A
Orders Othello’s arrest
B
Sends Othello to defend Cyprus
C
Supports Brabantio’s complaint
D
Promotes Iago
উত্তরের বিবরণ
Duke of Venice Brabantio-র অভিযোগ শোনার পর সিদ্ধান্ত নেন যে Othello নির্দোষ এবং তার সামরিক দক্ষতা দরকার। তিনি Othello-কে সাইপ্রাসে তুর্কি আক্রমণ প্রতিহত করার জন্য পাঠান, যা নাটকের মূল ঘটনাপ্রবাহ শুরু করে।

0
Updated: 2 weeks ago
What does Cassio say about reputation after his demotion?
Created: 2 weeks ago
A
It is meaningless
B
It is given by the king
C
It is essential for honor
D
It depends on luck
Cassio বলে যে একজন মানুষের সুনাম তার সবচেয়ে মূল্যবান সম্পদ; একবার হারালে তা ফেরানো কঠিন। এই উক্তি তার সম্মানবোধ ও পেশাগত মর্যাদার গুরুত্ব বোঝায়।

0
Updated: 2 weeks ago
What is Cordelia’s response during Lear’s love test?
Created: 2 weeks ago
A
She says she loves him “more than words can express.”
B
She remains completely silent.
C
She says she loves him “according to her bond, no more nor less.”
D
She declares her love is greater than her sisters’.
Cordelia বাড়িয়ে কথা না বলে সৎভাবে জানায় যে, সে বাবাকে ঠিক কন্যার কর্তব্য অনুযায়ী ভালোবাসে, তার বেশি বা কম নয়। এই সততা Lear কে ক্রুদ্ধ করে এবং তাকে উত্তরাধিকার থেকে বঞ্চিত করে।

0
Updated: 2 weeks ago
Who becomes King at the end of "Hamlet"?
Created: 3 weeks ago
A
Laertes
B
Claudius
C
Fortinbras
D
Horatio
উইলিয়াম শেক্সপিয়ারের ট্র্যাজেডি "Hamlet" নাটকের শেষ দৃশ্যে ডেনমার্কের রাজপরিবারের প্রায় সবাই মৃত্যুবরণ করে—হ্যামলেট, ক্লডিয়াস, গার্ট্রুড, এবং লায়ার্টিস।
হ্যামলেট মৃত্যুর পূর্বে নরওয়ের রাজপুত্র ফোর্টিনব্রাস (Fortinbras)-এর গুণের প্রশংসা করে তাকে ডেনমার্কের ভবিষ্যৎ রাজা হিসেবে সুপারিশ করে।
নাটকের শেষাংশে Fortinbras ডেনমার্কে এসে উপস্থিত হয় এবং হ্যামলেটের মৃত্যুর কথা শুনে তার প্রতি সম্মান প্রদর্শন করে।
এভাবেই Fortinbras ডেনমার্কের নতুন রাজা হন।
সংক্ষেপে মনে রাখার টিপস
-
Claudius: খল চরিত্র, হ্যামলেটের হাতে নিহত।
-
Laertes: প্রতিশোধ নিতে এসে নিহত হয়।
-
Horatio: বেঁচে থাকে কিন্তু রাজা হয় না।
-
Fortinbras: শান্তিপূর্ণভাবে ক্ষমতা নেয় এবং রাজা হয়।
তাই, Fortinbras-ই হন "Hamlet" নাটকের শেষের নতুন রাজা।

1
Updated: 3 weeks ago