A
To please Iago
B
To win Desdemona’s love
C
To protect Othello
D
To gain wealth
উত্তরের বিবরণ
Iago Roderigo-কে প্রতিশ্রুতি দেয় যে Cassio মারা গেলে Desdemona-কে পাওয়ার সম্ভাবনা বাড়বে। এই প্রলোভনে Roderigo Cassio-কে আক্রমণ করতে রাজি হয়, যদিও আসলে Iago তাকে ব্যবহার করছে।

0
Updated: 2 weeks ago
In Shakespeare’s play Hamlet, Hamlet was prince of_
Created: 3 weeks ago
A
Norway
B
Britain
C
Denmark
D
France
'Hamlet' ছিলেন ডেনমার্কের রাজপুত্র। Hamlet অর্থ- A small village that doesn't have its own church | ডেনমার্কের রাজহত্যা ও রাজপুত্র Hamlet কর্তৃক প্রলম্বিত প্রতিশোধ 'Hamlet' নাটকের মূল বিষয়বস্তু।

0
Updated: 3 weeks ago
Why does King Lear divide his kingdom?
Created: 3 weeks ago
A
To punish his enemies
B
Because he is sick
C
To test his daughters’ love
D
To escape taxes
King Lear নাটকের শুরুতেই রাজা লিয়ার সিদ্ধান্ত নেন যে, তিনি তার রাজ্য তিন কন্যার মধ্যে ভাগ করে দেবেন। তবে কেবল সম্পদ ভাগ করার উদ্দেশ্যে নয় — তিনি চেয়েছিলেন তার কন্যারা তাকে কতটা ভালোবাসে তা প্রকাশ করুক।
Lear বলেন, যে কন্যা তাকে সবচেয়ে বেশি ভালোবাসার কথা বলবে, সে বেশি অংশ পাবে। এটা ছিল একটি ভালোবাসার পরীক্ষার (test of love)।
কিন্তু এই পরীক্ষা শেষ পর্যন্ত তার জন্য বিপর্যয় বয়ে আনে:
-
বড় দুই কন্যা, Goneril ও Regan, মিথ্যা প্রশংসা করে বড় অংশ পায়।
-
আর ছোট কন্যা Cordelia, সত্য ও সততার সঙ্গে ভালোবাসা প্রকাশ করায় তার অংশ হারায়।
এই সিদ্ধান্ত থেকেই শুরু হয় নাটকের মূল ট্র্যাজেডি।
King Lear তার কন্যাদের ভালোবাসা যাচাই করার জন্য রাজ্য ভাগ করেছিলেন — তাই সঠিক উত্তর (c)

0
Updated: 3 weeks ago
Who provides comic relief through wit and wordplay in Hamlet?
Created: 2 weeks ago
A
Rosencrantz
B
Gravedigger
C
Laertes
D
Osric
Hamlet-এর গ্রেভডিগার দৃশ্য ট্র্যাজেডির মাঝেও হাস্যরস যোগ করে। কবরে খোঁড়ার সময় সে মজার কথাবার্তা ও শব্দের খেলা ব্যবহার করে মৃত্যু ও জীবনের ব্যঙ্গাত্মক সত্য প্রকাশ করে। এটি দর্শকদের মানসিক চাপ কমায় এবং নাটকের দার্শনিক দিককে গভীর করে তোলে।

1
Updated: 2 weeks ago