A
রুপী
B
ডলার
C
পাউন্ড
D
রুপাইয়া
উত্তরের বিবরণ
মালদ্বীপের মুদ্রার নাম রুপাইয়া।
মালদ্বীপ:
- ভারতীয় উপমহাদেশের দক্ষিণ-পশ্চিমের দেশ মালদ্বীপ।
- এটি ১২ শতাধিক ছোট দ্বীপ নিয়ে গঠিত।
- মালদ্বীপ দক্ষিণ এশীয় আঞ্চলিক জোট সার্কের সদস্য।
- মালদ্বীপ বিশ্বের সবচেয়ে নিচু দেশ।
- দ্বীপ রাষ্ট্রটির অর্থনীতি মূলত পর্যটন নির্ভর।
- রাজধানী: মালে।
- ভাষা: দিভেহী ও ইংরেজি।
- পার্লামেন্ট : পিপলস মজলিস।
- মুদ্রা : মালদ্বীপীয় রুপাইয়া।
বিভিন্ন দেশের মুদ্রা:
- গুর্দে: হাইতির মুদ্রা,
- লিরা: তুরস্কের মুদ্রা,
- বেলবো: পানামার মুদ্রা,
- রিয়েল: ব্রাজিলের মুদ্রা,
- ইয়েন: জাপানের মুদ্রা,
- ইউয়ান: চীনের মুদ্রা,
- ডং: ভিয়েতনামের মুদ্রা,
- রিঙ্গিত: মালয়েশিয়ার মুদ্রা,
- কিয়াট: মিয়ানমারের মুদ্রা,
- রুবল: রাশিয়ার মুদ্রা,
- পাউন্ড: যুক্তরাজ্য, মিশর, দক্ষিণ সুদান, লেবানন, সিরিয়া, সুদান প্রভৃতি দেশের মুদ্রা,
- ইউরো: ইউরোপিয় মুদ্রা,
- পেসো: মেক্সিকো, ফিলিপাইন, আর্জেন্টিনা, কিউবা, ডোমিনিকান প্রজাতন্ত্র, চিলি, কলম্বিয়া, উরুগুয়ের মুদ্রা।
উৎস: i) World Atlas.
ii) Britannica.

0
Updated: 2 months ago