Why does Roderigo agree to attack Cassio?
A
To please Iago
B
To win Desdemona’s love
C
To protect Othello
D
To gain wealth
উত্তরের বিবরণ
Iago Roderigo-কে প্রতিশ্রুতি দেয় যে Cassio মারা গেলে Desdemona-কে পাওয়ার সম্ভাবনা বাড়বে। এই প্রলোভনে Roderigo Cassio-কে আক্রমণ করতে রাজি হয়, যদিও আসলে Iago তাকে ব্যবহার করছে।

0
Updated: 2 months ago
How does Gertrude die?
Created: 2 months ago
A
Stabbed
B
Poisoned by Claudius
C
Drinks poisoned wine meant for Hamlet
D
Commits suicide
দ্বন্দ্বযুদ্ধের সময় Gertrude ভুলবশত সেই মদ পান করে, যা Claudius Hamlet-কে মারার জন্য বিষ মিশিয়ে রেখেছিল। তার মৃত্যু নাটকের ট্র্যাজিক সমাপ্তিকে আরও করুণ করে তোলে।

1
Updated: 2 months ago
The famous line "To be, or not to be" is from which play?
Created: 3 days ago
A
King Lear
B
Hamlet
C
Othello
D
Macbeth
Correct Answer: Hamlet
বিখ্যাত লাইন “To be, or not to be” এসেছে William Shakespeare রচিত ট্র্যাজেডি “Hamlet” থেকে। এটি ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ নাট্য উক্তি, যেখানে মানব জীবনের অস্তিত্ব, দুঃখ, মৃত্যু ও নৈতিক দ্বন্দ্ব নিয়ে গভীর চিন্তাধারা প্রকাশ পেয়েছে।
Hamlet:
– Shakespeare রচিত সবচেয়ে বিখ্যাত ও বিশ্লেষিত ট্র্যাজেডিগুলোর একটি
– অন্যান্য ট্র্যাজেডির মতো এটিও ৫ acts বিশিষ্ট
– রচনা কাল: ১৫৯৯–১৬০১, প্রকাশকাল: ১৬০৩
– কেন্দ্রীয় চরিত্র Hamlet, ডেনমার্কের রাজপুত্র
– জার্মানি থেকে নিজ দেশে ফিরে এসে জানতে পারে, তার চাচা Claudius তার পিতাকে হত্যা করেছে এবং তার মা Gertrude-কে বিয়ে করেছে
– প্রতিশোধ নিতে গিয়ে Hamlet নানা মানসিক দ্বন্দ্বে পড়ে এবং অবশেষে নাটকের শেষে তার মৃত্যুর মাধ্যমে কাহিনির সমাপ্তি ঘটে
প্রধান চরিত্রসমূহ:
– Hamlet
– Claudius
– Gertrude
– Ophelia
– Polonius
– Horatio
বিখ্যাত উক্তিসমূহ:
– “To be or not to be, that is the question.”
– “Frailty, thy name is woman.”
– “Brevity is the soul of wit.”
William Shakespeare (1564–1616):
– জন্ম: April 26, 1564 — Stratford-upon-Avon, England
– মৃত্যু: April 23, 1616 — Stratford-upon-Avon
– ডাকনাম: Bard of Avon বা Swan of Avon
– ছিলেন একজন English poet, dramatist, and actor
– ইংরেজি সাহিত্যের সর্বশ্রেষ্ঠ নাট্যকার ও জাতীয় কবি হিসেবে খ্যাত
– তিনি মোট ৩৭টি নাটক রচনা করেন
তার উল্লেখযোগ্য রচনাসমূহ:
Tragedies: Hamlet, Othello, King Lear, Macbeth, Romeo and Juliet, Antony and Cleopatra
Comedies: As You Like It, Twelfth Night, The Tempest, Much Ado About Nothing, A Midsummer Night’s Dream
Tragi-Comedies: The Merchant of Venice, Measure for Measure, Cymbeline, The Winter’s Tale
Historical Plays: Julius Caesar, Richard II, Richard III, Henry IV (Part I & II), Henry V, Henry VI (Parts I–III), Henry VIII, King John

0
Updated: 3 days ago
What is the cause of King Hamlet’s death?
Created: 2 months ago
A
Illness
B
Poison poured into his ear
C
A stab wound in battle
D
Suicide
হ্যামলেটের পিতা ক্লডিয়াসের ষড়যন্ত্রে মারা যায়। ঘুমন্ত অবস্থায় তার কানে বিষ ঢেলে তাকে হত্যা করা হয়। এই ঘটনাই পুরো নাটকের মূল সংঘাত তৈরি করে এবং প্রতিশোধের কাহিনিকে সামনে আনে।

2
Updated: 2 months ago