A
গাছে কাঁঠাল মাথায় তেল।
B
এটা লজ্জাকর ব্যাপার।
C
কালীদাস খ্যাতমান কবি।
D
একের লাঠি দশের বোঝা।
উত্তরের বিবরণ
শুদ্ধ বাক্য- এটা লজ্জাকর ব্যাপার।
অন্যদিকে,
• অশুদ্ধ বাক্য- গাছে কাঁঠাল মাথায় তেল।
• শুদ্ধ বাক্য- গাছে কাঁঠাল গোঁফে তেল।
• অশুদ্ধ বাক্য- কালীদাস খ্যাতমান কবি।
• শুদ্ধ বাক্য- কালীদাস খ্যাতিমান কবি।
• অশুদ্ধ বাক্য- একের লাঠি দশের বোঝা।
• শুদ্ধ বাক্য- দশের লাঠি একের বোঝা।

0
Updated: 2 weeks ago
কোনটি সঠিক বানান?
Created: 1 month ago
A
নিশিথিনী
B
নীশিথিনী
C
নিশীথিনী
D
নিশিথিনি
নিশীথিনী

0
Updated: 1 month ago
অশুদ্ধ বানান কোনটি?
Created: 5 days ago
A
কৃচ্ছ্সাধন
B
কূপমণ্ডূক
C
বিদূষিত
D
পিপীলিকা
• অশুদ্ধ বানান: কৃচ্ছ্সাধন
-
শুদ্ধ বানান: কৃচ্ছ্রসাধন
-
এটি একটি বিশেষ্য পদ
-
শব্দের অর্থ: কৃচ্ছ্রসাধনা
অন্যদিকে,
-
পিপীলিকা
-
বিদূষিত
-
কূপমণ্ডূক
উপরিউক্ত শব্দগুলোর বানান শুদ্ধ।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান

0
Updated: 5 days ago
কোনটি শুদ্ধ বানান?
Created: 2 weeks ago
A
মধ্যাহ্ণ
B
পীড়াপিড়ী
C
সদ্যেজাত
D
বিকিরণ
- সঠিক বানান = বিকিরণ।
- এটি একটি বিশেষ্য পদ।
অর্থ:
- বিক্ষেপ, বিস্তৃতি।
- কোনো বিন্দু থেকে শক্তি বিচ্ছুরণ,
অন্যদিকে,
• অশুদ্ধ = সদ্যেজাত;
• শুদ্ধ =সদ্যোজাত;
• অশুদ্ধ = পীড়াপিড়ী;
• শুদ্ধ = পীড়াপীড়ি;
• অশুদ্ধ = মধ্যাহ্ণ;
• শুদ্ধ = মধ্যাহ্ন;

0
Updated: 2 weeks ago