Who is the author of 'India Wins Freedom'?
A
Abul Kalam Azad
B
Moulana Akram Khan
C
J. L. Nehru
D
Mahatma Gandhi
উত্তরের বিবরণ
India Wins Freedom
-
রচয়িতা: Maulana Abul Kalam Azad
-
ধরণ: Autobiography
-
প্রকাশনা: মৃত্যুর পর প্রকাশিত
-
পুরস্কার: 1992 সালে ভারতরত্ন (মরণোত্তর)
-
মৃত্যু: 22 ফেব্রুয়ারি 1958, নয়াদিল্লি
Maulana Abul Kalam Azad
-
জন্ম: 11 নভেম্বর 1888, মক্কা (বর্তমান সৌদি আরব)
-
মৃত্যু: 22 ফেব্রুয়ারি 1958, নয়াদিল্লি
-
পরিচয়: ভারতীয় ইসলামি ধর্মতত্ত্ববিদ ও স্বাধীনতা আন্দোলনের নেতা

0
Updated: 2 months ago
A comic novel, "Tom Jones" was penned by-
Created: 3 weeks ago
A
Jonathan Swift
B
Henry Fielding
C
Samuel Richardson
D
Jane Austen
Tom Jones হলো Henry Fielding-এর লেখা একটি বিখ্যাত comic novel, যা ১৮ শতকের ইংরেজি সাহিত্যে বিশেষ স্থান দখল করে।
-
Novel: Tom Jones
-
লেখক: Henry Fielding
-
পূর্ণ শিরোনাম: The History of Tom Jones, a Foundling
-
ধরণ: Comic novel / Picaresque Novel
-
প্রকাশিত: ১৭৪৯, ১৮ শতকের প্রথমার্ধ
-
রোমান্স প্লটের উপরে লেখা
-
-
Short Summary:
-
Tom Jones একজন অনাথ যুবক, যাকে Squire Allworthy সন্তানের মতো লালন-পালন করেন।
-
Squire Allworthy উদার ও দয়ালু জমিদার, যিনি Tom-এর প্রতি বিশেষ যত্নশীল।
-
বড় হয়ে Tom তার প্রতিবেশী Sophia Western-এর প্রেমে পড়ে, কিন্তু নানা বাধার সম্মুখীন হয়।
-
Tom-এর অনাথ পরিচয় ও তার চরিত্রের কিছু দুর্বলতা তাদের মিলনের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
-
Tom-এর দুঃসাহসিক অভিযান, বিভিন্ন মানুষের সঙ্গে সাক্ষাৎ এবং জীবনের নানা ঘটনার মধ্য দিয়ে গল্প এগিয়ে যায়।
-
শেষ পর্যন্ত Tom-এর প্রকৃত পরিচয় প্রকাশ পায়—সে Squire Allworthy-এর বোনের সন্তান। সমাজে তার মর্যাদা পুনঃপ্রতিষ্ঠিত হয় এবং সে Sophia-এর সঙ্গে বিয়ে করতে সক্ষম হয়।
-
-
Main Characters:
-
Squire Allworthy
-
Bridget Allworthy
-
Mrs. Wilkins
-
Tom Jones
-
Sophia Western
-
Jenny Jones
-
Dr. Blifil
-
Captain Blifil
-
Partridge
-
Molly Seagrim
-
-
Henry Fielding (1707–1754):
-
ইংরেজি উপন্যাসিক ও নাট্যকার, 'The Age of Sensibility'-এর একজন প্রধান প্রতিনিধি
-
Samuel Richardson-এর সঙ্গে ইংরেজি উপন্যাসের founder হিসেবে পরিচিত
-
কমেডি এবং সামাজিক সমালোচনা নিয়ে লেখা তার কাজের জন্য সুপরিচিত
-
Picaresque Novel-এ খ্যাত
-
ছদ্মনাম: Captain Hercules Vinegar
-
-
Famous Plays:
-
The Tragedy of Tragedies
-
Rape Upon Rape
-
The Temple Beau
-
The Miser
-
The Modern Husband
-
-
Famous Novels:
-
Tom Jones
-
Amelia
-
Joseph Andrews
-

0
Updated: 2 weeks ago
Choose the correct sentence.
Created: 1 month ago
A
You, I, and she were responsible for the mistake.
B
She, You, and I were responsible for the mistake.
C
I, you, and she were responsible for the mistake.
D
She, I, and you were responsible for the mistake.
Correct Sentence:
-
I, you, and she were responsible for the mistake.
Explanation:
-
যখন কোনো দোষ বা দায়িত্ব স্বীকার করতে হয়, তখন pronouns সাধারণত '123' বা '132' নিয়মে বসে:
-
1 → I (first person)
-
2 → you (second person)
-
3 → he/she/they (third person)
-
-
Verb সর্বদা plural হয়।
-
উদাহরণ:
-
I, you, and he committed the crime.
-
She, I, and you were late for the meeting.
-
Notes:
-
অন্য pronoun ক্রমগুলো যেমন '231' বা '31' সাধারণ বাক্যে ব্যবহার হয়, কিন্তু দোষ স্বীকার বা দায়িত্ব গ্রহণে '123/132' নিয়ম মেনে বসানো হয়।

0
Updated: 1 month ago
Hours of Idleness was written by
Created: 2 weeks ago
A
Lord Byron
B
John Keats
C
P.B. Shelley
D
John Milton
Hours of Idleness হলো Lord Byron রচিত তার প্রথম কবিতা সংকলন, যা ১৮০৭ সালে প্রকাশিত হয়। তখন তিনি মাত্র ১৯ বছর বয়সী ছিলেন। কবিতাগুলো সাধারণভাবে সর্বোচ্চ মাত্রায় সাধারণ হিসেবে মূল্যায়িত হয়েছে এবং প্রতিটি কবিতার রচনার তারিখ বইয়ে উল্লেখ করা হয়। সংকলন প্রকাশের পর, "The Edinburgh Review"-এ প্রকাশিত সমালোচনামূলক নিবন্ধে Byron-এর কাজ তীব্রভাবে সমালোচিত হয়। এর প্রতিক্রিয়ায় ১৮০৯ সালে তিনি "English Bards and Scotch Reviewers" নামের একটি ব্যঙ্গাত্মক কবিতা প্রকাশ করেন, যেখানে সমালোচকদের তীব্র সমালোচনা করা হয়েছে।
-
লেখক: Lord Byron (George Gordon Byron, 1788-1824)
-
ধরণ: Poetry
-
প্রকাশকাল: ১৮০৭
-
প্রসঙ্গ: তার প্রথম কবিতা সংকলন, সমালোচনার প্রতিক্রিয়ায় ব্যঙ্গাত্মক কবিতা
Lord Byron সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য:
-
তিনি একজন British Romantic Poet এবং Satirist
-
পরিবার: ষষ্ঠ Baron Byron, একটি দ্রুত নিস্প্রাণ হয়ে আসা অভিজাত পরিবার থেকে
-
১৭৯৮ সালে ১০ বছর বয়সে বড়-চাচা William Byron-এর উপাধি অর্জন করে আনুষ্ঠানিকভাবে Lord Byron হিসেবে স্বীকৃত হন
Lord Byron-এর উল্লেখযোগ্য কবিতাসমূহ:
-
Hours of Idleness
-
Don Juan
-
She Walks in Beauty
-
Love and Death

0
Updated: 2 weeks ago