Who is the protagonist of Hamlet?
A
Prince Hamlet
B
King Claudius
C
Polonius
D
Horatio
উত্তরের বিবরণ

0
Updated: 2 months ago
Who works as the conscience of King Lear?
Created: 3 weeks ago
A
Regan
B
Edgar
C
Cordelia
D
Fool
In Shakespeare's King Lear, while other characters often represent goodness or truth, the Fool uniquely serves as Lear's conscience. তিনি শুধু মজার ছলে নয়, বরং সত্যের প্রতিনিধি হিসেবেও কাজ করেন। Here's why:
-
He is the Truth-Teller: Lear যখন Cordelia কে নির্বাসিত করে এবং Goneril ও Regan কে রাজ্য দান করে, তখন Fool ধারাবাহিকভাবে Lear কে তার ভুলের কথা মনে করিয়ে দেয়। তিনি একমাত্র চরিত্র যারা রাজাকে খুব সরাসরি এবং সমালোচনামূলক সত্য বলতে পারে, তাও কোনো শাস্তি ভোগ না করে।
-
He Uses Riddles and Jokes to Expose Folly: তার জ্ঞান ও সতর্কবার্তা ধাঁধা এবং গান আকারে থাকে। তিনি Lear এর অবস্থার অযৌক্তিকতা নির্দেশ করেন, যেমন যখন বলেন, "Thou hadst little wit in thy bald crown when thou gav’st thy golden one away." এই রূপে তিনি সেই বুদ্ধিমত্তার কণ্ঠস্বর, যা Lear উপেক্ষা করেছিলেন এবং যা এখন তাকে তার ভুলের জন্য তাড়িয়ে বেড়াচ্ছে।
-
He is Lear's Other Half: Fool প্রায় Lear এর অন্য অর্ধেক—Lear এর সেই অংশ যা জানে যে সে বড় ভুল করেছে। তিনি Lear এর পাগলত্বের সময় তার পাশে থাকেন, তার মন্তব্যের মাধ্যমে Lear এর অভ্যন্তরীণ অপরাধবোধ ও অনুশোচনার বাহ্যিক প্রতিফলন প্রকাশ পায়।
Fool শুধুমাত্র হাস্যকর চরিত্র নয়, তিনি Lear এর মৌলিক অন্তর্দৃষ্টি এবং নৈতিক সচেতনতার প্রতীক।

0
Updated: 3 weeks ago
Fill in the blank. '____' is Shakespeare's last play.
Created: 1 month ago
A
As You Like It
B
Macbeth
C
Tempest
D
Othello
The Tempest by William Shakespeare
The Tempest হলো উইলিয়াম শেক্সপিয়রের শেষ রচনা বা Swan Song।
-
নাটকটি একটি Romantic Comedy, যা ৫টি অঙ্কে বিভক্ত।
-
এটি প্রথম প্রকাশিত হয় ১৬২৩ সালে First Folio-তে।
-
“Tempest” শব্দের অর্থ হলো ভয়ঙ্কর ঝড় (Violent Storm)।
২. কাহিনি সংক্ষেপ
এই নাটকের কেন্দ্রীয় চরিত্র Prospero, যিনি একজন যাদুকর এবং মিলানের বৈধ ডিউক।
-
তার ছোট ভাই Antonio ষড়যন্ত্র করে তাকে ক্ষমতাচ্যুত করে নির্বাসনে পাঠায়।
-
Prospero তার কন্যা Miranda-কে নিয়ে এক দূরবর্তী দ্বীপে বসবাস শুরু করেন।
-
এখানে তিনি জাদুবিদ্যা শিখে নিয়ন্ত্রণে আনেন দুটি অতিপ্রাকৃত সত্তা—
-
Ariel (আত্মারূপী সহকারী, শুভ শক্তির প্রতীক)
-
Caliban (বিকৃত স্বভাবের, বিদ্রোহী প্রকৃতির, অশুভ শক্তির প্রতীক)।
-
নাটকের শুরুতে দেখা যায়, Prospero তার যাদুবিদ্যা ব্যবহার করে এক ভয়ঙ্কর ঝড় (tempest) সৃষ্টি করেন, যাতে তার শত্রুরা—বিশেষ করে Antonio—দ্বীপে এসে পড়ে। এখান থেকেই নাটকের ঘটনাপ্রবাহ এগিয়ে যায়।
-
Ariel প্রসপেরোর বিশ্বস্ত সহকারী হিসেবে কাজ করে এবং তার পরিকল্পনা বাস্তবায়নে সাহায্য করে।
-
অপরদিকে, Caliban প্রসপেরোকে ঘৃণা করে কারণ তাকে দাসত্বে বাধ্য করা হয়েছে। সে প্রসপেরোকে হত্যার ষড়যন্ত্র করে।
৩. প্রধান চরিত্রসমূহ
-
Prospero – Milan এর ডিউক, জাদুকর
-
Miranda – Prospero’র কন্যা, নায়িকা
-
Ariel – আত্মারূপী সত্তা, শুভ শক্তির প্রতীক
-
Caliban – বিদ্রোহী অতিপ্রাকৃত চরিত্র, অশুভ শক্তির প্রতীক
-
Antonio – Prospero’র বিশ্বাসঘাতক ভাই, খলনায়ক
-
Ferdinand – নায়ক, Miranda’র প্রেমিক
-
Gonzalo – সৎ উপদেষ্টা
৪. কিছু উল্লেখযোগ্য উক্তি (Quotations)
-
“Hell is empty and all the devils are here.”
-
“We are such stuff as dreams are made on, and our little life is rounded with a sleep.”
-
“This thing of darkness, I acknowledge mine.”
-
“Thought is free.”
-
“O, brave new world, that has such people in’t!”
-
“Awake, dear heart, awake. Thou hast slept well. Awake.”
-
“Misery acquaints a man with strange bedfellows.”
Sources: Britannica.com, SparkNotes, CliffsNotes

0
Updated: 1 month ago
Who is sitting in Macbeth's chair at the banquet, visible only to Macbeth?
Created: 3 weeks ago
A
The ghost of Duncan
B
The ghost of Banquo
C
The ghost of King Hamlet
D
The ghost of his father
This famous scene occurs in Act 3, Scene 4 of Macbeth, যেখানে Macbeth নতুন রাজা হয়েছেন এবং witches-এর ভবিষ্যদ্বাণীর কারণে তিনি Banquo এবং তার ছেলে Fleance কে হত্যা করার পরিকল্পনা করেছেন।
-
Context: Macbeth fears that Banquo's descendants will inherit the throne, তাই তিনি কিছু murderers কে নিযুক্ত করেন। তারা Banquo কে হত্যা করতে সক্ষম হলেও, Fleance পালাতে সক্ষম হয়।
-
The Scene: Macbeth একটি উত্সবমূলক banquet আয়োজন করেন Scottish lords-এর জন্য। তিনি যখন নিজের আসনে বসতে যান, তখন তিনি দেখতে পান Banquo-এর রক্তাক্ত ভূত তার চেয়ারে বসে আছে।
-
Significance: ভূতটি Macbeth-এর অপরিমেয় guilt এবং paranoia-এর প্রতিফলন। Macbeth-এর ভূতের প্রতি ভয় ও আতঙ্ক, যা অন্য কেউ দেখতে পাচ্ছে না, তার মনোবলহীনতা প্রকাশ করে এবং nobles-এর সামনে তার সর্বজনীন পতনের সূচনা নির্দেশ করে।

0
Updated: 3 weeks ago