A
As a coward
B
As a womanizer
C
As a traitor
D
As a spy
উত্তরের বিবরণ
Iago Othello-কে বোঝায় যে Cassio একজন নারীলোভী, যা Desdemona-র সঙ্গে তার সম্পর্ককে সন্দেহজনক করে তোলে। এই মিথ্যা অভিযোগ Othello-র ঈর্ষা জাগিয়ে তোলে এবং তার মানসিক ভাঙন দ্রুত ত্বরান্বিত করে।

0
Updated: 2 weeks ago
Who disguises himself as “Poor Tom” in King Lear?
Created: 2 weeks ago
A
Kent
B
Edgar
C
Albany
D
Oswald
King Lear-এ এডগার নিজেকে বাঁচাতে এবং গ্লস্টারকে সাহায্য করতে “Poor Tom” নামে এক পাগলের ছদ্মবেশ নেয়। এই ছদ্মবেশের মাধ্যমে সে নাটকের অন্ধকার পরিস্থিতিতে বেঁচে থাকে এবং পরবর্তীতে সত্য প্রকাশ করে তার বাবাকে ও রাজাকে সহায়তা করে।

0
Updated: 2 weeks ago
Why does Macduff go to England?
Created: 2 weeks ago
A
To escape execution
B
To find the witches
C
To seek revenge on Banquo
D
To gather support from Malcolm
Macduff স্কটল্যান্ড ছেড়ে ইংল্যান্ডে যায় Malcolm-এর সাহায্য নিতে। সে Macbeth-এর স্বৈরাচার থেকে দেশকে মুক্ত করতে চায়। এই পদক্ষেপ Macbeth-এর সন্দেহ জাগায় এবং তার পরিবারকে হত্যার কারণ হয়।

1
Updated: 2 weeks ago
Why does Macbeth hesitate before killing Duncan?
Created: 2 weeks ago
A
He feels loyalty to Duncan
B
He knows Duncan trusts him
C
He thinks of the consequences after death
D
He fears moral judgment
Macbeth জানে, Duncan একজন সদয় ও বিশ্বাসী রাজা। তাকে হত্যা করা নৈতিকভাবে ভুল। যদিও অন্য অপশনগুলো সত্য, মূল কারণ ছিল নৈতিক বিচারের ভয়, যা পরে Lady Macbeth-এর প্রভাবে দূর হয়।

0
Updated: 2 weeks ago