'লাইলী মজনু' কাব্যের মূল উপাখ্যান কোন দেশের?
A
পাকিস্থান
B
ইরান
C
ইরাক
D
শামদেশ
উত্তরের বিবরণ
লায়লী মজনু
-
লায়লী মজনু কাব্যের রচয়িতা দৌলত উজির বাহরাম খান।
-
রচনাকাল নিয়ে মতভেদ রয়েছে—আহমদ শরীফের মতে ১৫৪৩-১৫৫৩ সালের মধ্যে, আর মুহম্মদ শহীদুল্লাহর মতে ১৬৬৯ খ্রিষ্টাব্দে রচিত।
-
এটি পারস্যের কবি জামি-এর লায়লী ওয়া মজনুন কাব্যের ভাবানুবাদ।
-
কাব্যের উপাখ্যানের দেশ ইরান।
-
এতে আধ্যাত্মিকতার তুলনায় মানবিক প্রবৃত্তি বেশি প্রাধান্য পেয়েছে।
-
কাহিনির প্রধান চরিত্র আমিরপুত্র কায়েশ ও বণিককন্যা লায়লী।

0
Updated: 2 months ago
'নতুন কবিতা' পত্রিকার সম্পাদক -
Created: 1 month ago
A
হাবীবুর রহমান
B
আলাউদ্দিন আল আজাদ
C
শামসুর রাহমান
D
আবদুর রশীদ খান
‘নতুন কবিতা’
-
সম্পাদক: আবদুর রশীদ খান ও আশরাফ সিদ্দিকী
-
প্রকাশকাল: ১৩৫৬ বঙ্গাব্দ (১৯৪৯ খ্রিষ্টাব্দ)
-
উদ্দেশ্য: পূর্ব পাকিস্তানের বাঙালি কবিদের প্রথম সংকলন, ‘সাহিত্য পথের নতুন যাত্রীদের কাব্য সৃষ্টির খতিয়ান’ হিসেবে প্রকাশিত।
-
উল্লেখযোগ্য কবি:
-
হাবীবুর রহমান
-
হাসান হাফিজুর রহমান
-
শামসুর রাহমান
-
জিল্লুর রহমান সিদ্দিকী
-
আলাউদ্দিন আল আজাদ
-
আবদুর রশীদ খান
-
আশরাফ সিদ্দিকী
-
মোহাম্মদ মামুন
-
বোরহান উদ্দিন খান জাহাঙ্গীর
-
মনোজ সেনগুপ্ত
-
অন্যান্য ৩ জন কবি
-
-
পর্যালোচনা:
-
অধিকাংশ কবি শেষ পর্যন্ত কবি হিসেবে সফল হননি।
-
কেউ কেউ কবিতা লিখলেও স্বাচ্ছন্দ্য হারিয়েছেন।
-

0
Updated: 1 month ago
'চিলেকোঠার সেপাই' উপন্যাসটি কোন প্রেক্ষাপটে রচিত?
Created: 1 month ago
A
ঊনসত্তরের গণঅভ্যুত্থান
B
মুক্তিযুদ্ধ
C
ভাষা আন্দোলন
D
ফকির-সন্ন্যাসী বিদ্রোহ
চিলেকোঠার সেপাই
-
রচয়িতা: আখতারুজ্জামান ইলিয়াস
-
ধরন: মহাকাব্যোচিত উপন্যাস
-
প্রেক্ষাপট: ১৯৭১ সালের গণঅভ্যুত্থান
-
প্রধান চরিত্র: ওসমান
-
কাহিনি: চিলেকোঠার ছোট্ট ঘরে বাস করলেও, স্বাধীনতার লক্ষ্যে বৃহত্তর আন্দোলনের সঙ্গে ওসমানের সংযোগের গল্প
আখতারুজ্জামান ইলিয়াস
-
জন্ম: ১৯৪৩, ১২ ফেব্রুয়ারি, গাইবান্ধা জেলা, গোহাটি গ্রাম
-
পরিচিতি: কথাসাহিত্যিক
রচিত গ্রন্থসমূহ
উপন্যাস:
-
চিলেকোঠার সেপাই
-
খােয়াবনামা
গল্পগ্রন্থ:
-
খোয়ারি
-
দুধেভাতে উৎপাত
-
দোজখের ওম
উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
২) বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago
জহির রায়হানের প্রথম রঙিন চলচ্চিত্র কোনটি?
Created: 1 month ago
A
সঙ্গম
B
বাহানা
C
জীবন থেকে নেয়া
D
কাঁচের দেয়াল
জহির রায়হান এবং তার চলচ্চিত্রকর্ম
-
প্রথম রঙিন চলচ্চিত্র: সঙ্গম
-
জন্ম ও পরিচিতি:
-
জন্ম: ১৯৩৫, ফেনী জেলা
-
প্রকৃত নাম: মোহাম্মদ জহিরুল্লাহ
-
পেশা: কথাসাহিত্যিক ও চলচ্চিত্র পরিচালক
-
গল্পগ্রন্থ:
-
উল্লেখযোগ্য: সূর্যগ্রহণ
চলচ্চিত্র পরিচালনা:
-
প্রথম পরিচালিত রঙিন চলচ্চিত্র: সঙ্গম
-
প্রথম সিনেমাস্কোপ ছবি: বাহানা
-
কাঁচের দেয়াল: নিগার পুরস্কার অর্জিত শ্রেষ্ঠ চলচ্চিত্র
উপন্যাসসমূহ ও স্বীকৃতি:
-
উপন্যাস: হাজার বছর ধরে, আরেক ফাল্গুন, বরফ গলা নদী, আর কতদিন, তৃষ্ণা, শেষ বিকেলের মেয়ে, কয়েকটি মৃত্যু
-
পুরস্কার: আদমজি সাহিত্য পুরস্কার (উপন্যাসের জন্য)
উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহ:
-
জীবন থেকে নেয়া, কখনও আসেনি, Stop Genocide, সোনার কাজল, কাঁচের দেয়াল, বেহুলা, আনোয়ারা, সঙ্গম, বাহানা
-
বিশেষত্ব: জহির রায়হান বাংলা চলচ্চিত্রে নতুনত্ব এবং সামাজিক বাস্তবতা চিত্রায়নে বিশেষ অবদান রেখেছেন।

0
Updated: 1 month ago