A
The first English tragedy
B
The first English comedy
C
A religious miracle play
D
A Shakespearean romance
উত্তরের বিবরণ
Ralph Roister Doister
-
রচয়িতা: Nicholas Udall
-
ধরণ: Comedy (প্রথম পূর্ণাঙ্গ ইংরেজি কমেডি)
-
কাহিনি: ধনী বিধবা Christian Custance-কে কেন্দ্র করে, যিনি Gawyn Goodluck নামক এক ব্যবসায়ীর সাথে বাগদত্তা। আত্মম্ভরী Ralph Roister Doister, এক ধূর্ত ব্যক্তির প্ররোচনায় Christian Custance-কে প্রলুব্ধ করার চেষ্টা করে, কিন্তু তার সব প্রচেষ্টাই ব্যর্থ হয়।
Nicholas Udall
-
পরিচয়: English playwright, translator, schoolmaster
-
খ্যাতি: Ralph Roister Doister — ইংরেজি সাহিত্যের প্রথম পূর্ণাঙ্গ কমেডি
Notable work:
-
Ralph Roister Doister

0
Updated: 2 weeks ago
What is the usual syllable count in a line of iambic pentameter?
Created: 4 weeks ago
A
8 syllables
B
10 syllables
C
12 syllables
D
14 syllables

0
Updated: 4 weeks ago
Who is the author of the poem containing the line “He prayeth best, who loveth best / All things both great and small”?
Created: 2 weeks ago
A
Samuel Taylor Coleridge
B
Lord Byron
C
John Keats
D
William Wordsworth
"He prayeth best, who loveth best / All things both great and small" এই লাইনটি Samuel Taylor Coleridge-এর কবিতা “The Rime of the Ancient Mariner” থেকে নেওয়া।
সংক্ষিপ্ত বিবরণ:
-
লেখক: Samuel Taylor Coleridge
-
প্রকাশিত: ১৭৯৮ সালে, Lyrical Ballads-এ অন্তর্ভুক্ত
-
ধরণ: Romantic-era কবিতা
-
মূল ভাব: প্রকৃতি ও জীবজন্তুর প্রতি ভালোবাসা, সত্যিকারের প্রার্থনার ধারণা
কবিতার মূল চরিত্র:
-
The Mariner
-
Wedding Guest
-
Albatross
-
Nightmare
-
Life in Death
সার-সংক্ষেপ:
-
নাবিক একটি Albatross হত্যা করে, যা জাহাজে অভিশাপ নিয়ে আসে।
-
তার সঙ্গে থাকা সবাই মারা যায়; একা বেঁচে থাকার পর নাবিক প্রকৃতির প্রতি শ্রদ্ধা শিখে।
-
শেষপর্যন্ত সে সারা পৃথিবী ঘুরে এই গল্প শোনাতে বাধ্য হয়।
Famous quotations:
-
"Alone, alone, all, all alone, Alone on a wide sea."
-
"Water, water everywhere, Not any drop to drink."
-
"He prayeth best, who loveth best / All things both great and small."
Samuel Taylor Coleridge:
-
English lyrical poet, critic, এবং philosopher
-
Romantic যুগের শুরুতে William Wordsworth-এর সাথে Lyrical Ballads রচনা
-
অন্যান্য উল্লেখযোগ্য রচনা:
-
Biographia Literaria
-
Christabel
-
Dejection: An Ode
-
Frost at Midnight
-
Kubla Khan
-
উত্তর: Samuel Taylor Coleridge

0
Updated: 2 weeks ago
Class relations and societal conflict are the key understanding of -
Created: 2 weeks ago
A
Feminism
B
Formalism
C
Structuralism
D
Marxism
সঠিক উত্তর: ঘ) Marxism
বিস্তারিত ব্যাখ্যা:
Marxism বা মার্ক্সবাদ:
-
এটি সমাজ ও ইতিহাস বিশ্লেষণের একটি তত্ত্ব, যা মূলত শ্রেণিগত সম্পর্ক ও সামাজিক সংঘাতের ওপর ভিত্তি করে।
-
প্রতিষ্ঠাতা: Karl Marx এবং কিছু পরিমাণে Friedrich Engels
-
মূল ধারণা: সমাজের ইতিহাস মূলত শোষক ও শোষিত শ্রেণির মধ্যকার সংঘাতের ইতিহাস। অর্থনৈতিক কাঠামো সমাজের রাজনীতি, সংস্কৃতি ও আইন নির্ধারণ করে।
মার্ক্সবাদের তিনটি মূল দিক:
-
দার্শনিক মানবতত্ত্ব (Philosophical anthropology)
-
ইতিহাস বিষয়ক তত্ত্ব (Theory of history)
-
অর্থনৈতিক ও রাজনৈতিক কর্মসূচি (Economic and political program)
অ্যাপ্লিকেশন:
-
১৯১৭ সালের রুশ বিপ্লবের পর, Vladimir Lenin এবং Joseph Stalin এর মাধ্যমে Marxism-Leninism হিসেবে বিকাশ লাভ।
-
মার্ক্সবাদ পরবর্তীতে বিভিন্ন সমাজতান্ত্রিক আন্দোলন ও কমিউনিস্ট পার্টির আদর্শ হয়ে ওঠে।
উপসংহার: Marxism মূলত শ্রেণি সংগ্রাম ও অর্থনৈতিক কাঠামোর প্রভাব বিশ্লেষণ করে সমাজ ও ইতিহাস বোঝার একটি গুরুত্বপূর্ণ তত্ত্ব।

0
Updated: 2 weeks ago