'বিদ্যাসুন্দর' কাব্যের রচয়িতা কে?
A
আবদুল হাকিম
B
সাবিরিদ খান
C
দৌলত কাজী
D
মুহম্মদ কবীর
উত্তরের বিবরণ
বিদ্যাসুন্দর
-
বিদ্যাসুন্দর কাব্যের রচয়িতা সাবিরিদ খান, যিনি মধ্যযুগের বাংলা কবি।
-
কাহিনি রচনায় তিনি প্রচলিত লোককাহিনি অবলম্বন করেছেন।
-
বিদ্যাসুন্দরের কাহিনি কালিকামঙ্গল ধারার অন্তর্গত।
সাবিরিদ খানের আখ্যানমূলক কাব্যসমূহ:
-
বিদ্যাসুন্দর
-
রসুল বিজয়
-
হানিফা-কয়রাপরী

0
Updated: 2 months ago
‘যোগাযোগ’ উপন্যাসে কুমোদিনীর স্বামীর নাম কী?
Created: 1 month ago
A
নিখিলেস
B
অমিত
C
মধুসূদন
D
নবকুমার
সঠিক উত্তর হলো: গ) মধুসূদন
অন্যান্য অপশনের ব্যাখ্যা:
-
নিখিলেশ: তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে-বাইরে উপন্যাসের চরিত্র।
-
অমিত: তিনি শেষের কবিতা উপন্যাসের নায়ক।
-
নবকুমার: তিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা উপন্যাসের চরিত্র।
যোগাযোগ উপন্যাস সম্পর্কিত আলোচনা
রবীন্দ্রনাথ ঠাকুরের যোগাযোগ উপন্যাস প্রথমে তিন পুরুষ নামে বিচিত্রা মাসিক পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল। পরে উপন্যাসটির নামকরণ হয় যোগাযোগ। এই উপন্যাসে কুমোদিনীর স্বামীর নাম হলো মধুসূদন।
কাহিনিতে কুমোদিনী ও মধুসূদনের সম্পর্কের মধ্য দিয়ে পারিবারিক ও সামাজিক দ্বন্দ্ব, শ্রেণিগত বৈষম্য, ব্যক্তিগত আকাঙ্ক্ষা ও টানাপোড়েন ফুটে উঠেছে। শেষ পর্যন্ত কুমোদিনী দ্বিধাগ্রস্ত অবস্থায় স্বামীর কাছে সমর্পিত হলেও তার ভেতরে এক বিদ্রোহী নারীর সত্তা স্পষ্টভাবে প্রকাশিত হয়।
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উল্লেখযোগ্য উপন্যাস
-
ঘরে-বাইরে
-
চোখের বালি
-
শেষের কবিতা
-
যোগাযোগ
-
নৌকাডুবি
-
গোরা
-
রাজর্ষি
-
চার অধ্যায়

0
Updated: 1 month ago
'শিশুরাজ্যে এই মেয়েটি একটি ছোটখাট বর্গির উপদ্রব বলিলেই হয়।'- উক্তিটি কোন গল্পের অন্তর্ভুক্ত?
Created: 1 month ago
A
সমাপ্তি
B
পোস্টমাস্টার
C
দেনা-পাওনা
D
সুভা
✦ ছোটগল্প: সমাপ্তি
লেখক: রবীন্দ্রনাথ ঠাকুর
সংকলন: গল্পগুচ্ছ
প্রধান চরিত্র: মৃন্ময়ী
বিশেষ তথ্য / বিখ্যাত উক্তি:
-
“শিশুরাজ্যে এই মেয়েটি একটি ছোটখাট বর্গির উপদ্রব বলিলেই হয়।”
উৎস:
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
-
‘সমাপ্তি’ ছোটগল্প

0
Updated: 1 month ago
একটি সার্থক মঙ্গলকাব্যে কয়টি অংশ থাকে?
Created: 1 month ago
A
২টি
B
৫টি
C
৩টি
D
৭টি
মঙ্গলকাব্য
-
সংজ্ঞা: দেবমাহাত্ম্যমূলক সমাজচিত্রভিত্তিক কাব্য, বাংলা সাহিত্যের প্রথম নিজস্ব কাহিনীকাব্য
-
রচনার কাল: ১৫ থেকে ১৮ শতকের শেষ অবধি
-
মূল রচনার কারণ: কবিরা স্বপ্নে দেবতাদের নির্দেশ পেয়ে রচনা করেছেন
-
প্রধান শাখা (৩টি):
-
মনসামঙ্গল
-
চণ্ডীমঙ্গল
-
ধর্মমঙ্গল
-
-
প্রধান দেবতা: মনসা, চণ্ডী, ধর্মঠাকুর (মনসা ও চণ্ডীর প্রাধান্য বেশি)
-
একটি সার্থক মঙ্গলকাব্যের অংশ (৫টি):
-
বন্দনা
-
আত্মপরিচয়
-
দেবখন্ড
-
মর্ত্যখন্ড
-
শ্রুতিফল
-
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 1 month ago