ব্রজবুলি ভাষায় প্রথম বৈষ্ণব পদ রচনা করেন কে?
A
গোবিন্দদাস
B
চণ্ডীদাস
C
বিদ্যাপতি
D
জয়দেব
উত্তরের বিবরণ
বৈষ্ণব পদাবলি
মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কাব্যধারা হলো বৈষ্ণব পদাবলি। এ ধারার মূল বিষয় রাধা-কৃষ্ণের প্রেমলীলা। এখানে কৃষ্ণের প্রধান প্রেমিকা শ্রীরাধাকে নায়িকা বলা হয় এবং নায়িকার আটটি ভিন্ন ভিন্ন অবস্থা চিত্রিত হয়েছে।
পদাবলির প্রধান কবি ও সূচনা:
-
বৈষ্ণব পদাবলির প্রথম পদকর্তা হিসেবে বাঙালি কবি জয়দেব সর্বাধিক পরিচিত।
-
তাঁর রচিত গীতগোবিন্দম্ কাব্য রাধা-কৃষ্ণের প্রেমলীলা অবলম্বনে আদি বৈষ্ণব পদাবলির অন্যতম নিদর্শন। যদিও এটি সংস্কৃত ভাষায় রচিত।
-
পরবর্তীতে বিদ্যাপতি ব্রজবুলি ভাষায় প্রথম বৈষ্ণব পদ রচনা করেন।
-
বাংলা ভাষায় প্রথম বৈষ্ণব পদাবলি রচনা করেন চণ্ডীদাস।

0
Updated: 2 months ago
'কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল, সে মরে নাই' - উক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্প থেকে নেয়া?
Created: 1 month ago
A
কাবুলিওয়ালা
B
পোস্টমাস্টার
C
নষ্টনীড়
D
জীবিত ও মৃত
‘জীবিত ও মৃত’ (রবীন্দ্রনাথ ঠাকুর)
-
রচনাকাল: ১৮৯২ খ্রি.
-
বাংলা ছোটগল্প; রবীন্দ্রনাথ ঠাকুর রচিত।
-
অন্তর্ভুক্ত: ‘গল্পগুচ্ছ’।
-
বৈশিষ্ট্য:
-
অতিপ্রাকৃত গল্প ও ব্যঙ্গাত্মক উপমার মিশ্রণ।
-
যদিও এটি নিখুঁত অতিপ্রাকৃত গল্প নয়।
-
-
প্রধান চরিত্র: কাদম্বিনী।
-
কাদম্বিনীর অস্তিত্ব অতিপ্রাকৃতভাবে চিত্রিত।
-
জীবন ও মৃত্যুর মাঝখানে আটকে থাকার রহস্যই গল্পের মূল বিষয়।
-
-
উল্লেখযোগ্য উক্তি:
“কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল, সে মরে নাই।”

0
Updated: 1 month ago
পূর্ববঙ্গ-গীতিকা কোন প্রতিষ্ঠান হতে প্রকাশিত হয়?
Created: 1 month ago
A
আলীগড় বিশ্ববিদ্যালয়
B
ঢাকা বিশ্ববিদ্যালয়
C
বঙ্গীয় সাহিত্য পরিষৎ
D
কলকাতা বিশ্ববিদ্যালয়
• পূর্ববঙ্গ-গীতিকা:
- পূর্ববাংলার লোকসাহিত্যের একটি সংকলন।
- মুখে মুখে রচিত ও লোকসমাজে প্রচলিত এর পালাগুলি বাংলা সাহিত্যের এক অমূল্য সম্পদ।
- ময়মনসিংহ, নেত্রকোনা, চট্টগ্রাম, নোয়াখালী, ফরিদপুর, সিলেট (শ্রীহট্ট), ত্রিপুরা প্রভৃতি অঞ্চল থেকে পালাগুলি সংগৃহীত হয়েছে।
- এগুলির প্রধান প্রধান সংগ্রাহক হলেন চন্দ্রকুমার দে, দীনেশচন্দ্র সেন, আশুতোষ চৌধুরী, জসীমউদ্দীন, নগেন্দ্রচন্দ্র দে, রজনীকান্ত ভদ্র, বিহারীলাল রায়, বিজয়নারায়ণ আচার্য প্রমুখ।
- সংগৃহীত পালাগুলির সংখ্যা পঞ্চাশের অধিক।
- ১৯১৩ সাল থেকে চন্দ্রকুমার দে প্রথম এ ধরণের লোকগাথা প্রকাশ করতে থাকেন।
- দীনেশচন্দ্র সেন সেগুলি পড়ে আকৃষ্ট হন এবং চন্দ্রকুমারের সঙ্গে সাক্ষাৎ করেন।
- পূর্ববঙ্গ-গীতিকা (১৯২৬) নামে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয়।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

0
Updated: 1 month ago
'বকেয়া' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
Created: 3 weeks ago
A
গ্রহণ
B
প্রসারণ
C
হৃদ্যতা
D
অগ্রিম
বাংলা ভাষায় বিভিন্ন শব্দের বিপরীতার্থক শব্দ জানা পরীক্ষার জন্য অত্যন্ত জরুরি। নিচে কিছু গুরুত্বপূর্ণ শব্দের বিপরীতার্থক রূপ দেওয়া হলো।
-
‘বকেয়া’ এর বিপরীতার্থক শব্দ: অগ্রিম
-
‘বর্জন’ এর বিপরীতার্থক শব্দ: গ্রহণ
-
‘আকুঞ্চন’ এর বিপরীতার্থক শব্দ: প্রসারণ
-
‘হৃদ্যতা’ এর বিপরীতার্থক শব্দ: কপটতা
আরো কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:
-
‘গৃহী’ ↔ ‘সন্ন্যাসী’
-
‘নির্মীলিত’ ↔ ‘উন্মীলিত’
-
‘সিক্ত’ ↔ ‘শুষ্ক’
-
‘সুলভ’ ↔ ‘দুর্লভ’
-
‘সন্ধি’ ↔ ‘বিবাদ’, ‘বিগ্রহ’
-
‘হরদম’ ↔ ‘কদাচিৎ’
-
‘হাজির’ ↔ ‘গরহাজির’

0
Updated: 2 weeks ago