প্ররোচনায় Christian Custance-কে প্রলুব্ধ করার চেষ্টা করে, কিন্তু তার সব প্রচেষ্টাই ব্যর্থ হয়।
Nicholas Udall
-
পরিচয়: English playwright, translator, schoolmaster
-
খ্যাতি: Ralph Roister Doister — ইংরেজি সাহিত্যের প্রথম পূর্ণাঙ্গ কমেডি
Notable work:
-
Ralph Roister Doister

0
Updated: 2 months ago
The play Murder in the Cathedral is based on the death of —
Created: 1 month ago
A
Thomas Becket
B
Thomas More
C
Richard II
D
Edward the Confessor
Murder in the Cathedral হলো টমাস স্টার্নস এলিয়টের রচিত একটি কাব্যনাট্য, যা দুটি অংশে বিভক্ত এবং এর মাঝে একটি গদ্যধর্মী sermon interlude রয়েছে। এটি এলিয়টের সবচেয়ে সফল নাটক হিসেবে বিবেচিত হয়। নাটকটি প্রথমবার ১৯৩৫ সালে Canterbury Cathedral-এ মঞ্চস্থ হয় এবং একই বছরে প্রকাশিত হয়। এখানে রাজা হেনরির আদেশে St. Thomas Becket-এর ক্যান্টারবেরি ক্যাথেড্রালে অন্যায়ভাবে নিহত হওয়ার ঘটনাটি তুলে ধরা হয়েছে। এজন্য একে অনেক সময় Miracle Play বা Saint’s Play-ও বলা হয়। এটি মূলত রাজনীতি ও ধর্মের দ্বন্দ্ব এবং আত্মোৎসর্গের মহিমা নিয়ে রচিত এক গভীর দার্শনিক নাটক। এর বিশেষ বৈশিষ্ট্য হলো প্রাচীন গ্রিক নাটকের আদলে Chorus-এর ব্যবহার।
T. S. Eliot-এর পুরো নাম Thomas Stearns Eliot। তিনি একজন খ্যাতিমান আমেরিকান কবি, নাট্যকার এবং সাহিত্য সমালোচক। আধুনিক ইংরেজি সাহিত্যে তাঁর অভিনব রচনা ও চিন্তাধারা বিশেষ প্রভাব ফেলেছিল। তাঁকে বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক হিসেবে গণ্য করা হয়। ১৯৪৮ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন এবং আধুনিক কবিতার ধারায় নতুন দিগন্ত উন্মোচন করেন।
এলিয়টের বিখ্যাত নাটক
-
Murder in the Cathedral
-
The Cocktail Party
-
The Family Reunion
-
The Elder Statesman
-
The Trail of a Judge
এলিয়টের বিখ্যাত কবিতা ও রচনা
-
The Waste Land
-
Ash Wednesday
-
Four Quartets
-
The Sacred Wood (Collection of Essays)

0
Updated: 1 month ago
"Lycidas" is a -
Created: 2 months ago
A
Dramatic monologue
B
Novel
C
Pastoral elegy
D
Romantic lyric
• "Lycidas" is a pastoral elegy.
• Lycidas (Elegy):
-
Written by John Milton as a memorial for his university friend Edward King, who died in a shipwreck.
-
Published in 1638, the poem mourns Edward King’s death and reflects on mortality, fame, and poetic vocation.
-
Classified as a pastoral elegy, it blends classical pastoral imagery with lamentation.
• John Milton:
-
An English poet, pamphleteer, and historian, considered the most important English author after William Shakespeare.
-
Best known for his epic Paradise Lost, widely regarded as the greatest epic in English literature.
• Major Works:
-
Paradise Lost (1667) – The greatest epic in English
-
Paradise Regained (1671) – Divided into four books
-
Samson Agonistes (1671) – Poetic drama
-
Lycidas (Elegy)
-
On His Blindness (Sonnet)
• Famous Quotes:
-
“Better to reign in Hell than serve in Heaven.” (Paradise Lost)
-
“Childhood shows the man, as morning shows the days.” (Paradise Regained)
-
“Death is the golden key that opens the place of eternity.” (Paradise Lost)
Source: An ABC of English Literature by Dr. M Mofizar Rahman, Britannica

0
Updated: 2 months ago
Let them plant the trees. [passive]
Created: 3 weeks ago
A
Let the trees to be planted by them.
B
Let the trees be planted by them.
C
Let the trees being planted by them.
D
Let the trees has been planted by them.
“Let” যুক্ত Imperative sentence কে active থেকে passive voice-এ রূপান্তরের নিয়মগুলো নিম্নরূপ:
যখন আমরা active sentence যেমন Let them plant the trees কে passive এ রূপান্তর করি, তখন পদক্ষেপগুলো হলো:
-
Let দিয়ে শুরু করতে হবে।
-
Active sentence-এর object কে passive sentence-এর subject হিসেবে বসাতে হবে।
-
be ব্যবহার করতে হবে।
-
মূল ক্রিয়ার past participle (V3) ব্যবহার করতে হবে।
-
by ব্যবহার করতে হবে।
-
Active sentence-এর subject কে passive sentence-এ object হিসেবে বসাতে হবে।
Structure:
Let + object (as subject) + be + main verb (past participle) + by + subject (as object)
উদাহরণ:
Active: Let them plant the trees.
Passive: Let the trees be planted by them.
ভুল বিকল্পগুলো এবং কারণ:
-
Let the trees to be planted by them
-
এখানে to be ব্যবহৃত হয়েছে, যা ভুল।
-
“Let” যুক্ত passive voice-এ be + past participle ব্যবহার হয়, to বসানো যায় না।
-
-
Let the trees being planted by them
-
এখানে being planted ব্যবহার করা হয়েছে, যা continuous passive বোঝায়।
-
কিন্তু “Let” যুক্ত imperative sentence-এ সাধারণত be + V3 ব্যবহৃত হয়, being নয়।
-
-
Let the trees has been planted by them
-
এখানে has been planted present perfect passive বোঝায়।
-
কিন্তু imperative sentence-এ “Let” এর সঙ্গে present perfect passive বসে না।
-
Source:

0
Updated: 3 weeks ago