A
Foreshadows her death
B
Symbolizes her love for Othello
C
Represents her joy
D
Praises Cassio
উত্তরের বিবরণ
“Willow Song” এক পরিত্যক্ত নারীর দুঃখের গল্প, যা Desdemona মৃত্যুর আগে গায়। এটি তার আসন্ন করুণ পরিণতির ইঙ্গিত দেয় এবং তার মনের গভীর দুঃখ প্রকাশ করে।

2
Updated: 2 weeks ago
What happens to Lear at the end of the play?
Created: 3 weeks ago
A
He becomes king again
B
He dies heartbroken
C
He marries
D
He kills his daughters
শেক্সপিয়ারের ট্র্যাজেডি "King Lear" নাটকে, শেষ দৃশ্যে King Lear মৃত্যুবরণ করেন।
Lear তার প্রিয় কন্যা Cordelia-কে হারানোর শোক সহ্য করতে না পেরে হৃদয়বিদারকভাবে মারা যান। তিনি ভেবেছিলেন Cordelia এখনও বেঁচে আছে, কিন্তু নিশ্চিত হওয়ার পর যে সে মৃত, তিনি গভীর দুঃখে প্রাণ হারান।
এটি নাটকের ট্র্যাজিক ক্লাইম্যাক্স, যেখানে একজন পিতা তার কন্যার জন্য ভালোবাসা ও অনুশোচনার ভারে ভেঙে পড়ে।
এ কারণে "He dies heartbroken" – এই বিকল্পটি সঠিক।

1
Updated: 3 weeks ago
In which year was William Shakespeare born?
Created: 3 weeks ago
A
1554
B
1564
C
1574
D
1544
William Shakespeare
He was an English dramatist and poet of the sixteenth century.
William Shakespeare was born on 23 April 1564 AD at Stratford-upon-Avon.
- Shakespeare died on 23 April 1616 AD.
• William Shakespeare is widely known as The Bard of Avon, National Poet of England এবং The Great Dramatist of All Time.
- Dr. Samuel Johnson Shakespeare কে Poet of Human Nature হিসাবেও আখ্যায়িত করেছেন।
Shakespeare তাঁর সাহিত্যি জীবনে মোট ১৫৪ টি Sonnet এবং ৩৭টি Drama লিখেছেন।
তাঁর সাহিত্য কর্মগুলোর মধ্যে অধিক পরিচিত এবং পঠিত হচ্ছে তাঁর Drama গুলোTragedy and Comedy এই দুইভাগে বিভক্ত।

1
Updated: 3 weeks ago
How does Gloucester lose his eyesight?
Created: 2 weeks ago
A
He is blinded by Regan and Cornwall
B
He is stabbed by Edmund
C
He is poisoned by Goneril
D
He falls in battle
Gloucester Lear-এর প্রতি বিশ্বস্ত থাকার কারণে Regan ও Cornwall তাকে শাস্তি দেয়। তারা নির্মমভাবে তার চোখ উপড়ে ফেলে। এই দৃশ্য শেক্সপিয়রের অন্যতম ভয়ঙ্কর দৃশ্য এবং অন্ধত্ব থিমের প্রতীক হয়ে ওঠে।

0
Updated: 2 weeks ago