A
William Shakespeare
B
Christopher Marlowe
C
Ben Jonson
D
John Milton
উত্তরের বিবরণ

1
Updated: 2 weeks ago
Who gives Macbeth the prophecy of becoming king?
Created: 3 weeks ago
A
Banquo
B
The witches
C
King Duncan
D
Malcolm
উইলিয়াম শেক্সপিয়রের নাটক Macbeth-এ, তিনজন অদ্ভুত চৈতন্যশূন্য ডাইনি (The Witches) ম্যাকবেথকে ভবিষ্যদ্বাণী দেয় যে সে একদিন স্কটল্যান্ডের রাজা হবে। তারা বলে,
"All hail, Macbeth! Hail to thee, Thane of Glamis!
All hail, Macbeth! Hail to thee, Thane of Cawdor!
All hail, Macbeth! That shalt be king hereafter!"
এই ভবিষ্যদ্বাণীই Macbeth-এর মনে লোভ ও উচ্চাকাঙ্ক্ষার জন্ম দেয় এবং কাহিনির ট্র্যাজেডির শুরু হয়।
Banquo নিজেও ওদের থেকে ভবিষ্যদ্বাণী শোনে, কিন্তু Macbeth-এর রাজা হওয়ার কথা কেবল ডাইনিরাই বলে।
তাই সঠিক উত্তর: b) The witches

1
Updated: 3 weeks ago
What role does Ariel play in the play?
Created: 2 weeks ago
A
Villain
B
Spirit-servant
C
Ship captain
D
Duke’s son
Ariel হলো এক অতিপ্রাকৃত আত্মা, যে Prospero-র বিশ্বস্ত সেবক। সে জাদুকরী শক্তি দিয়ে সমুদ্রে ঝড় তোলে। এরপর সে নাটকের চরিত্রদের বিভ্রান্ত করে এবং Prospero-র পরিকল্পনা সফল করতে সাহায্য করে। Ariel স্বাধীনতা চায় এবং নাটকের শেষে Prospero তাকে মুক্তি দেয়। Ariel নাটকের প্রতীকী স্বাধীনতার প্রতিচ্ছবি।

1
Updated: 2 weeks ago
Who is Cassio?
Created: 2 weeks ago
A
Othello’s lieutenant
B
A Venetian senator
C
Desdemona’s cousin
D
Iago’s servant
ক্যাসিও ওথেলোর বিশ্বস্ত লেফটেন্যান্ট। তিনি ভদ্র, দক্ষ এবং নৈতিকভাবে দৃঢ়। ইয়াগো ক্যাসিওর বিরুদ্ধে ষড়যন্ত্র করে ওথেলোকে বিশ্বাস করায় যে ক্যাসিও ও ডেসডিমোনার সম্পর্ক আছে। এতে ট্র্যাজেডির সূত্রপাত হয়।

1
Updated: 2 weeks ago