'যখন উদ্যত সঙ্গীন' কাব্যগ্রন্থটি রচনা করেছেন-
A
গিরিশচন্দ্র ঘোষ
B
কুসুমকুমারী দাশ
C
কামিনী রায়
D
হাসান হাফিজুর রহমান
উত্তরের বিবরণ
• হাসান হাফিজুর রহমান:
- হাসান হাফিজুর রহমান১৯৩২ সালের ১৪ জুন জামালপুর শহরে তাঁর জন্ম।
- ১৯৫৩ সালে তাঁর সম্পাদনায় প্রকাশিত হয় ভাষা আন্দোলনের ওপর প্রথম সংকলন গ্রন্থ 'একুশে ফেব্রুয়ারী'।
- হাসান হাফিজুর রহমানের সম্পাদনায় ১৫ খন্ডে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ: দলিলপত্র (১৯৮২-৮৩) প্রকাশিত হয়।
- হাসান হাফিজুর রহমান রচিত প্রথম কাব্যগ্রন্থ: বিমুখ প্রান্তর
• হাসান হাফিজুর রহমান রচিত কাব্য:
- বিমুখ প্রান্তর,
- প্রতিবিম্ব,
- আর্ত শব্দাবলী,
- অন্তিম শহরের মতো,
- যখন উদ্যত সঙ্গীন,
- শোকার্ত তরবারি ইত্যাদি।
- হাসান হাফিজুর রহমান রচিত গল্প:
- আরো দুটি মৃত্যু।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
0
Updated: 5 months ago
'সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন। হউক দূর অকল্যাণ সকল অশোভন।' - চরণ দুটি কার লেখা?
Created: 5 months ago
A
কাজী নজরুল ইসলাম
B
রবীন্দ্রনাথ ঠাকুর
C
গোলাম মোস্তফা
D
শেখ ফজলল করিম
সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন
– কাজী নজরুল ইসলাম
চরণদ্বয়:
“সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন।
হউক দূর অকল্যাণ সকল অশোভন।”
এই চরণদ্বয় নেওয়া হয়েছে কাজী নজরুল ইসলামের লেখা ‘সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন’ কবিতা থেকে, যা তাঁর ‘চন্দ্রবিন্দু’ কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত।
সম্পূর্ণ কবিতা:
সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন।
হউক দূর অকল্যাণ সকল অশোভন।
এ প্রাণ প্রভাতি-তারার প্রায়
ফুটুক উদয়-গগন-গায়,
দুঃখ-নিশায় আনো পূর্ণ চাঁদের স্বপন॥
কাজী নজরুল ইসলাম সংক্ষেপ পরিচিতি
-
জন্ম: ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ বঙ্গাব্দ, চুরুলিয়া গ্রাম, আসানসোল, ভারত।
-
কৈশোরে লেটো গানের দলে অংশগ্রহণ।
-
লেখাপড়া করেন বর্ধমান ও ময়মনসিংহের ত্রিশালের দরিরামপুর স্কুলে।
-
১৯১৭ সালে বাঙালি পল্টনে সেনাবাহিনীতে যোগ দিয়ে করাচি যান।
-
তিনি ‘বিদ্রোহী কবি’ নামে খ্যাত।
-
মাত্র চল্লিশ বছর বয়সে দুরারোগ্য ব্যাধিতে বাকশক্তি হারান।
-
স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠার পর তাঁকে ঢাকায় এনে নাগরিকত্ব দেওয়া হয়।
-
তিনি বাংলাদেশের জাতীয় কবির স্বীকৃতি লাভ করেন।
কাজী নজরুল ইসলামের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
-
অগ্নিবীণা
-
বিষের বাঁশি
-
ছায়ানট
-
প্রলয়শিখা
-
চক্রবাক
-
সিন্ধুহিন্দোল
উপন্যাসসমূহ:
-
বাঁধন-হারা
-
মৃত্যুক্ষুধা
-
কুহেলিকা
প্রবন্ধগ্রন্থ:
-
যুগবাণী
-
দুর্দিনের যাত্রী
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – ড. সৌমিত্র শেখর; কবিতা: ‘সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন’ – কাজী নজরুল ইসলাম।
0
Updated: 5 months ago
কোন গ্রন্থটি সুকান্ত ভট্টাচার্য কর্তৃক রচিত?
Created: 2 months ago
A
হরতাল
B
পালাবদল
C
উত্তীর্ণ পঞ্চাশে
D
অন্বিষ্ট স্বদেশ
‘হরতাল’ কবি সুকান্ত ভট্টাচার্য রচিত একটি গদ্যগ্রন্থ, যা ১৯৬২ সালে প্রকাশিত হয়। এই রচনায় সমাজতন্ত্রের ভাব ও সাধারণ মানুষের জীবনের দুঃখ-কষ্ট, শোষণ ও সংগ্রামের চিত্র ফুটে উঠেছে।
সুকান্ত ভট্টাচার্য (১৯২৬-১৯৭৪)
-
জন্ম: ১৯২৬
-
পরিচয়: কিশোর কবি, মার্কসবাদী ও মানবতাবাদী কবি
-
কাব্যে প্রকাশ: সাধারণ মানুষের জীবন-যন্ত্রণা, বিদ্রোহ ও শোষণের বিরুদ্ধে বিক্ষোভ
-
বিশেষ বৈশিষ্ট্য: নজরুলের পরে তাঁর কবিতায় বিদ্রোহী বার্তা সবচেয়ে বেশি প্রকাশ পেয়েছে
প্রখ্যাত কাব্যগ্রন্থ:
-
পূর্বাভাস
-
হরতাল
-
ঘুম নেই
-
ছাড়পত্র
-
অভিযান
উৎস: বাংলাপিডিয়া; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; ‘হরতাল’, সুকান্ত ভট্টাচার্য
0
Updated: 2 months ago
'আমি কিংবদন্তীর কথা বলছি' - কবিতাটি কার লেখা?
Created: 2 months ago
A
শামসুর রাহমান
B
আল মাহমুদ
C
আবুল ফজল
D
আবু জাফর ওবায়দুল্লাহ
‘আমি কিংবদন্তীর কথা বলছি’
-
রচয়িতা: আবু জাফর ওবায়দুল্লাহ
-
প্রকাশ: ১৯৮১
-
কবিতার সংখ্যা: ৩৯টি
-
বৈশিষ্ট্য: কাব্যগ্রন্থের নামের লাইনটি ‘আমি কিংবদন্তীর কথা বলছি’ কবিতার মধ্যে পাওয়া যায়।
আবু জাফর ওবায়দুল্লাহ
-
জন্ম: ৮ ফেব্রুয়ারি ১৯৩৪, বরিশাল জেলা
-
পেশা: কবি ও সরকারি কর্মকর্তা
-
পূর্ণ নাম: আবু জাফর ওবায়দুল্লাহ খান
উল্লেখযোগ্য কাব্যগ্রন্থসমূহ
-
সাত নরীর হার
-
কখনো রং কখনো সুর
-
কমলের চোখ
-
আমি কিংবদন্তীর কথা বলছি
-
সহিষ্ণু প্রতীক্ষা
-
প্রেমের কবিতা
-
নির্বাচিত কবিতা
-
আমার সকল কথা
-
মসৃণ কৃষ্ণ গোলাপ
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া
0
Updated: 2 months ago