Who is the main female character in Tess of the d’Urbervilles?
A
Tess
B
Jane
C
Elizabeth
D
Estella
উত্তরের বিবরণ

0
Updated: 2 months ago
What is the subtitle of Tess of the d’Urbervilles?
Created: 1 month ago
A
A Fallen Woman’s Story
B
A Pure Woman Faithfully Presented
C
A Tale of Wessex
D
A Tragic Love Story
উপন্যাসটির সাবটাইটেল হলো “A Pure Woman Faithfully Presented”। এই সাবটাইটেল ভিক্টোরিয়ান সমাজে সবচেয়ে বেশি বিতর্কের জন্ম দিয়েছিল। কারণ টেসকে সমাজ একটি "পতিতা" বা "অশুদ্ধ নারী" বলে গণ্য করেছিল। কিন্তু হার্ডি সাহসিকতার সাথে ঘোষণা দেন যে টেস প্রকৃতপক্ষে একজন পবিত্র নারী। এখানে হার্ডি নারীর প্রতি সমাজের অন্যায় আচরণকে চ্যালেঞ্জ করেন। টেস কোনো দোষ না করেও Alec d’Urberville এর দ্বারা প্রতারিত হয়, এবং তার জীবনের ট্র্যাজেডি শুরু হয়।
পরবর্তীতে স্বামী Angel Clare -ও তাকে প্রত্যাখ্যান করে, কারণ সমাজের চোখে সে আর "শুদ্ধ" নয়। কিন্তু হার্ডির দৃষ্টিতে টেস ছিলেন আত্মার দিক থেকে সম্পূর্ণ নির্দোষ ও পবিত্র। এই সাবটাইটেল মূলত উপন্যাসের থিমকে সংক্ষেপে তুলে ধরে — সমাজের দ্বিচারিতা, নারীর অবস্থান এবং "purity" বা পবিত্রতার প্রকৃত সংজ্ঞা। তাই এই সাবটাইটেল সাহিত্য ইতিহাসে একটি যুগান্তকারী সাহসী ঘোষণা হিসেবে বিবেচিত হয়।

0
Updated: 1 month ago
In which year was Tess of the d’Urbervilles first published?
Created: 1 month ago
A
1881
B
1891
C
1901
D
1911
টেস অব দ্য ডি’আর্বারভিলস উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় ১৮৯১ সালে। এটি ছিল থমাস হার্ডির সবচেয়ে বিখ্যাত ট্র্যাজিক উপন্যাসগুলোর একটি। প্রকাশনার সময় উপন্যাসটি ভিক্টোরিয়ান সমাজে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিল, কারণ হার্ডি এখানে নারীর যৌনতা, সামাজিক ভণ্ডামি এবং নৈতিকতার দ্বিচারিতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন।
ভিক্টোরিয়ান যুগ ছিল কঠোর নৈতিকতার যুগ, যেখানে একজন নারী যদি কোনো কারণে "অশুদ্ধ" বলে গণ্য হতো, তবে তাকে সমাজ থেকে সম্পূর্ণভাবে বর্জন করা হতো। হার্ডি এই উপন্যাসের সাবটাইটেল দিয়েছেন — “A Pure Woman Faithfully Presented”। এখানে তিনি সাহসিকতার সঙ্গে ঘোষণা করেন যে, টেস সামাজিকভাবে "অশুদ্ধ" হলেও প্রকৃত অর্থে সে ছিল পবিত্র এবং নিষ্পাপ। প্রকাশের পর এই সাহসী সাবটাইটেলটি ভিক্টোরিয়ান পাঠকদের মধ্যে আঘাত হানে।
তবে সময়ের সঙ্গে সঙ্গে উপন্যাসটি ইংরেজি সাহিত্যের ক্লাসিক হিসেবে স্বীকৃতি পায়। তাই ১৮৯১ সাল শুধু প্রকাশনার তারিখই নয়, ইংরেজি সাহিত্যের ইতিহাসে একটি টার্নিং পয়েন্ট, যেখানে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি এবং সাহিত্যিক সাহসিকতা নতুন আলোচনার জন্ম দেয়।

0
Updated: 1 month ago
Why does Angel Clare reject Tess after marriage?
Created: 1 month ago
A
She refuses to go to Brazil
B
She confesses her past with Alec
C
She does not want to be religious
D
She falls in love with Alec again
বিয়ের পর টেস সাহস করে তার অতীত সত্যি কথাগুলো স্বামী Angel Clare-কে জানায়। সে বলে কিভাবে Alec তার জীবন নষ্ট করেছে এবং একটি সন্তানের জন্ম দিয়েছিল। Angel নিজেও আগে তার অতীত পাপ স্বীকার করেছিল, কিন্তু টেসের অতীত মেনে নিতে পারেনি।
এখানেই Hardy দেখান ভিক্টোরিয়ান সমাজের দ্বিচারিতা। পুরুষের ভুল সহজে ক্ষমা করা হয়, কিন্তু নারীর ভুল চিরকাল কলঙ্ক হয়ে থাকে। Angel টেসকে ছেড়ে ব্রাজিলে চলে যায়। এই পরিত্যাগ টেসের জীবনের সবচেয়ে বড় আঘাত। এটি Hardy-এর নারীবাদী দৃষ্টিভঙ্গির প্রমাণ, যেখানে তিনি সমাজের অন্যায়কে প্রকাশ করেছেন।

0
Updated: 1 month ago