A
Cassio is her cousin
B
Cassio is innocent
C
Cassio saved her life
D
Cassio loves her
উত্তরের বিবরণ
Desdemona বিশ্বাস করে Cassio অন্যায়ভাবে অপসারিত হয়েছে এবং তার পদ পুনরুদ্ধার করা উচিত। সে নির্দোষ বন্ধুকে সাহায্য করতে চায়, কিন্তু এই নির্দোষ প্রচেষ্টা Othello-র চোখে অবিশ্বাস ও সন্দেহ তৈরি করে।

0
Updated: 2 weeks ago
Who gives Macbeth the prophecy of becoming king?
Created: 3 weeks ago
A
Banquo
B
The witches
C
King Duncan
D
Malcolm
উইলিয়াম শেক্সপিয়রের নাটক Macbeth-এ, তিনজন অদ্ভুত চৈতন্যশূন্য ডাইনি (The Witches) ম্যাকবেথকে ভবিষ্যদ্বাণী দেয় যে সে একদিন স্কটল্যান্ডের রাজা হবে। তারা বলে,
"All hail, Macbeth! Hail to thee, Thane of Glamis!
All hail, Macbeth! Hail to thee, Thane of Cawdor!
All hail, Macbeth! That shalt be king hereafter!"
এই ভবিষ্যদ্বাণীই Macbeth-এর মনে লোভ ও উচ্চাকাঙ্ক্ষার জন্ম দেয় এবং কাহিনির ট্র্যাজেডির শুরু হয়।
Banquo নিজেও ওদের থেকে ভবিষ্যদ্বাণী শোনে, কিন্তু Macbeth-এর রাজা হওয়ার কথা কেবল ডাইনিরাই বলে।
তাই সঠিক উত্তর: b) The witches

1
Updated: 3 weeks ago
What title does Macbeth hold before becoming king?
Created: 3 weeks ago
A
Thane of Glamis
B
Duke of York
C
Thane of Fife
D
Prince of Denmark
ম্যাকবেথ নাটকের শুরুতেই আমরা জানতে পারি, ম্যাকবেথ Thane of Glamis। এটি ছিল তার পৈত্রিক উপাধি। পরবর্তীতে, রাজা ডানকান তাকে বিশ্বাস ও সাহসিকতার পুরস্কার হিসেবে Thane of Cawdor পদে উন্নীত করেন। এরপর ভবিষ্যৎবক্তা তিন ডাইনি তাকে ভবিষ্যতে রাজা হবে বলেও ভবিষ্যদ্বাণী করে।
অন্যান্য অপশন ব্যাখ্যা:
-
b) Duke of York – ইংরেজ রাজপরিবারের একটি পদবী, শেকসপিয়রের Macbeth নাটকের সঙ্গে সম্পর্কিত নয়।
-
c) Thane of Fife – এটি ছিল ম্যাকডাফের উপাধি, ম্যাকবেথের নয়।
-
d) Prince of Denmark – এটি হ্যামলেট নাটকের কেন্দ্রীয় চরিত্র Prince Hamlet-এর উপাধি।
সুতরাং, ম্যাকবেথ রাজা হওয়ার আগে Thane of Glamis ছিলেন।

0
Updated: 3 weeks ago
What are Desdemona’s last words?
Created: 2 weeks ago
A
"Give me a kiss".
B
"I hate you, Othello."
C
“Nobody; I myself”
D
"Curse for you Iago."
মৃত্যুর মুখেও ডেসডিমোনা ওথেলোকে দোষ দেয় না। এমিলিয়ার প্রশ্নে সে বলে—“Nobody; I myself.” এই লাইন তার বিশ্বস্ততা ও ভালোবাসার প্রতীক। মৃত্যুর পরেও সে স্বামীকে রক্ষা করতে চায়।

1
Updated: 2 weeks ago