A
ইয়েমেন
B
কাতার
C
ওমান
D
ইরাক
উত্তরের বিবরণ
এডেন – ইয়েমেনের গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দর ও অস্থায়ী রাজধানী
-
এডেন ইয়েমেনের একটি প্রধান শহর, যা এডেন উপসাগরের উত্তরে, আল-তাওয়াহি হারবারের পূর্বদিকে একটি উপদ্বীপে অবস্থিত।
-
২০১৫ সাল থেকে এডেন ইয়েমেনের অস্থায়ী রাজধানী হিসেবে ব্যবহৃত হচ্ছে।
ইয়েমেন – একটি আরব রাষ্ট্র
-
ইয়েমেন প্রজাতন্ত্র পশ্চিম এশিয়ার একটি আরব দেশ।
-
এটি আরব উপদ্বীপের দক্ষিণ প্রান্তে অবস্থিত, যা একসময় আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও এশিয়ার সংযোগস্থল ছিল।
-
ইয়েমেন আরব উপদ্বীপের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র।
-
সীমান্তবর্তী দেশ ও জলসীমা: উত্তরে সৌদি আরব, পূর্বে ওমান, দক্ষিণে এডেন উপসাগর ও আরব সাগর, এবং পশ্চিমে লোহিত সাগর।
-
রাজধানী: এডেন (অস্থায়ী)
-
সরকারি ভাষা: আরবি
-
মুদ্রা: ইয়েমেনি রিয়াল
প্রধান সমুদ্রবন্দরসমূহ (অন্যান্য দেশ):
-
কাতার: হামাদ বন্দর
-
ওমান: সালালাহ বন্দর
-
ইরাক: উম্মে কাসর বন্দর
উৎস:
i) World Atlas
ii) Britannica

0
Updated: 2 months ago