কোনটি শুদ্ধ বানান?
A
মধ্যাহ্ণ
B
পীড়াপিড়ী
C
সদ্যেজাত
D
বিকিরণ
উত্তরের বিবরণ
- সঠিক বানান = বিকিরণ।
- এটি একটি বিশেষ্য পদ।
অর্থ:
- বিক্ষেপ, বিস্তৃতি।
- কোনো বিন্দু থেকে শক্তি বিচ্ছুরণ,
অন্যদিকে,
• অশুদ্ধ = সদ্যেজাত;
• শুদ্ধ =সদ্যোজাত;
• অশুদ্ধ = পীড়াপিড়ী;
• শুদ্ধ = পীড়াপীড়ি;
• অশুদ্ধ = মধ্যাহ্ণ;
• শুদ্ধ = মধ্যাহ্ন;

0
Updated: 2 weeks ago
কোনটি প্রমিত বানান?
Created: 2 weeks ago
A
খ্রিস্টান
B
গড্ডালিকা
C
অহোরাত্রি
D
মিথস্ক্রিয়া
সঠিক বানান = মিথস্ক্রিয়া।
- এটি একটি বিশেষ্য পদ।
অর্থ:
-পারস্পরিক ক্রিয়া, আন্তঃক্রিয়া।
অন্যদিকে,
• অশুদ্ধ = খ্রিস্টান;
• শুদ্ধ = খ্রিষ্টান;
• অশুদ্ধ = গড্ডালিকা;
• শুদ্ধ = গড্ডলিকা;
• অশুদ্ধ = অহোরাত্রি;
• শুদ্ধ = অহোরাত্র;

0
Updated: 2 weeks ago
শুদ্ধ বানান কোনটি?
Created: 2 weeks ago
A
নিরপরাধী
B
দারিদ্র্যতা
C
স্বার্থকতা
D
প্রাণিকুল
প্রাণিকুল বানানটি শুদ্ধ। 'নিরপরাধী' শব্দটির শুদ্ধ বানান নিরাপরাধ। 'দারিদ্রতা' শব্দটির শুদ্ধ বানান 'দারিদ্র্য' । স্বার্থকতার শুদ্ধ বানান হলো সার্থকতা।

0
Updated: 2 weeks ago
কোন বানানটি শুদ্ধ নয়?
Created: 4 weeks ago
A
দরিদ্রতা
B
উপযোগিতা
C
শ্রদ্ধাঞ্জলি
D
উর্দ্ধ
অশুদ্ধ বানান: উর্দ্ধ
• শুদ্ধ বানান: ঊর্ধ্ব।
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- উপরের দিক;
- উপরিভাগ;
- উচ্চতা।
• দরিদ্রতা, উপযোগিতা ও শ্রদ্ধাঞ্জলি শব্দের বানানগুলো শুদ্ধ।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

0
Updated: 4 weeks ago