A
পাকিস্থান
B
ইরান
C
ইরাক
D
শামদেশ
উত্তরের বিবরণ
লায়লী মজনু
-
লায়লী মজনু কাব্যের রচয়িতা দৌলত উজির বাহরাম খান।
-
রচনাকাল নিয়ে মতভেদ রয়েছে—আহমদ শরীফের মতে ১৫৪৩-১৫৫৩ সালের মধ্যে, আর মুহম্মদ শহীদুল্লাহর মতে ১৬৬৯ খ্রিষ্টাব্দে রচিত।
-
এটি পারস্যের কবি জামি-এর লায়লী ওয়া মজনুন কাব্যের ভাবানুবাদ।
-
কাব্যের উপাখ্যানের দেশ ইরান।
-
এতে আধ্যাত্মিকতার তুলনায় মানবিক প্রবৃত্তি বেশি প্রাধান্য পেয়েছে।
-
কাহিনির প্রধান চরিত্র আমিরপুত্র কায়েশ ও বণিককন্যা লায়লী।

0
Updated: 2 weeks ago
কাকে যুগসন্ধিক্ষণের কবি বলা হয়?
Created: 5 days ago
A
ঈশ্বরচন্দ্র গুপ্ত
B
মুকুন্দরাম চক্রবর্তী
C
ভারতচন্দ্র রায়গুণাকর
D
বিহারীলাল চক্রবর্তী
ঈশ্বরচন্দ্র গুপ্ত (১৮১২–১৮৫৯)
-
জন্ম: ১৮১২, শিয়ালডাঙ্গা, কাঁচড়াপাড়া, পশ্চিমবঙ্গ।
-
পরিচয়: কবি ও সাংবাদিক।
-
ছদ্মনাম: ভ্রমণকারী বন্ধু।
-
সাহিত্যিক বৈশিষ্ট্য:
-
বাংলা সাহিত্যের ইতিহাসে যুগসন্ধির কবি (মধ্যযুগ ও আধুনিক যুগের সংযোগকারী)।
-
রচনার বিষয়বস্তু সমকালের সামাজিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট, কিন্তু ভাষা, ছন্দ ও অলঙ্কারে মধ্যযুগীয় ধারা।
-
ব্যঙ্গ-বিদ্রূপ তাঁর কাব্যের প্রধান বৈশিষ্ট্য।
-
সাংবাদিকতা
-
সংবাদ প্রভাকর (১৮৩১ সালে সাপ্তাহিক, ১৮৩৯ সাল থেকে দৈনিক)—প্রথম বাংলা দৈনিক পত্রিকা।
-
এছাড়াও সম্পাদনা করেছেন:
-
সংবাদ রত্নাবলী
-
পাষণ্ডপীড়ন
-
সংবাদ সাধুরঞ্জন
-
অবদান
-
লুপ্তপ্রায় কবিয়ালদের জীবনী সংগ্রহ ও প্রকাশ তাঁর অন্যতম শ্রেষ্ঠ কীর্তি।
-
মৃত্যু: ১৮৫৯ খ্রিস্টাব্দে।

0
Updated: 5 days ago
ত্রিশোত্তর বাংলা কবিতার নব্যধারার আন্দোলনের প্রধান পাঁচজন কবির অন্যতম ছিলেন -
Created: 6 days ago
A
নবীনচন্দ্র সেন
B
বিষ্ণু দে
C
অদ্বৈত মল্লবর্মণ
D
অতুলপ্রসাদ সেন
বিষ্ণু দে
-
জন্ম: ১৯০৯, ১৮ জুলাই, পটলডাঙ্গা, কলকাতা
-
মৃত্যু: ১৯৮২, ৩ ডিসেম্বর, কলকাতা
-
পেশা ও পরিচিতি: কবি, প্রাবন্ধিক, চিত্রসমালোচক, শিল্পানুরাগী
-
সাহিত্যিক প্রভাব:
-
ত্রিশোত্তর বাংলা কবিতার নব্যধারার প্রধান পাঁচজন কবির মধ্যে একজন
-
মার্কসবাদী চেতনায় উদ্বুদ্ধ
-
কবিতায় টি.এস. এলিয়টের প্রভাব প্রতিফলিত
-
-
সম্পাদনা ও প্রকাশনা:
-
‘পরিচয়’ পত্রিকা (১৯৩১–১৯৪৭)
-
‘সাহিত্যপত্র’ (১৯৪৮)
-
প্রধান কাব্যগ্রন্থ
-
উর্বশী ও আর্টেমিস
-
চোরাবালি
-
স্মৃতি সত্তা ভবিষ্যৎ
-
সাত ভাই চম্পা
-
সেই অন্ধকার চাই
-
তুমি শুধু পঁচিশে বৈশাখ
-
রবিকরোজ্জ্বল নিজদেশ
উৎস:
১) বাংলাপিডিয়া
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 6 days ago
আনোয়ার পাশা রচিত উপন্যাস কোনটি?
Created: 6 days ago
A
নিষুতি রাতের গাথা
B
সমুদ্র শৃঙ্খলতা উজ্জয়িনী
C
নদী নিঃশেষিত হলে
D
নিরুপায় হরিণী
আনোয়ার পাশা
-
জন্ম: ১৯২৮ সালের ১৫ এপ্রিল, ডবকাই গ্রাম, বহরমপুর, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ
-
পেশা: কবি, শিক্ষাবিদ, সাহিত্যিক, সমালোচক
-
সম্মান: ১৯৭২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (মরণোত্তর)
রচনাবলী
-
উপন্যাস:
-
নিষুতি রাতের গাথা
-
নীড় সন্ধানী
-
রাইফেল রোটি আওরাত
-
-
কাব্যগ্রন্থ:
-
নদী নিঃশেষিত হলে
-
সমুদ্র শৃঙ্খলতা উজ্জয়িনী
-
অন্যান্য কবিতা
-
-
গল্পগ্রন্থ:
-
নিরুপায় হরিণী
-
উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
২) লাইভ এমসিকিউ লেকচার

0
Updated: 6 days ago