A
He believes Iago’s lies
B
He finds her with Cassio
C
He reads her letters
D
She insults him
উত্তরের বিবরণ
Iago-র মিথ্যা প্রমাণে প্ররোচিত হয়ে Othello মনে করে Desdemona চতুরভাবে অবিশ্বস্ত আচরণ করছে। তাই সে তাকে অপমানজনক নামে ডাকে, যা তার ঈর্ষা ও ভুল ধারণার চরম প্রকাশ।

0
Updated: 2 weeks ago
Which of the following is a tragedy written by William Shakespeare?
Created: 3 weeks ago
A
Hamlet
B
As You Like It
C
Twelfth Night
D
All of above
Hamlet
-
‘Hamlet’ হলো William Shakespeare রচিত একটি বিখ্যাত ট্র্যাজেডি নাটক, যার মোট ৫টি অঙ্ক (act) আছে।
-
এটি ১৫৯৯ থেকে ১৬০১ সালের মধ্যে লেখা হয় এবং প্রথম প্রকাশিত হয় ১৬০৩ সালে।
-
এটি শেক্সপিয়ারের লেখা ট্র্যাজেডিগুলোর মধ্যে সবচেয়ে ছোট এবং সবচেয়ে বেশি আলোচিত নাটকগুলোর একটি।
-
কাহিনীটি ডেনমার্কের যুবরাজ হ্যামলেটকে কেন্দ্র করে, যিনি নিজের বাবার হত্যার প্রতিশোধ নিতে চায়।
সংক্ষিপ্ত সারাংশ (Summary):
-
যুবরাজ হ্যামলেট জার্মানি থেকে ফিরে আসে তার বাবার মৃত্যুর পর।
-
দেশে ফিরে সে জানতে পারে, তার চাচা ক্লডিয়াস তার মাকে বিয়ে করেছে এবং সেই চাচাই তার বাবাকে হত্যা করেছে।
-
হ্যামলেট প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয় এবং নাটকের কাহিনী ধাপে ধাপে সামনে এগিয়ে যায়।
-
শেষ পর্যন্ত হ্যামলেট নিজেও মারা যায় এবং নাটকের ট্র্যাজিক পরিণতি ঘটে।
মূল চরিত্রসমূহ:
-
Prince Hamlet – প্রধান চরিত্র, ডেনমার্কের যুবরাজ
-
Ophelia – হ্যামলেটের প্রেমিকা
-
Claudius – হ্যামলেটের চাচা ও নাটকের খলনায়ক
-
Gertrude – হ্যামলেটের মা
-
Horatio – হ্যামলেটের বিশ্বস্ত বন্ধু
-
Polonius – উপদেষ্টা, ওফেলিয়ার বাবা
-
Laertes – ওফেলিয়ার ভাই
William Shakespeare (1564–1616):
-
তিনি একজন বিখ্যাত ইংরেজ কবি, নাট্যকার ও অভিনেতা।
-
তার জন্ম Stratford-upon-Avon শহরে, এজন্য তাকে বলা হয় ‘Bard of Avon’।
-
Shakespeare লিখেছেন মোট ৩৭টি নাটক ও ১৫৪টি সনেট।
Shakespeare-এর উল্লেখযোগ্য রচনাবলি:
Tragedy (দুঃখান্ত নাটক):
-
Hamlet,
-
Othello,
-
Macbeth,
-
King Lear,
-
Julius Caesar
Comedy (প্রহসন):
-
As You Like It,
-
The Tempest,
-
Twelfth Night,
-
A Midsummer Night’s Dream
Famous Poems:
-
Sonnet 18 ("Shall I Compare Thee to a Summer’s Day"),
-
The Rape of Lucrece,
-
Venus and Adonis
Source: Britannica

1
Updated: 3 weeks ago
Fill in the blank. '____' is Shakespeare's last play.
Created: 3 days ago
A
As You Like It
B
Macbeth
C
Tempest
D
Othello
The Tempest by William Shakespeare
The Tempest হলো উইলিয়াম শেক্সপিয়রের শেষ রচনা বা Swan Song।
-
নাটকটি একটি Romantic Comedy, যা ৫টি অঙ্কে বিভক্ত।
-
এটি প্রথম প্রকাশিত হয় ১৬২৩ সালে First Folio-তে।
-
“Tempest” শব্দের অর্থ হলো ভয়ঙ্কর ঝড় (Violent Storm)।
২. কাহিনি সংক্ষেপ
এই নাটকের কেন্দ্রীয় চরিত্র Prospero, যিনি একজন যাদুকর এবং মিলানের বৈধ ডিউক।
-
তার ছোট ভাই Antonio ষড়যন্ত্র করে তাকে ক্ষমতাচ্যুত করে নির্বাসনে পাঠায়।
-
Prospero তার কন্যা Miranda-কে নিয়ে এক দূরবর্তী দ্বীপে বসবাস শুরু করেন।
-
এখানে তিনি জাদুবিদ্যা শিখে নিয়ন্ত্রণে আনেন দুটি অতিপ্রাকৃত সত্তা—
-
Ariel (আত্মারূপী সহকারী, শুভ শক্তির প্রতীক)
-
Caliban (বিকৃত স্বভাবের, বিদ্রোহী প্রকৃতির, অশুভ শক্তির প্রতীক)।
-
নাটকের শুরুতে দেখা যায়, Prospero তার যাদুবিদ্যা ব্যবহার করে এক ভয়ঙ্কর ঝড় (tempest) সৃষ্টি করেন, যাতে তার শত্রুরা—বিশেষ করে Antonio—দ্বীপে এসে পড়ে। এখান থেকেই নাটকের ঘটনাপ্রবাহ এগিয়ে যায়।
-
Ariel প্রসপেরোর বিশ্বস্ত সহকারী হিসেবে কাজ করে এবং তার পরিকল্পনা বাস্তবায়নে সাহায্য করে।
-
অপরদিকে, Caliban প্রসপেরোকে ঘৃণা করে কারণ তাকে দাসত্বে বাধ্য করা হয়েছে। সে প্রসপেরোকে হত্যার ষড়যন্ত্র করে।
৩. প্রধান চরিত্রসমূহ
-
Prospero – Milan এর ডিউক, জাদুকর
-
Miranda – Prospero’র কন্যা, নায়িকা
-
Ariel – আত্মারূপী সত্তা, শুভ শক্তির প্রতীক
-
Caliban – বিদ্রোহী অতিপ্রাকৃত চরিত্র, অশুভ শক্তির প্রতীক
-
Antonio – Prospero’র বিশ্বাসঘাতক ভাই, খলনায়ক
-
Ferdinand – নায়ক, Miranda’র প্রেমিক
-
Gonzalo – সৎ উপদেষ্টা
৪. কিছু উল্লেখযোগ্য উক্তি (Quotations)
-
“Hell is empty and all the devils are here.”
-
“We are such stuff as dreams are made on, and our little life is rounded with a sleep.”
-
“This thing of darkness, I acknowledge mine.”
-
“Thought is free.”
-
“O, brave new world, that has such people in’t!”
-
“Awake, dear heart, awake. Thou hast slept well. Awake.”
-
“Misery acquaints a man with strange bedfellows.”
Sources: Britannica.com, SparkNotes, CliffsNotes

0
Updated: 3 days ago
What instructions does Hamlet give to the players before the performance?
Created: 2 weeks ago
A
To exaggerate emotions
B
To act naturally
C
To avoid political themes
D
To focus on comedy
Hamlet অভিনেতাদের বলে স্বাভাবিকভাবে অভিনয় করতে এবং আবেগকে অতিরঞ্জিত না করতে। তার উদ্দেশ্য ছিল Claudius-এর অপরাধ প্রকাশ করা, তাই অতিরিক্ত নাটকীয়তা যেন বার্তাটি আড়াল না করে। এটি Shakespeare-এর অভিনয় নীতি সম্পর্কেও ইঙ্গিত দেয়।

0
Updated: 2 weeks ago