A
খ্রিস্টান
B
গড্ডালিকা
C
অহোরাত্রি
D
মিথস্ক্রিয়া
উত্তরের বিবরণ
সঠিক বানান = মিথস্ক্রিয়া।
- এটি একটি বিশেষ্য পদ।
অর্থ:
-পারস্পরিক ক্রিয়া, আন্তঃক্রিয়া।
অন্যদিকে,
• অশুদ্ধ = খ্রিস্টান;
• শুদ্ধ = খ্রিষ্টান;
• অশুদ্ধ = গড্ডালিকা;
• শুদ্ধ = গড্ডলিকা;
• অশুদ্ধ = অহোরাত্রি;
• শুদ্ধ = অহোরাত্র;

0
Updated: 2 weeks ago
কোন বানানটি শুদ্ধ?
Created: 1 month ago
A
স্বায়ত্ব
B
স্বায়াত্ব
C
স্বায়ত্ত
D
স্বায়ত্ত্ব
স্বায়ত্ত শব্দটি শুদ্ধ কারণ এটি সংস্কৃতের "স্ব" (নিজস্ব) এবং "আয়ত্ত" (অধিকার বা নিয়ন্ত্রণ) শব্দের মিলিত রূপ। এটি মূলত "স্বাধীন নিয়ন্ত্রণ" বা "নিজস্ব অধিকারভুক্ত" অর্থে ব্যবহৃত হয়।
বাংলা ভাষায় "স্বায়ত্ত" বানানটিই শুদ্ধ এবং প্রচলিত, যেখানে অন্য বানানগুলো ভুলধারণা বা বিকৃতির ফলে তৈরি হয়েছে। বাংলা ভাষার ব্যাকরণের নিয়ম অনুযায়ী, এ ধরনের সংযুক্ত শব্দে অতিরিক্ত "ত্ব" বা "ত্ত্ব" ব্যবহার করা সঠিক নয়; তাই শুদ্ধ রূপ স্বায়ত্ত।

0
Updated: 1 month ago
নিচের কোন শব্দটি শুদ্ধ?
Created: 4 days ago
A
কৌতুহল
B
কৌতূহল
C
কাংখিত
D
শ্রদ্ধাঞ্জলী
কৌতুহল শব্দের শুদ্ধ রুপ কৌতূহল, কাংখিত শব্দের শুদ্ধরুপ কাঙ্ক্ষিত, শ্রদ্ধাঞ্চলী শব্দের শুদ্ধ রুপ শ্রদ্ধাঞ্জলি।

0
Updated: 4 days ago
অশুদ্ধ বানান কোনটি?
Created: 5 days ago
A
কৃচ্ছ্সাধন
B
কূপমণ্ডূক
C
বিদূষিত
D
পিপীলিকা
• অশুদ্ধ বানান: কৃচ্ছ্সাধন
-
শুদ্ধ বানান: কৃচ্ছ্রসাধন
-
এটি একটি বিশেষ্য পদ
-
শব্দের অর্থ: কৃচ্ছ্রসাধনা
অন্যদিকে,
-
পিপীলিকা
-
বিদূষিত
-
কূপমণ্ডূক
উপরিউক্ত শব্দগুলোর বানান শুদ্ধ।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান

0
Updated: 5 days ago