Who wrote The Tempest?
A
William Shakespeare
B
Christopher Marlowe
C
Ben Jonson
D
John Milton
উত্তরের বিবরণ

1
Updated: 2 months ago
Why does King Lear decide to divide his kingdom among his daughters?
Created: 2 months ago
A
To reward them for their loyalty
B
To avoid future conflict after his death
C
To test their love for him in public
D
To follow ancient custom
প্রথম অঙ্কে Lear সিদ্ধান্ত নেয় রাজ্য ভাগ করে দেবে সেই কন্যাদের মধ্যে যারা সবচেয়ে বেশি ভালোবাসা প্রকাশ করবে। এই প্রকাশ্য ভালোবাসা পরীক্ষা তার অহং তুষ্ট করার জন্য ছিল, কিন্তু Cordelia সত্য উত্তর দেওয়ায় ঘটনাপ্রবাহ করুণ দিকে মোড় নেয়।

2
Updated: 2 months ago
Why does Malcolm invite his thanes to be “earls” at the end?
Created: 2 months ago
A
To honor their service in battle
B
To reward their loyalty
C
To symbolize a new beginning in Scotland
D
To follow the English tradition of titles
Macbeth-এর পতনের পর Malcolm বিশ্বস্ত থেনদের “earl” উপাধি দেয়। এটি একদিকে তাদের সাহস ও আনুগত্যের পুরস্কার, অন্যদিকে স্কটল্যান্ডে নতুন শাসনের সূচক। অন্যান্য অপশন প্রভাব ব্যাখ্যা করে, কিন্তু মূল উদ্দেশ্য ছিল আনুগত্যের পুরস্কার।

0
Updated: 2 months ago
Shakespeare's 'Measure for Measure' is a successful ___
Created: 1 month ago
A
tragedy
B
comedy
C
tragi-comedy
D
melodrama
"Measure for Measure"
উইলিয়াম শেক্সপিয়রের লেখা "Measure for Measure" নাটকটি সাধারণভাবে Tragi-comedy হিসেবে বিবেচিত হয়।
-
এতে ন্যায়বিচার, নৈতিকতা এবং যৌন ভণ্ডামির মতো গুরুত্বপূর্ণ ও গম্ভীর বিষয় আলোচনা করা হয়েছে, যা মূলত ট্র্যাজেডির বৈশিষ্ট্য।
-
তবে এর মধ্যে আবার কৌতুকময় উপাদান যেমন বুদ্ধিদীপ্ত শব্দ খেলা, ভুল পরিচয় এবং হাস্যকর পরিস্থিতি আছে, যা কমেডির বৈশিষ্ট্য।
-
নাটকের সমাপ্তিও স্পষ্টভাবে সুখকর বা দুঃখজনক নয়। কেউ তাদের অপরাধের শাস্তি পায়, আবার কেউ পুরস্কৃত হয়। এই ধরনের দ্ব্যর্থক বা অস্পষ্ট সমাপ্তি ট্র্যাজিকমেডির বৈশিষ্ট্য।
-
অর্থাৎ, এটি ট্র্যাজেডি এবং কমেডি—দুটির মাঝামাঝি স্থানে অবস্থান করছে।
সুতরাং, "Measure for Measure" কে Tragi-comedy বলা হয়।

0
Updated: 1 month ago