Which poet is known for the “Negative Capability” concept?
A
John Keats
B
William Wordsworth
C
Samuel Taylor Coleridge
D
Percy Bysshe Shelley
উত্তরের বিবরণ

0
Updated: 2 months ago
Which figure of speech is used in “Season of mists and mellow fruitfulness”?
Created: 1 month ago
A
Simile
B
Metaphor
C
Personification
D
Alliteration
এখানে “mists” এবং “mellow” শব্দে একধরনের ধ্বনি-সাদৃশ্য আছে। এই alliteration কবিতাকে সুরেলা করে তোলে। একই সঙ্গে এটি শরতের নরম, শান্ত সৌন্দর্যকে ফুটিয়ে তোলে। অপশন গুলোর মধ্যে যদি Imagery থাকতো, তাহলে সেটাই হতো।

1
Updated: 1 month ago
What scene of ritual is carved on the urn?
Created: 1 month ago
A
A marriage festival
B
A village sacrifice to the gods
C
A war procession
D
A royal coronation
আর্নে দেখা যায় একটি উৎসর্গ বা sacrifice-এর দৃশ্য। মানুষ গরু নিয়ে যাচ্ছে দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করার জন্য। এই দৃশ্য ধর্মীয় ভক্তি ও গ্রামীণ জীবনের ঐতিহ্যকে চিত্রিত করে।

0
Updated: 1 month ago
Which image does Keats use to describe Cupid and Psyche together?
Created: 1 month ago
A
A king and queen on a throne
B
A sailor and the sea
C
A shepherd and his sheep
D
Lovers lying in a secret garden
কিটস কিউপিড ও সাইকিকে একসঙ্গে একটি বাগানে বিশ্রামরত প্রেমিক-প্রেমিকা হিসেবে দেখিয়েছেন। এটি প্রেমের অন্তরঙ্গতা ও শান্তির প্রতীক। কবি কল্পনার মাধ্যমে প্রেমকে পবিত্র ও দেবত্বের উচ্চতায় উন্নীত করেছেন।

0
Updated: 1 month ago