কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি?
A
নন্দিত নরকে
B
এই সব দিনরাত্রি
C
জোছনা ও জননীর গল্প
D
আগুনের পরশমণি
উত্তরের বিবরণ
• হুমায়ূন আহমেদের প্রথম প্রকাশিত উপন্যাস- নন্দিত নরকে (১৯৭২)।
• হুমায়ূন আহমেদ:
- হুমায়ূন আহমেদের জন্ম ১৯৪৮ সালে নেত্রকোনা জেলা।
- তিনি কথাসাহিত্যিক, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা, গীতিকার, শিক্ষক ছিলেন।
- তাঁর প্রথম ছবি আগুনের পরশমণি (১৯৯৫) এবং শেষ ছবি ঘেটুপুত্র কমলা (২০১২)
- তিনি ২০১২ সালে মৃত্যুবরণ করেন।
• হুমায়ূন আহমেদের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস:
- আগুনের পরশমণি,
- অনিল বাগচীর একদিন,
- শ্যামল ছায়া,
- জোছনা ও জননীর গল্প,
- ১৯৭১ ইত্যাদি।
• তাঁর রচিত অন্যান্য উপন্যাস:
- এই সব দিনরাত্রি,
- আমার আছে জল,
- নক্ষত্রের রাত,
- ফেরা,
- বহুব্রীহি,
- গৌরীপুর জংশন,
- শ্রাবণ মেঘের দিন,
- দুই দুয়ারী,
- কোথাও কেউ নেই,
- বৃষ্টি বিলাস,
- বাদশাহ নামদার,
- মেঘের ওপর বাড়ি ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
0
Updated: 5 months ago
ঈশ্বরচন্দ্রকে ‘বিদ্যাসাগর’ উপাধি প্রদান করে কোন প্রতিষ্ঠান?
Created: 3 weeks ago
A
ফোর্ট উইলিয়াম কলেজ
B
সংস্কৃত কলেজ
C
হিন্দু কলেজ
D
কলকাতা বিশ্ববিদ্যালয়
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন বাংলা সাহিত্যের একজন বিশিষ্ট সংস্কৃত পণ্ডিত, লেখক, শিক্ষাবিদ, সমাজসংস্কারক এবং জনহিতৈষী। তিনি বাংলা গদ্যের জনক হিসেবে পরিচিত এবং ভাষা, সাহিত্য ও শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
-
জন্ম ও মৃত্যু: ১৮২০ সালের ২৬ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ; ২৯ জুলাই ১৮৯১ সালে মৃত্যুবরণ।
-
পদবি ও স্বাক্ষর: পৈতৃক পদবি বন্দ্যোপাধ্যায়; স্বাক্ষর করতেন 'ঈশ্বরচন্দ্র শর্মা' নামে।
-
উপাধি: ১৮৩৯ সালে সংস্কৃত কলেজ তাঁকে ‘বিদ্যাসাগর’ উপাধি প্রদান করে।
-
ভাষা ও সাহিত্য: বাংলা গদ্যের প্রবর্তক; বাংলা গদ্যে প্রথম যতি বা বিরামচিহ্ন স্থাপন করেন।
-
প্রকাশিত গ্রন্থ: প্রথম প্রকাশিত গ্রন্থ 'বেতাল পঞ্চবিংশতি'; বাংলা ভাষায় প্রথম মৌলিক গদ্য রচনা 'প্রভাবতী সম্ভাষণ'।
-
ব্যাকরণগ্রন্থ: 'ব্যাকরণ কৌমুদী'।
0
Updated: 3 weeks ago
'নদী ও নারী' কার রচনা?
Created: 3 months ago
A
কাজী আব্দুল ওদুদ
B
আবুল ফজল
C
শামসুদ্দিন আবুল কালাম
D
হুমায়ুন কবির
‘নদী ও নারী’
‘নদী ও নারী’ হুমায়ুন কবির রচিত একটি কালজয়ী বাংলা উপন্যাস, যা প্রথম প্রকাশিত হয় ১৯৪৫ সালে। এই একই বছরে এর ইংরেজি অনুবাদ ‘Men and Rivers’ শিরোনামে প্রকাশিত হয়।উপন্যাসটির পটভূমি গড়ে উঠেছে পদ্মা নদীঘেঁষা চরের মানুষের জীবন বাস্তবতাকে ঘিরে।
মূলত নজু মিয়া ও আসগর মিয়া নামের দুই বন্ধুর জীবনের নানা ঘাত-প্রতিঘাত, আবেগ-অনুভূতি, আশা-নিরাশার ছায়ায় এগিয়ে গেছে উপন্যাসের কাহিনি।
হুমায়ুন কবির এই উপন্যাসে বাঙালি মুসলমান সমাজের সাংস্কৃতিক, সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতা অত্যন্ত নিপুণভাবে তুলে ধরেছেন। পদ্মা নদীর গতিশীল চরাঞ্চল ও তার প্রভাবিত মানুষের জীবনধারা যেন এখানে সাহিত্যের রূপ পেয়েছে। ১৯৬৫ সালে এই উপন্যাস অবলম্বনে একটি চলচ্চিত্র নির্মিত হয়, যা উপন্যাসটির গুরুত্বকে আরও প্রতিষ্ঠিত করে।
হুমায়ুন কবির: সংক্ষিপ্ত জীবনী
হুমায়ুন কবির ছিলেন একজন বহুমুখী প্রতিভার অধিকারী – তিনি একাধারে রাজনীতিবিদ, দার্শনিক ও সাহিত্যিক। তাঁর জন্ম ১৯০৬ সালের ২২ ফেব্রুয়ারি, ফরিদপুর জেলার কোমরপুর গ্রামে। তাঁর পুরো নাম ছিল হুমায়ুন জহিরউদ্দিন আমির-ই-কবির। তিনি সাহিত্যচর্চার পাশাপাশি 'চতুরঙ্গ' নামে একটি পত্রিকার সম্পাদক হিসেবেও খ্যাতি অর্জন করেন। ১৯৬৯ সালের ১৮ আগস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।
হুমায়ুন কবিরের সাহিত্যকর্ম
উপন্যাস:
-
নদী ও নারী (১৯৪৫)
কাব্যগ্রন্থ:
-
স্বপ্নসাধ
-
সাথী
-
অষ্টাদশী
তথ্যসূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া
0
Updated: 3 months ago
'চিলেকোঠার সেপাই' - উপন্যাসের প্রধান চরিত্র কোনটি?
Created: 2 months ago
A
ফরিদ
B
ওসমান
C
আজাদ
D
রায়হান
‘চিলেকোঠার সেপাই’ উপন্যাস
-
‘চিলেকোঠার সেপাই’ বিশিষ্ট কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াস রচিত একটি মহাকাব্যোচিত উপন্যাস।
-
উপন্যাসটি ঊনসত্তরের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে রচিত।
-
প্রধান চরিত্র হলো ওসমান।
-
উপন্যাসে দেখা যায়, কোনো বাড়ির চিলেকোঠায় বাস করেও ওসমান স্বাধীনতার লক্ষ্যে গড়ে ওঠা বৃহত্তর আন্দোলনের সঙ্গে মিলিত হয়েছিল।
-
ইতিবাচক রাজনীতির উপস্থাপনায় উপন্যাসে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অব্যবহিত পূর্বরূপ ফুটে উঠেছে।
আখতারুজ্জামান ইলিয়াস রচিত অন্যান্য উপন্যাস
-
চিলেকোঠার সেপাই
-
খোয়াবনামা
উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
২) বাংলাপিডিয়া
0
Updated: 2 months ago