নিচের কোনটি শুদ্ধ বাক্য?
A
গাছে কাঁঠাল মাথায় তেল।
B
এটা লজ্জাকর ব্যাপার।
C
কালীদাস খ্যাতমান কবি।
D
একের লাঠি দশের বোঝা।
উত্তরের বিবরণ
শুদ্ধ বাক্য- এটা লজ্জাকর ব্যাপার।
অন্যদিকে,
• অশুদ্ধ বাক্য- গাছে কাঁঠাল মাথায় তেল।
• শুদ্ধ বাক্য- গাছে কাঁঠাল গোঁফে তেল।
• অশুদ্ধ বাক্য- কালীদাস খ্যাতমান কবি।
• শুদ্ধ বাক্য- কালীদাস খ্যাতিমান কবি।
• অশুদ্ধ বাক্য- একের লাঠি দশের বোঝা।
• শুদ্ধ বাক্য- দশের লাঠি একের বোঝা।

0
Updated: 2 months ago
নিচের কোন বানানটি শুদ্ধ?
Created: 1 month ago
A
মধুসুদন দত্ত
B
মধূসূদন দত্ত
C
মধুসূদন দত্ত
D
মধুসুধন দত্ত
বাংলা বানানে শব্দের সঠিক রূপ নির্ধারণ করা জরুরি।
-
“মধুসূদন” শব্দটি এসেছে ‘মধু’ + ‘সূদন’ থেকে। এখানে “সূদন” মানে হলো বিনাশকারী বা দমনকারী। সুতরাং “মধুসূদন” মানে যিনি মধু দানবকে বিনাশ করেছেন, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ।
-
“মধুসূদন দত্ত” হলেন বাংলার নবজাগরণের মহাকবি মাইকেল মধুসূদন দত্ত।
ভুল রূপগুলো:
-
মধুসুদন → ভুল, কারণ ‘সূ’ দীর্ঘ উচ্চারণ বাদ গেছে।
-
মধূসূদন → ভুল, কারণ এখানে অতিরিক্ত “ূ” যোগ হয়েছে।
-
মধুসুধন → ভুল, কারণ শব্দ বিকৃতি ঘটেছে।
তাই শুদ্ধ বানান হচ্ছে — মধুসূদন দত্ত।

0
Updated: 1 month ago
নিচের কোন বানানটি প্রমিত?
Created: 2 months ago
A
কঙ্কন
B
কনকন
C
কঙ্কণ
D
কনকণ
• ণ-ত্ব বিধান:
তৎসম শব্দের বানানে ণ-ত্ব বিধান মেনে চলা আবশ্যক।
উদাহরণ: মাণিক্য, গণ, লবণ, বেণু, কঙ্কণ, কল্যাণ, শোণিত, মণি ইত্যাদি।
• অতৎসম বা বিদেশি শব্দে:
এ ধরনের শব্দে ণ-এর পরিবর্তে ন ব্যবহার করা হয়।
উদাহরণ: অঘ্রান, কান, গুনতি, ঝরনা, ইরান, কুরান ইত্যাদি।
উৎস: প্রমিত বাংলা বানানের নিয়ম, বাংলা একাডেমি অভিধান।

0
Updated: 2 months ago
নিচের কোনটি প্রমিত বানান নয়?
Created: 2 months ago
A
তৃণ
B
অগ্নিষাৎ
C
ভাষণ
D
উষ্ণ
প্রমিত বাংলা বানান ও ণ-ত্ব / ষ-ত্ব বিধান
১. প্রমিত বানান
-
অগ্নিষাৎ → প্রমিত নয়।
-
সংস্কৃত ‘সাৎ’ প্রত্যয়যুক্ত পদে সাধারণত ষ নয়।
উদাহরণ:-
অগ্নিসাৎ
-
ধূলিসাৎ
-
ভূমিসাৎ
-
২. ণ-ত্ব বিধান
-
ঋ, র, ষ এর পরে মূর্ধন্য ‘ণ’ হয়।
উদাহরণ:-
ঋণ, তৃণ, বর্ণ, বর্ণনা, কারণ, মরণ, ভীষণ, ভাষণ, উষ্ণ ইত্যাদি
-
৩. মূল নিয়ম
-
তৎসম/সংস্কৃত শব্দে ঋ, র, ষ এর পরে ‘ণ’ লেখা হয়।
-
সমাস বা বিদেশি/দেশি শব্দে এই বিধান প্রয়োগ হয় না।

0
Updated: 2 months ago