নিত্য নারীবাচক শব্দের উদাহরণ কোনটি?
A
নেত্রী
B
শিক্ষিকা
C
সতীন
D
তেজস্বিনী
উত্তরের বিবরণ
• নিত্য নারীবাচক শব্দের উদাহরণ = সতীন।
- নিত্য নারীবাচক শব্দের কোন নরবাচক শব্দ নেই।
অন্যদিকে,
- নেতা - নেত্রী,
- তেজস্বী - তেজস্বিনী
- শিক্ষক - শিক্ষিকা,

0
Updated: 2 months ago
'আমি' শব্দটি কোন লিঙ্গ?
Created: 1 month ago
A
পুংলিঙ্গ
B
স্ত্রী লিঙ্গ
C
ক্লীব লিঙ্গ
D
উভয় লিঙ্গ
উভয় লিঙ্গ-যেসব শব্দ দ্বারা পুরুষ ও স্ত্রী উভয়কে বোঝানো হয়, তাদের উভয় লিঙ্গ বলে। যেমন- আমি, ডাক্তার, শিশু, বন্ধু, সাথীইত্যাদি। পুংলিঙ্গ - যেসব শব্দ পুরুষ জাতিকে বোঝায়, তাদের পুংলিঙ্গ বলে।
যেমন-মানুষ, শিক্ষক, ছাত্র, গোয়ালা, সিংহ ইত্যাদি। স্ত্রী লিঙ্গ-যেসব শব্দ স্ত্রী জাতিকে বোঝায়, তাদের স্ত্রীলিঙ্গ বলে।
যেমন- মা, ছাত্রী, শিক্ষিকা, সিংহী, ইত্যাদি। ক্লীবলিঙ্গ- এমন কিছু শব্দ আছে যাদের দ্বারা পুরুষ অথবা স্ত্রী না বুঝিয়ে অচেতন বস্তুকে বোঝায়, তাদের ক্লীবলিঙ্গ বলে। যেমন-গাছ, ফুল, জামা, বাড়ি, পর্বত, বৃক্ষ ইত্যাদি।

0
Updated: 1 month ago
'অনাথ' এর স্ত্রীলিঙ্গ কী?
Created: 1 month ago
A
অনার্থীনি
B
অনাথিনী
C
অনাথি
D
নাথবর্তী
'অনাথ' শব্দের স্ত্রীলিঙ্গ অনাথিনী বা অনাথা।

0
Updated: 1 month ago
বাংলা ব্যাকরণ কোন পদে সংস্কৃতের লিঙ্গের নিয়ম মানে না?
Created: 2 months ago
A
বিশেষণ
B
অব্যয়
C
সর্বনাম
D
বিশেষ্য
বিশেষ্য, বিশেষণ, সর্বনাম পদের লিঙ্গান্তর করা সম্ভব কিন্তু অব্যয় বাক্যে ব্যবহার হয় লিঙ্গান্তর ছাড়াই।

0
Updated: 2 months ago