নিচের কোনটি সঠিক বাক্য?
A
এ কথা প্রমাণ হয়েছে।
B
ঘটনা বর্ণিত হয়েছে।
C
বিধি লঙ্ঘন হয়েছে।
D
তোমাকে দেখে সে আশ্চর্য হয়েছে।
উত্তরের বিবরণ
• অশুদ্ধ বাক্য- এ কথা প্রমাণ হয়েছে।
• শুদ্ধ বাক্য- এ কথা প্রমাণিত হয়েছে।
• অশুদ্ধ বাক্য- বিধি লঙ্ঘন হয়েছে।
• শুদ্ধ বাক্য- বিধি লঙ্ঘিত হয়েছে।
• অশুদ্ধ বাক্য- তোমাকে দেখে সে আশ্চর্য হয়েছে।
• শুদ্ধ বাক্য- তোমাকে দেখে সে আশ্চর্যান্বিত হয়েছে।

0
Updated: 2 months ago
শুদ্ধ কোনটি?
Created: 2 weeks ago
A
ভূবন
B
ভুবন
C
ভুবণ
D
ভূবণ
সঠিক উত্তর: খ) ভুবন
“ভুবন” শব্দটি এসেছে সংস্কৃত শব্দ ভুবন থেকে।
এর অর্থ— পৃথিবী, জগৎ, বিশ্ব, দুনিয়া, লোক।
বাংলা ব্যাকরণ ও প্রমিত বানান রীতিতে “ভ” ধ্বনি থেকেই এর উৎপত্তি, তাই সঠিক বানান হবে ভুবন।

0
Updated: 2 weeks ago
কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে?
Created: 1 month ago
A
শূণ্য
B
ত্রিভুজ
C
পূন্য
D
ভূবন
শুদ্ধ বানান 'ত্রিভুজ'
- বিশেষ্য পদ।
- সংস্কৃত শব্দ।
অর্থ:
- তিনটি সরলরেখা-পরিবেষ্টিত ক্ষেত্র।
অন্যদিকে,
• শুদ্ধ বানান 'শূন্য'
- বিশেষ্য পদ।
- সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয়: √শ্বন্ + য।
অর্থ:
- পরিমাণ বা আয়তনের অভাব।
• শুদ্ধ বানান 'পুণ্য'
- বিশেষ্য পদ।
- সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয়: √পূ + উন্য।
অর্থ:
- সৎকর্ম,
- সওয়াব।
• শুদ্ধ বানান 'ভুবন'
- বিশেষ্য পদ।
- সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয়: √ভূ + অন।
অর্থ:
- পৃথিবী,
- জগৎ।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

0
Updated: 1 month ago
কোন বানানটি 'ষ-ত্ব' বিধানের নিয়মে শুদ্ধ?
Created: 1 month ago
A
ষ্টেশন
B
মাষ্টার
C
সংস্কার
D
পোষ্ট
• ‘সংস্কার’ – ‘ষ-ত্ব’ বিধানের নিয়মে শুদ্ধ।
ষ-ত্ব বিধান অনুযায়ী:
-
কেবল তৎসম শব্দেই ‘ষ-ত্ব’ বিধান প্রযোজ্য।
-
বিদেশি শব্দে ‘ষ-ত্ব’ বিধান প্রযোজ্য নয়।
উদাহরণ:
-
ষ্টেশন, পোষ্ট, মাস্টার – এগুলো ইংরেজি শব্দ, তাই ‘ষ’-ত্ব বিধান প্রযোজ্য হবে না।
-
সঠিক বানান: পোস্ট, মাস্টার, স্টেশন।
উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।

0
Updated: 1 month ago