A
কাব্যটির উৎকর্ষতা প্রশংসনীয়।
B
আগত শনিবারে তারা যাবে।
C
অশ্রুতে বুক ভেসে গেল।
D
দুর্বলবশত তিনি আসতে পারেননি।
উত্তরের বিবরণ
শুদ্ধ বাক্য- অশ্রুতে বুক ভেসে গেল।
অন্যদিকে,
• অশুদ্ধ বাক্য- দুর্বলবশত তিনি আসতে পারেননি।
• শুদ্ধ বাক্য- দুর্বলতাবশত তিনি আসতে পারেননি।
• অশুদ্ধ বাক্য- আগত শনিবারে তারা যাবে।
• শুদ্ধ বাক্য- আগামী শনিবারে তারা যাবে।
• অশুদ্ধ বাক্য- কাব্যটির উৎকর্ষতা প্রশংসনীয়।
• শুদ্ধ বাক্য- কাব্যটির উৎকর্ষ প্রশংসনীয়।

0
Updated: 2 weeks ago
‘বিদ্যান মূর্খ অপেক্ষা শ্ৰেষ্ঠতর’ বাক্যটির শুদ্ধরূপ কোনটি?
Created: 3 minutes ago
A
বিদ্যান মূর্খ অপেক্ষা শ্ৰেষ্ঠ
B
বিদ্বান মূর্খ অপেক্ষা শ্ৰেষ্ঠতর।
C
বিদ্বান মূর্খ অপেক্ষা শ্ৰেষ্ঠ
D
বিদ্বান অপেক্ষা মূর্খ শ্ৰেষ্ঠ
“বিদ্যান” নয়, সঠিক শব্দ হলো “বিদ্বান” → যার বিদ্যা আছে।
-
"বিদ্যান" শব্দটি শুদ্ধ নয়।
-
-
“অপেক্ষা” শব্দটি ব্যবহার করে তুলনা করা হয়। যেমন:
-
"সে আমার অপেক্ষা বড়"।
-
-
যখন দুই কিছুর মধ্যে সরাসরি তুলনা বোঝানো হয়, তখন “শ্রেষ্ঠতর” শব্দ ব্যবহার করা শুদ্ধ।
-
"শ্রেষ্ঠ" = সর্বোত্তম।
-
"শ্রেষ্ঠতর" = তুলনামূলকভাবে উত্তম।
-
➡ তাই শুদ্ধ বাক্য হবে: বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর।

0
Updated: 3 minutes ago
কোন বানানটি শুদ্ধ?
Created: 1 week ago
A
পিপিলিকা
B
পিপীলিকা
C
পীপিলিকা
D
পিপিলীকা
• শুদ্ধ বানান - পিপীলিকা।
• পিপীলিকা (বিশেষ্য পদ),
- সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয়: পিপীলক+আ।
অর্থ: পিঁপড়া, পিঁপড়ে।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

0
Updated: 1 week ago
প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে, কোনটি সঠিক?
Created: 2 weeks ago
A
ভাংগা
B
ভাঙা
C
ভাঙ্ঘা
D
ভাঙ্গা
বাংলা অনুস্বার ব্যবহারের নিয়ম
-
শব্দের শেষে অনুস্বার
-
সাধারণত শব্দের শেষে প্রাসঙ্গিক ক্ষেত্রে অনুস্বার (ং) ব্যবহার করা হয়।
-
উদাহরণ:
-
গাং, ঢং, পালং, রং, রাং, সং
-
-
-
অনুস্বারের সঙ্গে স্বর যুক্ত হলে ঙ
-
যদি অনুস্বারের সঙ্গে কোনো স্বরধ্বনি যুক্ত হয়, তখন ঙ ব্যবহার করা হয়।
-
উদাহরণ:
-
বাঙালি, ভাঙা, রঙিন, রঙের
-
-
-
ব্যতিক্রম
-
কিছু নির্দিষ্ট শব্দে যেমন বাংলা ও বাংলাদেশ, অনুস্বার থাকবে।
-
সূত্র:
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান

0
Updated: 2 weeks ago