A
Iago
B
Othello
C
Cassio
D
Roderigo
উত্তরের বিবরণ
“The Moor” উপাধিটি Othello-কে বোঝাতে ব্যবহার করা হয়, কারণ তিনি আফ্রিকান বংশোদ্ভূত একজন মুসলিম মূর। নাটকে এটি প্রায়শই তার জাতিগত পরিচয় ও বাইরের লোক হিসেবে অবস্থান বোঝাতে ব্যবহৃত হয়।

0
Updated: 2 weeks ago
Why does Miranda pity the shipwrecked sailors during the storm?
Created: 2 weeks ago
A
She knows them personally
B
She thinks they are nobles
C
She wants revenge
D
She is naturally compassionate
Miranda ঝড়ের সময় অপরিচিত নাবিকদের জন্য করুণা প্রকাশ করে। তার সহজাত সহানুভূতি নাটকে তার নিষ্পাপ স্বভাব এবং মানবতার প্রতীক। Prospero তাকে বোঝায় যে আসলে তারা মারা যায়নি। এই দৃশ্য মানবিকতা বনাম জাদুকরী নিয়ন্ত্রণের পার্থক্য তুলে ধরে।

1
Updated: 2 weeks ago
Who says, “I am not what I am”?
Created: 2 weeks ago
A
Roderigo
B
Othello
C
Iago
D
Cassio
নাটকের শুরুতেই Iago এই লাইনটি বলে। সে জানায় তার ভেতরের পরিচয় আর বাইরের পরিচয় আলাদা। এই উক্তি পুরো নাটকের প্রতারণা, ছলনা ও দ্বৈততার প্রতীক। শেক্সপিয়রের ট্র্যাজেডিতে এটি Iago-র মূল চরিত্র বৈশিষ্ট্য প্রকাশ করে।

1
Updated: 2 weeks ago
“How sharper than a serpent’s tooth it is to have a thankless child!” — কে কাকে বলেছেন?
Created: 2 weeks ago
A
Lear to Goneril
B
Lear to Regan
C
Gloucester to Edmund
D
Albany to Goneril
Lear এই কথা Goneril-কে বলেন, যখন সে তার নাইটদের সংখ্যা কমিয়ে দেয়। অকৃতজ্ঞ সন্তানের যন্ত্রণা সাপের কামড়ের চেয়েও বেশি কষ্টদায়ক —এর মধ্য দিয়ে Lear এর দুঃখ ও ক্রোধ প্রকাশ পায়।

0
Updated: 2 weeks ago