A
Abul Kalam Azad
B
Moulana Akram Khan
C
J. L. Nehru
D
Mahatma Gandhi
উত্তরের বিবরণ
India Wins Freedom
-
রচয়িতা: Maulana Abul Kalam Azad
-
ধরণ: Autobiography
-
প্রকাশনা: মৃত্যুর পর প্রকাশিত
-
পুরস্কার: 1992 সালে ভারতরত্ন (মরণোত্তর)
-
মৃত্যু: 22 ফেব্রুয়ারি 1958, নয়াদিল্লি
Maulana Abul Kalam Azad
-
জন্ম: 11 নভেম্বর 1888, মক্কা (বর্তমান সৌদি আরব)
-
মৃত্যু: 22 ফেব্রুয়ারি 1958, নয়াদিল্লি
-
পরিচয়: ভারতীয় ইসলামি ধর্মতত্ত্ববিদ ও স্বাধীনতা আন্দোলনের নেতা

0
Updated: 2 weeks ago
Sidney uses the story of Menenius to show:
Created: 3 months ago
A
The power of drama
B
The political use of poetry
C
How a story can change minds
D
The weakness of philosophy
Sidney Menenius-এর গল্প ব্যবহার করেছেন দেখানোর জন্য যে একটি গল্প মানুষের মন পরিবর্তন করতে পারে। Menenius একটি গল্প বলেছিলেন যা মানুষের মধ্যে মতবিরোধ বন্ধ করেছিল। এই গল্পটি রাজ্যের বিভিন্ন অংশকে একটি শরীরের অংশ হিসেবে তুলনা করেছিল। এটি মানুষের হৃদয় স্পর্শ করে তাদের বোঝাতে সাহায্য করেছিল। Sidney এই উদাহরণ দিয়ে প্রমাণ করতে চান যে গল্প বা কাব্যশিল্পের মধ্যে শিক্ষাদানের শক্তি আছে যা সরাসরি মানুষের আচরণ পরিবর্তন করতে পারে।

0
Updated: 3 months ago
Doctor Faustus was written during -
Created: 2 weeks ago
A
Elizabethan period
B
Restoration period
C
Middle English period
D
Victorian period
সঠিক উত্তর: ক) Elizabethan period
বিস্তারিত ব্যাখ্যা:
Doctor Faustus:
-
পুরো নাম: The Tragicall History of D. Faustus
-
রচয়িতা: Christopher Marlowe
-
প্রকাশকাল: ১৬০৪
-
কাঠামো: ৫টি acte বিশিষ্ট ট্র্যাজেডি
-
কাহিনী সংক্ষেপ: Faustus একজন পণ্ডিত ডাক্তার, যিনি অসীম জ্ঞান ও ক্ষমতা অর্জনের জন্য শয়তান Mephistopheles-এর সঙ্গে চুক্তি করেন। নাটকে ভালো এবং খারাপ ফেরেশতা তাকে প্রভাবিত করার চেষ্টা করে। Faustus শেষ পর্যন্ত বুঝতে পারেন যে সে ফিরে আসতে পারবে না।
-
Mephistopheles নাটকে পাপ ও শয়তানের প্রতীক।
কিছু বিখ্যাত সংলাপ:
-
"Pluck up your hearts, since fate still rests our friend."
-
"Hell is just a frame of mind."
-
"Fools that will laugh on earth, most weep in hell."
-
"He that loves pleasure must for pleasure fall."
-
"The stars move still, time runs, the clock will strike."
Christopher Marlowe:
-
একজন Elizabethan poet এবং University Wit
-
Shakespeare-এর আগে ইংরেজি নাটকের অন্যতম প্রধান ব্যক্তিত্ব
-
ড্রাম্যাটিক ব্ল্যাঙ্ক ভার্স প্রতিষ্ঠায় বিশেষভাবে পরিচিত
অন্যান্য উল্লেখযোগ্য রচনা (plays):
-
Edward II
-
Hero and Leander
-
Tamburlaine the Great
-
The Jew of Malta

0
Updated: 2 weeks ago
Who is not a Romantic poet?
Created: 2 weeks ago
A
P. B. Shelley
B
Jane Austen
C
John Keats
D
Lord Byron
সঠিক উত্তর: Jane Austen একজন novelist, Romantic poet নয়।
মূল বিষয়:
-
Jane Austen:
-
English novelist
-
রোমান্টিক যুগের কবি নয়
-
উনিশ শতকের ইংরেজ সমাজের বাস্তবচিত্র উপন্যাসে তুলে ধরেছেন
-
তার রচনায় সাধারণ মানুষের দৈনন্দিন জীবনকে গুরুত্ব দেওয়া হয়েছে
-
Jane Austen-এর উল্লেখযোগ্য উপন্যাসসমূহ:
-
Sense and Sensibility (1811)
-
Pride and Prejudice (1813)
-
Mansfield Park (1814)
-
Northanger Abbey (1818, posthumously)
-
Persuasion (1818, posthumously)
-
Emma (1815)
Romantic যুগের কবিরা (তুলনামূলকভাবে):
-
P. B. Shelley
-
John Keats
-
Lord Byron
সারসংক্ষেপ: Jane Austen কবি নন; তিনি একজন রোমান্টিক যুগের novelist।

0
Updated: 2 weeks ago