Why does Othello demote Cassio?
A
Cassio insults Othello
B
Cassio is caught drunk and fighting
C
Cassio disobeys orders
D
Cassio refuses to fight
উত্তরের বিবরণ
Iago-র প্ররোচনায় Cassio মদ্যপ হয়ে রাস্তায় ঝগড়ায় জড়িয়ে পড়ে এবং Montano-কে আহত করে। এই ঘটনার ফলে Othello তার শৃঙ্খলা নষ্ট হয়েছে মনে করে Cassio-কে লেফটেন্যান্ট পদ থেকে সরিয়ে দেয়।

2
Updated: 2 months ago
What vision does Macbeth see before killing Duncan?
Created: 2 months ago
A
A ghost
B
A sword
C
A bloody dagger
D
A crown
ডাঙ্কানকে হত্যা করার আগে ম্যাকবেথ এক অদ্ভুত ভৌতিক দৃশ্য দেখেন — একটি বাতাসে ভেসে থাকা ছুরির (floating dagger) দর্শন। সে দেখে ছুরিটি যেন তাকে ডাঙ্কানের ঘরের দিকে করছে। এটি ছিল তার মানসিক দ্বন্দ্ব এবং অপরাধবোধের প্রতিফলন।
এই দৃশ্যটি Act 2, Scene 1-এ ঘটে, যেখানে ম্যাকবেথ বলে:
"Is this a dagger which I see before me,
The handle toward my hand? Come, let me clutch thee."
এই ভৌতিক ছুরিটি তার মানসিক চাপ, দ্বিধা এবং ভবিষ্যৎ রক্তপাতের ইঙ্গিত বহন করে। এটি তার মানসিক অবস্থা ও পরিকল্পিত হত্যাকাণ্ডের প্রতীক।
সারাংশে, এই "floating dagger" হচ্ছে ম্যাকবেথের ভেতরের অপরাধবোধ ও অনিশ্চয়তার প্রতীক, যা তাকে হত্যার পথে ধাবিত করে।

0
Updated: 2 months ago
Why does Hamlet delay in killing Claudius?
Created: 2 months ago
A
He lacks proof of guilt
B
He is afraid of punishment
C
He is indecisive and overthinks
D
He waits for his mother’s consent
হ্যামলেটের মূল ট্র্যাজিক ত্রুটি হলো দ্বিধা। সে প্রতিশোধ নিতে চাইলেও অতিরিক্ত চিন্তা ও সন্দেহের কারণে বারবার দেরি করে। এই বিলম্ব নাটকের ট্র্যাজিক গতি বাড়ায় এবং শেষে ভয়াবহ মৃত্যুর দৃশ্য তৈরি করে।

0
Updated: 2 months ago
Why does Malcolm describe himself as worse than Macbeth when speaking to Macduff?
Created: 2 months ago
A
To see if Macduff will still support him
B
To gain sympathy
C
To mislead the English army
D
To insult Macbeth
Malcolm মিথ্যা বলে যে সে লোভী, অসৎ ও নীতিহীন, যেন দেখে Macduff কেবল ক্ষমতার জন্য তাকে সমর্থন করছে কি না। Macduff তার প্রতি ঘৃণা প্রকাশ করলে Malcolm বুঝতে পারে সে সত্যিই দেশপ্রেমিক।

0
Updated: 2 months ago