Who is the author of Great Expectations?
A
Charles Dickens
B
Thomas Hardy
C
William Butler Yeats
D
D. H. Lawrence
উত্তরের বিবরণ

0
Updated: 2 months ago
What is the fate of Drummle?
Created: 1 month ago
A
He becomes rich and powerful
B
He dies in a horse accident
C
He is killed by Compeyson
D
He marries Biddy
বাংলা ব্যাখ্যা: Drummle ছিল অহংকারী ও নিষ্ঠুর। সে পশুদের প্রতি অত্যাচার করত। শেষমেশ ঘোড়াকে নির্যাতন করতে গিয়ে দুর্ঘটনায় মারা যায়। Dickens দেখিয়েছেন, নিষ্ঠুরতার ফল ভয়াবহ।

0
Updated: 1 month ago
Who wrote the two famous novels, ‘David Copperfield’ and ‘The Tale of two Cities’?
Created: 2 months ago
A
Thomas Hardy
B
Jane Austen
C
George Eliot
D
Charles Dickens
Victorian Age (1832-1900)-এর অন্যতম জনপ্রিয় ও প্রতিভাবান ঔপন্যাসিক Charles Dickens (1812-1870)। তাঁকে বলা হয় the greatest novelist in the victorian period I Charles Dickens রচিত বিখ্যাত কয়েকটি উপন্যাসের নাম নিম্নরূপ: • David Copperfield • A Christmas Carol • Our Mutual Friend • The Bleak House • Hard Times • Great Expectations • The Pickwick Papers • The Old Curiosity Shop • A Tale of Two Cities • The Battle of Life • The Mystery of Edwin Drood • The Adventures of Oliver Twist

0
Updated: 2 months ago
A Christmas Carol, a famous novella, was written by -
Created: 2 weeks ago
A
William Thackeray
B
Charles Dickens
C
Thomas Hardy
D
George Eliot
"এ ক্রিসমাস ক্যারল" (A Christmas Carol) একটি বিখ্যাত নভেলা, যা লিখেছেন চার্লস ডিকেন্স।
"এ ক্রিসমাস ক্যারল" চার্লস ডিকেন্সের লেখা একটি ছোট উপন্যাস বা নভেলা। এটি ১৮৪৩ সালে প্রকাশিত হয়েছিল। নভেলা হলো একটি ছোট উপন্যাস যা ছোট গল্পের চেয়ে বড় কিন্তু পূর্ণাঙ্গ উপন্যাসের চেয়ে ছোট হয়।
"এ ক্রিসমাস ক্যারল"-এর প্রধান চরিত্র হলেন এবিনেজার স্ক্রুজ (Ebenezer Scrooge)। তিনি স্বভাবগতভাবে একজন কৃপণ ব্যক্তি, যাকে "ক্রিসমাসের ভূত" (A Ghost of Christmas) বিভিন্ন অদ্ভুত স্বপ্ন দেখায়। স্বপ্নে তাকে এই বার্তা দেওয়া হয় যে, জীবনে সুখের চাবিকাঠি কেবল অর্থ বা সম্পদ নয়; বরং সুখের জন্য মানুষকে উদার মানসিকতার এবং মানবিক হতে হবে।
চার্লস ডিকেন্সকে ভিক্টোরিয়ান যুগের সর্বশ্রেষ্ঠ ঔপন্যাসিক হিসেবে বিবেচনা করা হয়। 'বোজ' (Boz) ছিল চার্লস ডিকেন্সের একটি ছদ্মনাম।
তার সেরা কিছু কাজ (উপন্যাস) হলো:
এ ক্রিসমাস ক্যারল (A Christmas Carol)
ডেভিড কপারফিল্ড (David Copperfield)
ব্লিক হাউস (Bleak House)
এ টেল অফ টু সিটিজ (A Tale of Two Cities)
গ্রেট এক্সপেকটেশনস (Great Expectations)
আওয়ার মিউচুয়াল ফ্রেন্ড (Our Mutual Friend)
হার্ড টাইমস (Hard Times)
দ্য পিকউইক পেপার্স (The Pickwick Papers)

0
Updated: 2 weeks ago