What will be the correct preposition to complete the sentence? ‘I am not bad-tennis’.
A
in
B
at
C
about
D
with
উত্তরের বিবরণ
সঠিক উত্তর "at" (খ)। ইংরেজিতে "good at" বা "bad at" কোনো বিষয়ের দক্ষতা বা অদক্ষতা বোঝাতে ব্যবহৃত হয়। এখানে "bad" একটি adjective, এবং এটি "at" preposition-এর সাথে ব্যবহৃত হয় যখন কোনো নির্দিষ্ট বিষয়ের মধ্যে দক্ষতা বা অদক্ষতা প্রকাশ করা হয়।
অন্য অপশনগুলি:
ক) "in": সাধারণত স্থানের জন্য ব্যবহৃত হয়, যেমন "good in tennis" নয়।
গ) "about": এটি বিষয় বা সম্পর্কে ব্যবহার হয়, তবে এখানে বিষয় নির্দিষ্ট (tennis)।
ঘ) "with": সাধারণত কোনো ব্যক্তির সাথে সম্পর্কিত হয়, তবে এখানে প্রাসঙ্গিক নয়।
তাহলে সঠিক উত্তর হল "at"।

0
Updated: 5 months ago
What does the idiom "take someone to task" mean?
Created: 1 month ago
A
To give someone a task to do
B
To praise someone for his task
C
To rebuke someone
D
To appoint someone
সঠিক উত্তর: গ) কাউকে তিরস্কার করা।
Take someone to task
English Meaning: কারো কোনো ভুল কাজের জন্য তাকে কঠোরভাবে সমালোচনা করা বা রাগভরে কথা বলা।
Bangla Meaning: তিরস্কার করা বা কড়া ভাষায় ভর্ৎসনা করা।
উদাহরণ:
English: He was taken to task for negligence of duty.
Bangla: দায়িত্বে অবহেলার জন্য তাকে তিরস্কার করা হলো।
অপশন বিশ্লেষণ:
-
ক) কাউকে কোনো কাজ দেওয়া → To give someone a task.
-
খ) কাউকে তার কাজের জন্য প্রশংসা করা → To praise someone for his task.
-
গ) কাউকে তিরস্কার করা → To rebuke someone. ✅
-
ঘ) কাউকে নিয়োগ দেওয়া → To appoint someone.
সবগুলো অপশন ও অর্থ বিবেচনায় দেখা যায়, ‘Take someone to task’-এর অর্থ সবচেয়ে ভালোভাবে বোঝায় → গ) কাউকে তিরস্কার করা।
তথ্যসূত্র: Cambridge Dictionary

0
Updated: 1 month ago
What is the antonym of 'gentle'?
Created: 4 months ago
A
harsh
B
modest
C
clever
D
rude
Rude ও Harsh দুটিই Gentle এর বিপরীত শব্দ, দ্বৈত উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।
• Gentle:
English meaning: calm, kind, or soft.
Bangla meaning: অমায়িক; নম্র; মৃদু; শান্ত; সতর্ক।
• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
- modest: not usually talking about or making obvious your own abilities and achievements: বিনয়ী; অনুদ্ধত; নিরহংকার।
- clever: showing intelligence, but not sincere, polite, or serious: চালাক; চতুর; দক্ষ।
- rude: not polite; offensive or embarrassing: অভদ্র; অমার্জিত; রূঢ়।
- harsh: unpleasant, unkind, cruel, or more severe than is necessary: রূঢ়; কর্কশ।
Source: Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 4 months ago
Choose the correct sentence.
Created: 2 weeks ago
A
They had left the party before it started raining.
B
They had left the party before it had started raining.
C
They had left the party before it has started raining.
D
They left the party before it start raining.
সঠিক উত্তর:
ক) They had left the party before it started raining.
কারণ ব্যাখ্যা:
Before যুক্ত বাক্যের নিয়ম:
Past Perfect + before + Past Indefinite
মানে, একটা কাজ আগে শেষ হয়ে গেছে (Past Perfect), তার পর আরেকটা কাজ ঘটেছে (Past Indefinite)।
উদাহরণ:
The train had left before we reached the station.
She had finished her homework before her father came home.
ভুল অপশনগুলোর কারণ:
খ) They had left the party before it had started raining.
ভুল, কারণ দুই পাশে Past Perfect ব্যবহার হয় না।
গ) They had left the party before it has started raining.
ভুল, কারণ Past Perfect এর সাথে Present Perfect (has started) ব্যবহার করা যায় না।
ঘ) They left the party before it start raining.
ভুল, কারণ start → started (past tense) হবে।

0
Updated: 2 weeks ago