Who wrote
The Love Song of J. Alfred Prufrock?
A
T. S. Eliot
B
William Butler Yeats
C
Robert Browning
D
Alfred Tennyson
উত্তরের বিবরণ

0
Updated: 2 months ago
What nursery rhyme concludes with London Bridge the poem "The Waste Land"?
Created: 2 weeks ago
A
“London Bridge is falling”
B
“Ring a Ring o’ Roses”
C
“Jack and Jill”
D
“Humpty Dumpty”
“The Waste Land” কবিতায় Eliot শেষে শিশুতোষ গান এনেছেন — “London Bridge is falling down।” এখানে শহরের পতন বোঝানো হয়েছে। Nursery rhyme–এর নির্দোষ সুর আধুনিক সভ্যতার পতনের সাথে মিশে ভয়ানক হয়ে ওঠে।

0
Updated: 2 weeks ago
What object in “A Game of Chess” symbolises sterile luxury in the poem "The Waste Land"?
Created: 2 weeks ago
A
Ornate chair and rich perfume
B
Broken sword and shield
C
Empty book and candle
D
Rusted chain and ring
"The Waste Land" -এ “A Game of Chess”–এ নারীর ঘরের বর্ণনায় সাজানো চেয়ার, গন্ধ, অলংকার এসেছে। এগুলো বিলাসিতা দেখায়, কিন্তু প্রাণহীন। Eliot এগুলো ব্যবহার করেছেন আধুনিক সম্পর্কের শূন্যতা বোঝাতে। বাইরের সাজ আছে, ভেতরে কোনো ভালোবাসা নেই।

0
Updated: 2 weeks ago
Which phrase conveys Prufrock’s sense of wasted time in meaningless talk in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 3 weeks ago
A
“To prepare a face to meet the faces that you meet”
B
“To chase the winds along the barren street”
C
“To drink the endless wine of sorrow”
D
“To dance beneath the silver moon”
এই লাইনটি Prufrock–এর জীবনের ভণ্ডামি ও নাটকীয়তা বোঝায়। সে প্রতিদিন একটি মুখোশ পরে সমাজে যায়, যাতে অন্যদের সাথে মানিয়ে চলতে পারে। এটি আসল অনুভূতি লুকিয়ে রাখার প্রতীক। আধুনিক মানুষ প্রতিদিন ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে ভিন্ন ভিন্ন মুখ বানিয়ে নেয়, কিন্তু ভেতরে সে শূন্য থেকে যায়।
Eliot এই লাইন দিয়ে সামাজিক ভণ্ডামি, কৃত্রিমতা এবং অর্থহীন আলাপচারিতার ছবি এঁকেছেন। Prufrock মনে করে, তার পুরো জীবন এই “মুখ বানানো” কাজেই নষ্ট হয়ে গেছে।

0
Updated: 3 weeks ago