What is the effect of the “Willow Song” sung by Desdemona?
A
Foreshadows her death
B
Symbolizes her love for Othello
C
Represents her joy
D
Praises Cassio
উত্তরের বিবরণ
“Willow Song” এক পরিত্যক্ত নারীর দুঃখের গল্প, যা Desdemona মৃত্যুর আগে গায়। এটি তার আসন্ন করুণ পরিণতির ইঙ্গিত দেয় এবং তার মনের গভীর দুঃখ প্রকাশ করে।

3
Updated: 2 months ago
How does Hamlet’s relationship with his mother contribute to the conflict?
Created: 3 weeks ago
A
It is the source of comic relief
B
It intensifies his feelings of betrayal and moral outrage
C
It makes him decide to leave Denmark
D
It motivates him to reconcile with Claudius
হ্যামলেটের মা, গার্ট্রুডের সঙ্গে সম্পর্ক নাটকের দ্বন্দ্বকে গভীর করে। মা দ্রুত পুনর্বিবাহ করেছেন, যা হ্যামলেটকে বিশ্বাসঘাতকতা এবং হতাশার অনুভূতি দেয়।
এই ব্যক্তিগত আঘাত তার নৈতিক ক্রোধ এবং প্রতিশোধের ইচ্ছা বাড়ায়।গার্ট্রুডের আচরণ হ্যামলেটকে মানসিকভাবে অস্থির এবং ক্রুদ্ধ করে। এটি তার প্রতিশোধ পরিকল্পনার সঙ্গে সরাসরি সম্পর্কিত।
মায়ের প্রতি হতাশা তার চরিত্রকে দার্শনিক এবং সংবেদনশীল বানায়। সম্পর্কের দ্বন্দ্ব নাটকের প্রধান সংঘাতের উৎস।ফলস্বরূপ, হ্যামলেটের মায়ের সঙ্গে সম্পর্ক ট্র্যাজেডির কেন্দ্রবিন্দুতে অবস্থান করে।

0
Updated: 3 weeks ago
What is the main reason Hamlet delays killing Claudius?
Created: 2 months ago
A
Lack of proof
B
Fear of sin
C
Advice from Horatio
D
Love for Gertrude
Hamlet প্রথমে নিশ্চিত হতে চায় Claudius সত্যিই খুনি কি না। সে নাটকের মাধ্যমে Claudius-এর প্রতিক্রিয়া দেখে প্রমাণ সংগ্রহ করে। এই দেরি নাটকের কাহিনিকে গভীর করে তোলে।

0
Updated: 2 months ago
How does Cordelia explain her love for King Lear?
Created: 2 months ago
A
I love your majesty According to my bond; no more nor less.
B
I love you father According to my bond; no more nor less.
C
I love thee According to my bond; no more nor less.
D
I love you my father According to my bond; no more nor less.
Act 1, Scene 1-এ যখন King Lear তার তিন কন্যাকে ভালোবাসা প্রকাশ করতে বলেন, তখন Goneril ও Regan অতিরঞ্জিত প্রশংসা করে। কিন্তু Cordelia সৎভাবে বলে যে সে রাজাকে একজন কন্যার দায়িত্ব ও সম্পর্ক অনুযায়ী ভালোবাসে—না কম, না বেশি। এই লাইনটি—"I love your majesty according to my bond; no more nor less."—শেক্সপিয়ারের King Lear নাটকে Cordelia-র বলা।

2
Updated: 2 months ago