A
কনিষ্ঠা
B
পাঠিকা
C
লেখিকা
D
গায়িকা
উত্তরের বিবরণ
আ - প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ = কনিষ্ঠা।
• আ প্রত্যয় যোগে অন্য শব্দসমূহ:
- বৃদ্ধ - বৃদ্ধা,
- প্রিয় - প্রিয়া,
- কনিষ্ঠ - কনিষ্ঠা।
অন্যদিকে,
• -ইকা' প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ:
যেমন –
- পাঠক-পাঠিকা,
- লেখক-লেখিকা,
- গায়ক-গায়িকা।

0
Updated: 2 weeks ago
বাংলা ব্যাকরণ কোন পদে সংস্কৃতের লিঙ্গের নিয়ম মানে না?
Created: 4 weeks ago
A
বিশেষণ
B
অব্যয়
C
সর্বনাম
D
বিশেষ্য
বিশেষ্য, বিশেষণ, সর্বনাম পদের লিঙ্গান্তর করা সম্ভব কিন্তু অব্যয় বাক্যে ব্যবহার হয় লিঙ্গান্তর ছাড়াই।

0
Updated: 4 weeks ago
‘মরদ’-এর বিপরীত লিঙ্গ কোনটি?
Created: 4 weeks ago
A
মর্দ
B
জেনানা
C
জেনানী
D
মরদী
মরদ শব্দের অর্থ পুরুষ। জেনানা শব্দের অর্থ মহিলা।

0
Updated: 4 weeks ago
নিত্য নারীবাচক শব্দের উদাহরণ কোনটি?
Created: 2 weeks ago
A
নেত্রী
B
শিক্ষিকা
C
সতীন
D
তেজস্বিনী
• নিত্য নারীবাচক শব্দের উদাহরণ = সতীন।
- নিত্য নারীবাচক শব্দের কোন নরবাচক শব্দ নেই।
অন্যদিকে,
- নেতা - নেত্রী,
- তেজস্বী - তেজস্বিনী
- শিক্ষক - শিক্ষিকা,

0
Updated: 2 weeks ago