নিম্নে কোন বাক্যটি সঠিক?
A
কাব্যটির উৎকর্ষতা প্রশংসনীয়।
B
আগত শনিবারে তারা যাবে।
C
অশ্রুতে বুক ভেসে গেল।
D
দুর্বলবশত তিনি আসতে পারেননি।
উত্তরের বিবরণ
শুদ্ধ বাক্য- অশ্রুতে বুক ভেসে গেল।
অন্যদিকে,
• অশুদ্ধ বাক্য- দুর্বলবশত তিনি আসতে পারেননি।
• শুদ্ধ বাক্য- দুর্বলতাবশত তিনি আসতে পারেননি।
• অশুদ্ধ বাক্য- আগত শনিবারে তারা যাবে।
• শুদ্ধ বাক্য- আগামী শনিবারে তারা যাবে।
• অশুদ্ধ বাক্য- কাব্যটির উৎকর্ষতা প্রশংসনীয়।
• শুদ্ধ বাক্য- কাব্যটির উৎকর্ষ প্রশংসনীয়।

0
Updated: 2 months ago
নিচের কোন বানানটি ভুল?
Created: 1 week ago
A
গার্হস্থ্য
B
অধঃগতি
C
স্তূপ
D
পিপীলিকা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে ‘অধঃগতি’ শব্দটির শুদ্ধ রূপ হলো ‘অধোগতি’। এটি একটি সংস্কৃত ভাষার শব্দ, যার অর্থ নিম্নগতি বা দুর্দশা। শব্দটি এমন অবস্থাকে নির্দেশ করে, যেখানে কোনো ব্যক্তি, সমাজ বা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে বা নীচে নেমে যাচ্ছে।
অন্যদিকে, নিম্নোক্ত শব্দগুলোর বানানও শুদ্ধ বলে অভিধানে নির্দিষ্ট করা হয়েছে—
-
স্তূপ
-
পিপীলিকা
-
গার্হস্থ্য
এসব শব্দের ক্ষেত্রে বানানে কোনো পরিবর্তন প্রয়োজন নেই, কারণ এগুলো প্রমিত বাংলা বানানের নিয়ম অনুযায়ী সঠিকভাবে লেখা।

0
Updated: 1 week ago
'দেখবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ কী?
Created: 1 month ago
A
লিপ্সা
B
বুভুক্ষা
C
বিবক্ষা
D
দিদৃক্ষা
এক কথায় ইচ্ছার প্রকাশ
-
দেখবার ইচ্ছা: দিদৃক্ষা
-
বলবার ইচ্ছা: বিবক্ষা
-
ভোজন করার ইচ্ছা: বুভুক্ষা
-
লাভ করার ইচ্ছা: লিপ্সা
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

0
Updated: 1 month ago
শুদ্ধ বানানের শব্দগুচ্ছ সনাক্ত করুন-
Created: 3 months ago
A
ভবিষ্যত, ভৌগলিক, যক্ষ্মা
B
যশলাভ, সদ্যোজাত, সংবর্ধনা
C
স্বায়ত্তশাসন, আভ্যন্তর, জন্মবার্ষিক
D
ঐক্যতান, কেবলমাত্র, উপরোক্ত
সঠিক উত্তর:
গ) স্বায়ত্তশাসন, আভ্যন্তর, জন্মবার্ষিক।
অশুদ্ধ শব্দগুলোর শুদ্ধরূপ হলো-
• ভবিষ্যৎ, ভৌগোলিক, যক্ষ্মা।
• যশোলাভ, সদ্যোজাত, সংবর্ধনা।
• স্বায়ত্তশাসন, আভ্যন্তর, জন্মবার্ষিক।
• ঐকতান, কেবল, উপরিউক্ত।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 3 months ago