What role does the Duke of Venice play in the story?
A
Orders Othello’s arrest
B
Sends Othello to defend Cyprus
C
Supports Brabantio’s complaint
D
Promotes Iago
উত্তরের বিবরণ
Duke of Venice Brabantio-র অভিযোগ শোনার পর সিদ্ধান্ত নেন যে Othello নির্দোষ এবং তার সামরিক দক্ষতা দরকার। তিনি Othello-কে সাইপ্রাসে তুর্কি আক্রমণ প্রতিহত করার জন্য পাঠান, যা নাটকের মূল ঘটনাপ্রবাহ শুরু করে।

0
Updated: 2 months ago
'Miranda' is the heroine character from Shakespeare's play-
Created: 2 weeks ago
A
Twelfth Night
B
The Merchant of Venice
C
The Tempest
D
Measure for Measure
Miranda হলো William Shakespeare-এর নাটক The Tempest-এর নায়িকা চরিত্র। এটি শেক্সপিয়ারের বিখ্যাত এক romantic comedy, যা পাঁচ অঙ্কে বিভক্ত এবং ১৬২৩ সালে First Folio-তে অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়। Tempest শব্দের অর্থ হলো Violent Storm। অনেকে একে শেক্সপিয়ারের swan song বা শেষ রচনা হিসেবে উল্লেখ করেন।
-
Summary
-
নাটকে Duke Prospero এবং তাঁর কন্যা Miranda-এর কাহিনী বলা হয়েছে, যারা ডিউকের ছোট ভাইয়ের ষড়যন্ত্রের শিকার হয়ে এক দূরদ্বীপে নির্বাসিত হন
-
Prospero-কে supernatural powers-এর অধিকারী হিসেবে দেখানো হয়েছে, যার অধীনে থাকে দুই অতিপ্রাকৃত চরিত্র— Ariel এবং Caliban
-
নাটকের শুরুতেই Prospero তাঁর জাদুশক্তি ব্যবহার করে সমুদ্রে এক ভয়াবহ ঝড় সৃষ্টি করেন, যার ফলে অন্যান্য চরিত্ররা তাঁর নির্বাসিত দ্বীপে এসে পৌঁছায়
-
Miranda চরিত্রটিকে দুর্বল ও বশ্যতা স্বীকারকারী হিসেবে দেখানো হয়েছে, যা এলিজাবেথীয় যুগের নারীর সামাজিক অবস্থান প্রতিফলিত করে
-
নাটকে Ferdinand-কে Miranda-র প্রেমিক হিসেবে উপস্থাপন করা হয়েছে, যাদের প্রথম দেখাতেই প্রেম হয় এবং পরবর্তীতে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়
-
-
Main Characters of The Tempest
-
Prospero (Duke)
-
Miranda (Heroine)
-
Ariel (Supernatural creature – good character)
-
Caliban (Supernatural creature – bad character)
-
Antony (Villain/brother of Duke)
-
Ferdinand (Hero)
-
Gonzalo, etc.
-
-
Main Characters of Twelfth Night
-
Sebastian
-
Viola
-
Olivia
-
Malvolio
-
Duke Orsino (Male protagonist)
-
Maria
-
Sir Andrew Aguecheek
-
Valentine
-
Antonio
-
Sir Toby Belch, etc.
-
-
Main Characters of The Merchant of Venice
-
Shylock
-
Antonio
-
Bassanio
-
Portia
-
Nerissa, etc.
-
-
Main Characters of Measure for Measure
-
Isabella
-
Vincentio
-
Claudio
-
Lord Angelo
-
Juliet
-
Mistress Overdone, etc.
-

0
Updated: 2 weeks ago
Who works as the conscience of King Lear?
Created: 3 weeks ago
A
Regan
B
Edgar
C
Cordelia
D
Fool
In Shakespeare's King Lear, while other characters often represent goodness or truth, the Fool uniquely serves as Lear's conscience. তিনি শুধু মজার ছলে নয়, বরং সত্যের প্রতিনিধি হিসেবেও কাজ করেন। Here's why:
-
He is the Truth-Teller: Lear যখন Cordelia কে নির্বাসিত করে এবং Goneril ও Regan কে রাজ্য দান করে, তখন Fool ধারাবাহিকভাবে Lear কে তার ভুলের কথা মনে করিয়ে দেয়। তিনি একমাত্র চরিত্র যারা রাজাকে খুব সরাসরি এবং সমালোচনামূলক সত্য বলতে পারে, তাও কোনো শাস্তি ভোগ না করে।
-
He Uses Riddles and Jokes to Expose Folly: তার জ্ঞান ও সতর্কবার্তা ধাঁধা এবং গান আকারে থাকে। তিনি Lear এর অবস্থার অযৌক্তিকতা নির্দেশ করেন, যেমন যখন বলেন, "Thou hadst little wit in thy bald crown when thou gav’st thy golden one away." এই রূপে তিনি সেই বুদ্ধিমত্তার কণ্ঠস্বর, যা Lear উপেক্ষা করেছিলেন এবং যা এখন তাকে তার ভুলের জন্য তাড়িয়ে বেড়াচ্ছে।
-
He is Lear's Other Half: Fool প্রায় Lear এর অন্য অর্ধেক—Lear এর সেই অংশ যা জানে যে সে বড় ভুল করেছে। তিনি Lear এর পাগলত্বের সময় তার পাশে থাকেন, তার মন্তব্যের মাধ্যমে Lear এর অভ্যন্তরীণ অপরাধবোধ ও অনুশোচনার বাহ্যিক প্রতিফলন প্রকাশ পায়।
Fool শুধুমাত্র হাস্যকর চরিত্র নয়, তিনি Lear এর মৌলিক অন্তর্দৃষ্টি এবং নৈতিক সচেতনতার প্রতীক।

0
Updated: 3 weeks ago
Why does Hamlet kill Polonius?
Created: 3 weeks ago
A
Mistakenly, thinking he is Claudius
B
Out of personal hatred for Polonius
C
To protect Ophelia from harm
D
As part of a public demonstration of revenge
হ্যামলেট পলোনিয়াসকে হত্যা করেন ভুলবশত, কারণ তিনি তাকে ক্লডিয়াস মনে করেন। পলোনিয়াস রান্নাঘরের আড়ালে লুকিয়ে ছিলেন এবং হ্যামলেট তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় তাকে হত্যা করেন।
এই ভুল সিদ্ধান্ত নাটকের ট্র্যাজেডি ও সংঘাত বাড়ায়। আফেলিয়ার মানসিক ভাঙন এবং পরিবারের দ্বন্দ্ব এই ঘটনার মাধ্যমে গভীর হয়। শেক্সপিয়ার দেখিয়েছেন কিভাবে ভুল বোঝাবুঝি ট্র্যাজেডি সৃষ্টি করে।
হ্যামলেটের নৈতিক দ্বন্দ্বও এই ঘটনার সঙ্গে যুক্ত। ফলস্বরূপ, পলোনিয়াসের মৃত্যু নাটকের কেন্দ্রীয় ঘটনা হিসেবে কাজ করে।

0
Updated: 3 weeks ago