How does Iago describe Cassio to Othello to ruin his image?
A
As a coward
B
As a womanizer
C
As a traitor
D
As a spy
উত্তরের বিবরণ
Iago Othello-কে বোঝায় যে Cassio একজন নারীলোভী, যা Desdemona-র সঙ্গে তার সম্পর্ককে সন্দেহজনক করে তোলে। এই মিথ্যা অভিযোগ Othello-র ঈর্ষা জাগিয়ে তোলে এবং তার মানসিক ভাঙন দ্রুত ত্বরান্বিত করে।

0
Updated: 2 months ago
What is the main reason Lear goes mad?
Created: 2 months ago
A
Age-related mental weakness
B
The betrayal and cruelty of his elder daughters
C
A curse placed by the Fool
D
The storm’s harshness
Goneril ও Regan ক্ষমতা ও মর্যাদা কেড়ে নিয়ে Lear কে অপমান করে। এই বিশ্বাসঘাতকতা ও নির্মম আচরণ তার মানসিক ভাঙন ঘটায়, যা ঝড়ের দৃশ্যে তার অন্তর্দ্বন্দ্বের প্রতীক।

1
Updated: 2 months ago
Which of the following characters is thought to be most neglected by Shakespeare in terms of development?
Created: 6 days ago
A
lago
B
King Lear
C
Prospero
D
Ophelia
Ophelia চরিত্রটি শেক্সপিয়ারের অন্যতম আলোচিত কিন্তু কম বিকশিত নারী চরিত্র হিসেবে পরিচিত। তাঁর মানসিক জগৎ, চিন্তা-ভাবনা বা ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি নাটকে গভীরভাবে উপস্থাপিত হয়নি। ফলে তিনি এক ধরনের “silenced female presence” বা অবদমিত নারীকণ্ঠের প্রতীক হয়ে উঠেছেন।
-
Ophelia-র চরিত্রকে প্রায়শই “neglected in development” বলা হয়, কারণ তাঁর ব্যক্তিত্ব মূলত অন্যদের (বিশেষত Hamlet ও তাঁর পিতার) দৃষ্টিকোণ থেকেই চিত্রিত হয়েছে।
-
শেক্সপিয়ার তাঁর ট্র্যাজেডিতে Ophelia-কে একটি “victim of patriarchy” হিসেবে দেখিয়েছেন, যেখানে তাঁর আবেগ বা মানসিক অবস্থার স্বাধীন বিশ্লেষণ অনুপস্থিত।
-
এই সীমিত উপস্থাপনাই সমালোচকদের মতে তাঁকে শেক্সপিয়ারের সবচেয়ে “underdeveloped yet symbolically powerful” নারী চরিত্রে পরিণত করেছে।

0
Updated: 6 days ago
What role does Banquo play in Macbeth’s downfall?
Created: 3 weeks ago
A
He conspires with Duncan
B
He is a moral contrast and a potential threat
C
He flees Scotland
D
He advises Macbeth to kill Duncan
ব্যানকো ম্যাকবেথের নৈতিক দৃষ্টান্ত হিসেবে কাজ করে। তার সততা এবং বিশ্বাসযোগ্যতা ম্যাকবেথের উচ্চাভিলাষের সঙ্গে বিরোধ সৃষ্টি করে।
ডাইনিগুলোর ভবিষ্যদ্বাণীর কারণে ম্যাকবেথ বানকোকে হুমকি মনে করে।
এটি তাকে অনৈতিক কর্মকাণ্ডের পথে ঠেলে দেয়।
শেক্সপিয়ার দেখিয়েছেন মৌলিক নৈতিকতা এবং উচ্চাভিলাষের সংঘাত নাটকের ট্র্যাজিক কাহিনীতে গুরুত্বপূর্ণ।
বানকোর উপস্থিতি ম্যাকবেথের অভ্যন্তরীণ দ্বন্দ্বকে তীব্র করে।

0
Updated: 3 weeks ago