কোনটি শুদ্ধ বানান?
A
মধ্যাহ্ণ
B
পীড়াপিড়ী
C
সদ্যেজাত
D
বিকিরণ
উত্তরের বিবরণ
- সঠিক বানান = বিকিরণ।
- এটি একটি বিশেষ্য পদ।
অর্থ:
- বিক্ষেপ, বিস্তৃতি।
- কোনো বিন্দু থেকে শক্তি বিচ্ছুরণ,
অন্যদিকে,
• অশুদ্ধ = সদ্যেজাত;
• শুদ্ধ =সদ্যোজাত;
• অশুদ্ধ = পীড়াপিড়ী;
• শুদ্ধ = পীড়াপীড়ি;
• অশুদ্ধ = মধ্যাহ্ণ;
• শুদ্ধ = মধ্যাহ্ন;

0
Updated: 2 months ago
নিচের কোন শব্দটি ‘ণ-ত্ব বিধান’ অনুযায়ী অশুদ্ধ বানান?
Created: 2 months ago
A
ত্রিনয়ন
B
গ্রন্থ
C
অঘ্রান
D
গভর্ণর
১. শুদ্ধ বানান উদাহরণ
-
অশুদ্ধ: গভর্ণর
-
শুদ্ধ: গভর্নর
২. ণ-ত্ব বিধান যেখানে প্রযোজ্য নয়
-
সমাসবদ্ধ শব্দে
-
সাধারণত ‘ণ’ ব্যবহার হয় না, ‘ন’ থাকে।
-
উদাহরণ: ত্রিনয়ন, সর্বনাম
-
-
ত-বর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত ন
-
কখনো ণ হয় না, ন থাকে।
-
উদাহরণ: অন্ত, গ্রন্থ
-
-
দেশি, তদ্ভব ও বিদেশি শব্দে
-
ণ ব্যবহার প্রয়োজন নেই।
-
উদাহরণ: গভর্নর, অঘ্রান
-

0
Updated: 2 months ago
কোনটি শুদ্ধ বানান?
Created: 2 weeks ago
A
অপকর্শ
B
মুহুর্ত
C
অন্যূন
D
অন্যমনষ্ক
‘অন্যূন’ হলো শুদ্ধ বানান।
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, ‘অন্যূন’ এর অর্থ হলো অন্তত; কমপক্ষে।
অন্যদিকে, কিছু বানান যা অপপ্রয়োগের ফলে ভুলভাবে লেখা হয়, সেগুলোর শুদ্ধ রূপ হলো—
-
অপকর্শ → অপকর্ষ
-
মুহুর্ত → মুহূর্ত
-
অন্যমনষ্ক → অন্যমনস্ক
(উৎস:

0
Updated: 2 weeks ago
কোন বানানটি শুদ্ধ?
Created: 2 months ago
A
মুমুর্ষু
B
মুমূর্ষু
C
মূমুর্ষু
D
মূমূর্ষু
এটি সংস্কৃত ভাষা থেকে আগত শব্দ। অর্থ: মৃত্যুকাল আসন্ন এমন, মরণাপন্ন, মৃতপ্রায়। (দুই পাশে ২জন সুস্থ= উ-কার, মধ্যে অসুস্থ=ঊ-কার)

0
Updated: 2 months ago