Why does Othello call Desdemona a “cunning whore”?
A
He believes Iago’s lies
B
He finds her with Cassio
C
He reads her letters
D
She insults him
উত্তরের বিবরণ
Iago-র মিথ্যা প্রমাণে প্ররোচিত হয়ে Othello মনে করে Desdemona চতুরভাবে অবিশ্বস্ত আচরণ করছে। তাই সে তাকে অপমানজনক নামে ডাকে, যা তার ঈর্ষা ও ভুল ধারণার চরম প্রকাশ।

2
Updated: 2 months ago
In Shakespeare’s play Hamlet, Hamlet was prince of_
Created: 2 months ago
A
Norway
B
Britain
C
Denmark
D
France
'Hamlet' ছিলেন ডেনমার্কের রাজপুত্র। Hamlet অর্থ- A small village that doesn't have its own church | ডেনমার্কের রাজহত্যা ও রাজপুত্র Hamlet কর্তৃক প্রলম্বিত প্রতিশোধ 'Hamlet' নাটকের মূল বিষয়বস্তু।

0
Updated: 2 months ago
Why does Malcolm invite his thanes to be “earls” at the end?
Created: 2 months ago
A
To honor their service in battle
B
To reward their loyalty
C
To symbolize a new beginning in Scotland
D
To follow the English tradition of titles
Macbeth-এর পতনের পর Malcolm বিশ্বস্ত থেনদের “earl” উপাধি দেয়। এটি একদিকে তাদের সাহস ও আনুগত্যের পুরস্কার, অন্যদিকে স্কটল্যান্ডে নতুন শাসনের সূচক। অন্যান্য অপশন প্রভাব ব্যাখ্যা করে, কিন্তু মূল উদ্দেশ্য ছিল আনুগত্যের পুরস্কার।

0
Updated: 2 months ago
In Shakespeare’s plays, who holds the title "Moor of Venice"?
Created: 2 weeks ago
A
Macbeth
B
Othello
C
Hamlet
D
Ceasar
উইলিয়াম শেক্সপিয়রের বিখ্যাত ট্র্যাজেডি নাটক "ওথেলো"-এর প্রধান চরিত্র হলেন ওথেলো। তিনি ভেনিসের একজন সেনাপতি এবং আফ্রিকান বংশোদ্ভূত হওয়ার কারণে তাকে "দ্য মুর অফ ভেনিস" নামে অভিহিত করা হয়। নাটকটির পুরো নাম হলো "ওথেলো, দ্য মুর অফ ভেনিস"।
"ওথেলো" নাটকটি শেক্সপিয়র কর্তৃক রচিত একটি পাঁচ-অ্যাক্টের ট্র্যাজেডি, যা আনুমানিক ১৬০৩-১৬০৪ সালের দিকে লেখা হয়েছিল। এটি শেক্সপিয়রের অন্যতম শক্তিশালী এবং জনপ্রিয় নাটক হিসেবে বিবেচিত হয়। নাটকটি ভেনিসের একজন সেনাপতি ওথেলোর গল্প বলে। এই ট্র্যাজেডির কেন্দ্রবিন্দুতে রয়েছেন ওথেলো এবং তার স্ত্রী দেসডেমোনা, যিনি এই নাটকের নায়িকা। ইয়াগো এই নাটকের খলনায়ক বা ভিলেন চরিত্রে অভিনয় করেছেন।
নাটকের মূল কাহিনি আবর্তিত হয়েছে ওথেলোর নিজের স্ত্রীকে সন্দেহ করা এবং পরিণামে তাকে হত্যা করার ঘটনাকে কেন্দ্র করে। এই ট্র্যাজেডিতে, নায়ক ওথেলো "ওথেলো সিনড্রোম" (অতিরিক্ত ঈর্ষাজনিত একটি মানসিক ব্যাধি) দ্বারা প্রভাবিত হয়েছিলেন। ভিলেন ইয়াগোর প্ররোচনায় ওথেলো তার স্ত্রী দেসডেমোনাকে হত্যা করেন।
উইলিয়াম শেক্সপিয়র ছিলেন একজন ইংরেজি কবি, নাট্যকার এবং অভিনেতা। তার জন্মস্থান স্ট্র্যাটফোর্ড-আপন-অ্যাভন। তাকে "ইংলিশ ন্যাশনাল পোয়েট" এবং "বার্ড অফ অ্যাভন" নামেও ডাকা হয়। অনেকেই তাকে সর্বকালের শ্রেষ্ঠ নাট্যকার হিসেবে গণ্য করেন।

0
Updated: 2 weeks ago